Also read in

Today’s Headlines: NRC- Now many people’s name are getting into the pruning list.

সুপ্রভাত, আজ শুক্রবার, ৭ই জুন, ২০১৯ খ্রিস্টাব্দ; ২৩শে জ্যৈষ্ঠ ,১৪২৬ বঙ্গাব্দ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটকের পর এবার তেলেঙ্গানাতেও বড়সড় ভাঙ্গনের মুখে শতাব্দীপ্রাচীন কংগ্রেস , এই খবরকে লিড করেছে দৈনিক যুগশঙ্খ এবং প্রান্তজ্যোতি।

প্রান্তজ্যোতির মুখ্য শিরোনাম,

বিদ্রোহ, তেলেঙ্গানায় কংগ্রেস ছাড়ার হিড়িক

যুগশঙ্খের লিড নিউজ,

১২ বিধায়ক টিআরএসে, তেলেঙ্গানা কংগ্রেসে বিদ্রোহ

নাগরিক পঞ্জির খবরে সাময়িক প্রসঙ্গের মুখ্য শিরোনাম,

এনআরসি নিয়ে আতঙ্ক নয়া মাত্রা নিচ্ছে – এবার ছাঁটাই তালিকায় ঢুকছে বহু লোকের নাম

যুগশঙ্খের সুপার অ্যাংকর প্রতিবেদন,

ডিটেনশন মুক্তির ‘গাইডলাইন’ তৈরি, দিল্লির সায়ে খুলবে লৌহ কপাট ।। স্বরাষ্ট্র দফতর থেকে মতামত চেয়ে পাঠানো হয়েছে আইন বিভাগে, তারপর যাবে কেন্দ্রে

শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নিলেন মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকের অস্থায়ী কর্মী রনধীর পাল , এই খবর আজ সবগুলো স্থানীয় পত্রিকা পরিবেশন করেছে।

যুগশঙ্খ ছবিসহ লিখেছে,

বাড়িতেই আত্মহত্যা রনধীরের ! মেডিক্যাল রহস্যে নয়া মোড়

প্রান্তজ্যোতির সুপার অ্যাঙ্কর নিউজ,

হিমন্তের মিশন ১০০: কাজটা কঠিন তবে অসম্ভব নয়

অমিত শাহকে নিয়ে দুটি খবর,

  • সভাপতির পদ ছাড়ছেন না অমিত- মানছেন না দলের ‘এক ব্যক্তি’ এক পদ নিয়ম
  • রাজনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটি থেকে বাদ রাজনাথ- অমিত আটটি কমিটিতেই

প্রথম পাতায় প্রান্তজ্যোতির আরও কয়েকটি খবর,

  • ভোটে হারার পর প্রশান্ত কিশোরে ভরসা মমতার
  • হিন্দু বাঙালিরা বিজেপিকেই ভোট দিয়ে আসছেন অসমে
  • নিখোঁজ হওয়ার আগে বায়ুসেনার বিমানকে টেক অফ এর সংকেত দেন পাইলটের স্ত্রী
  • পরিবেশ দূষণ নিয়ে ভারত- চীন- রাশিয়াকে দোষারোপ আমেরিকার

সাংসদ রাজদীপ রায়কে নিয়ে যুগশঙ্খের অ্যাংকর প্রতিবেদন,

এবার ভালোবাসা ফেরানোর পালা, রাজদীপকে শলা মায়ের ।। বাবা বেঁচে থাকলে রাজনীতিতে কখনোই আসতাম না, অকপট সাংসদ

প্রথম পাতায় যুগশঙ্খের আরও কয়েকটি খবর,

  • রাম মন্দির নির্মাণ কবে, স্পষ্ট জানান সরকার: স্বামী
  • টানা তিনবার কমল রেপো রেট, সস্তা হচ্ছে গাড়ি- গৃহঋণ
  • নাইডুর নির্দেশ উড়িয়ে অন্ধ্রে সিবিআইকে প্রবেশের অনুমতি
  • শহীদ নীরজ- কালিদাসের বাড়িতে গিয়ে শ্রদ্ধাঞ্জলি সর্বানন্দের

সাময়িক প্রসঙ্গের দ্বিতীয় শিরোনাম,

গত পাঁচ বছরে নয়া দিশা দেখিয়েছে মোদি সরকার; বিদেশমন্ত্রী জয়শঙ্কর – নাম না নিয়েও পাকিস্তানকে খোঁচা

ভেতরের পাতায় সাময়িকের কয়েকটি খবর,

  • বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে দুই কিশোরের মৃত্যু- অসম ত্রিপুরা জাতীয় সড়ক অবরোধ
  • মোহনপুরে বিদ্যুতের ছোবলে হত কিশোর
  • সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি, আত্মঘাতী বড়খলার যুবতী
  • হাইলাকান্দি বিজেপির কোষাধ্যক্ষ আশীষ সাহা প্রয়াত

দৈনিক প্রান্তজ্যোতির আজকের সম্পাদকীয়,

রাজ্যে শিল্পায়ন জরুরি

সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম,

হিন্দি আপনি ছড়াচ্ছে, চাপিয়ে বিদ্বেষ কেন

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

উষ্ণায়ন ও বৃক্ষ রোপন

এবং

অস্তিত্ব সংকটে প্রশ্নচিহ্ন

বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের খবরে সাময়িক জানাচ্ছে,

  • নাইল- স্টার্ক যুগলবন্দীতে জয় অস্ট্রেলিয়ার
  • বিশ্বকাপে আজ পাকিস্তান বনাম শ্রীলংকা- বিকেল তিনটা

যুগশঙ্খের অন্য খবর,

  • যুগশঙ্খ কাপ; জিতল সেন্টার, বাগপুর
  • উয়েফা ন্যাশনাল লিগ: রোনাল্ডোর হ্যাটট্রিকে ফাইনালে পর্তুগাল

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.

error: Content is protected !!