Also read in

Today’s Headlines: Overthrow the Sarba Government, A total of 28 students' organizations, including the AASU called to overthrow the Sarba government.

সুপ্রভাত, আজ শুক্রবার, ২২শে কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ ; ৯ই নভেম্বর, ২০১৮ খ্রিস্টাব্দ । আজ ভাইফোঁটা।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

ছাত্র সংগঠনের আন্দোলন নিয়ে প্রান্তজ্যোতির লিড নিউজ,

নাগরিকত্ব বিল ইস্যু : সর্বা সরকার উৎখাতের ডাক আসুসহ ২৮ ছাত্র সংগঠনের

এই প্রসঙ্গে সাময়িক লিখেছে,

নাগরিকত্ব বিল: স্পষ্ট করুন অবস্থান- সদনের গেটেই মুখ্যমন্ত্রীকে চ‍্যালেঞ্জ সমুজ্জ্বলদের

মিজোরাম ভোট নিয়ে সাময়িক প্রসঙ্গে এর মুখ্য শিরোনাম,

বিজেপির শ্লোগান ‘চলো পাল্টাই’, উন্নয়নই লক্ষ্য কংগ্রেসের ।। এমএনএফ ভোটে জিতলে মিজোরামেও এনআরসি!

সাথে আছে,

মনোনয়নের শেষ তারিখ বাড়ছে না, বিজেপির আর্জি খারিজ কমিশনের

দৈনিক যুগশঙ্খ মুখ্য শিরোনামে জানাচ্ছে,

শিয়রে ভোট! নোটবন্দি ঘিরে তুঙ্গে তরজা।। উদ্দেশ্য ছিল অর্থনীতিকে ডিজিটাল করা! মোদির কালো টাকা তত্ব এড়ালেন জেটলি

সাথে আছে,

  • রিজার্ভ ব্যাঙ্কের সামনে প্রতিবাদ তরুণ গগৈ ব্রিগেডের
  • যত দিন যাবে তত প্রকট হবে ক্ষত; মনমোহন

এই প্রসঙ্গে প্রান্তজ্যোতি লিখেছে,

নোট বন্দির দু’বছর প্রধানমন্ত্রীকে ‘ঠগস্ অব হিন্দুস্থান’ বলে খোঁচা কংগ্রেসের

শিব কলোনিতে গণপ্রহারে সুজিত দাস নামক এক ব্যক্তির মৃত্যু এবং প্রতিক্রিয়ায় আন্দোলনের খবর সবগুলো পত্রিকায় গুরুত্বসহকারে প্রকাশ করা হয়েছে,

সাময়িক প্রসঙ্গ লিখেছে,

সুজিতের মৃতদেহ নিয়ে রাঙ্গিরখাড়িতে অবরোধ, উত্তেজনা, পুলিশের লাঠি

প্রান্তজ্যোতির বক্স আইটেম,

সুজিতের শবদেহ নিয়ে পথ অবরোধে উত্তাল রাঙিরখাড়ি।। ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস

যুগশঙ্খের শিরোনাম,

খুনিদের গ্রেফতার চাই, সুজিতের মরদেহ নিয়ে শহরে অবরোধ

সুপার অ্যাঙ্করে আলোচনা পন্থী আলফার চেয়ারম্যানের সাথে সাক্ষাৎকার প্রতিবেদন,

ব্রিটিশ আমল থেকেই অসমে বাঙ্গালীদের অপবাদ দেওয়া হয়েছে : অরবিন্দ রাজখোয়া

প্রথম পাতায় প্রান্তজ্যোতির আরো কয়েকটি খবর,

  • দন্তেওয়াড়ায় বিস্ফোরণে বাস উড়িয়ে দিল মাওবাদীরা, নিহত ৫
  • গুয়াহাটিতে চলন্ত ট্রেন থেকে উদ্ধার নবজাতক
  • ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের হামলা আহত ১২
  • পঞ্চায়েত নির্বাচন নিয়ে সাময়িকের খবর,
  • আজ বিজ্ঞপ্তি জারি, মনোনয়ন জমাও শুরু।। পঞ্চায়েত নির্বাচন: বিভ্রাট এড়াতে বাংলায় ফরম পূরণ, জানালেন ডি সি

যুগশঙ্খের খবর,

কাছাড়ে আজ নোটিফিকেশন, মনোনয়ন গ্রহণে ১৪টি কাউন্টার

প্রথম পাতায় যুগশঙ্খের আরো কয়েকটি খবর,

  • এনআরসি কিসসা- নাম বিভ্রাট: হাতে লিগ‍্যাসি নিয়েও ‘বিদেশি’ জোনাইর গৌরাঙ্গ রায়
  • বাংলাদেশ ২৩ ডিসেম্বর জাতীয় নির্বাচনের ভোট
  • দেবেগৌড়ার সঙ্গে বৈঠক সেরে চন্দ্রবাবুর দাবি, পুনরাবৃত্তি হবে ‘৯৬-র
  • ছত্তিশগড়ে ভোটের মুখে মাও হানায় ফুজি সহ হত ৫

সাময়িক প্রসঙ্গ দ্বিতীয় শিরোনামে জানাচ্ছে,

হরিনগর কান্ডের জের, মিজোরামে জঙ্গি শিবির জ্বালিয়ে দিলো জনতা

প্রথম পাতায় সাময়িকের কয়েকটা টুকরো খবর,

  • আমেরিকার পানশালায় বন্দুকবাজ হামলায় নিহত ১২, আহত বহু
  • আজ শিলচরে বইমেলার উদ্বোধন
  • নীরব মোদীকে ‘বিজ্ঞাপিত পলাতক’ ঘোষণা আদালতের
  • এনআরসি : পুনরাবেদনে ছাড় থাকলেও গেরোর ফাঁসে থাকছে সংকটও

বরদলৈ ট্রফির ফাইনালের খবরে যুগশঙ্খ লিখেছে,

ফিলিপ ডাবলসে বরদলৈ ট্রফি মোহামেডানের – ২৭ বছরের প্রতীক্ষার অবসান, ফের ফাইনালে ডাহা ফেল অয়েল

আজ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হচ্ছে কুড়ির ফরমেটের বিশ্বকাপ, এই খবরে খেলার পাতায় সাময়িক প্রসঙ্গের শিরোনাম,

মহিলা টি-টুয়েন্টি বিশ্বকাপ: কিউইদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আজ অভিযান শুরু করছে ভারত

মোটামুটি এই ছিল আজকের পত্রিকাগুলোর শিরোনাম। আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.