সুপ্রভাত, আজ বুধবার, ১৭ই জুলাই,২০১৯ খ্রিস্টাব্দ ; ৩১শে আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ।।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে সুপ্রিম কোর্টের এক নির্দেশনা নিয়ে মুখ্য শিরোনাম করেছে সাময়িক প্রসঙ্গ ও প্রান্তজ্যোতি।
সাময়িকের আট কলাম জোড়া লিড নিউজ,
তালিকা প্রকাশ পিছানোর আর্জি খারিজ সুপ্রিমে
সাথে আছে,
শুনানিতে গৃহীত নথি খারিজ হয়ে যাচ্ছে: এনআরসি-ছুটের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে, বলছেন বিভিন্ন মহল
- নাগরিকত্ব বিল ফের কবে, জানাল না কেন্দ্র
- অনুপ্রবেশকারীর সঠিক সংখ্যা কত, জানেনা কেন্দ্র
বক্স করে আছে,
অসমীয়া জনগণের জন্য সংরক্ষণ- বিচারপতি বিপ্লব শর্মার নেতৃত্বে কমিটিতে বরাকের নেই কেউ
প্রান্তজ্যোতির ও আট কলাম জোড়া শিরোনাম,
- এনআরসির সময়সীমা বাড়ানো নিয়ে শুনানি নয়: সুপ্রিম কোর্ট
- অসমে ১ লক্ষ ১৭ হাজার মানুষ বিদেশি: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
সাথে আছে,
- বাড়ি ভেসে গেলেও এনআরসির নথি রয়ে গেছে, স্বস্তি
- অসম চুক্তি রূপায়নে নতুন কমিটি গঠন করল কেন্দ্র
যুগশঙ্খ লিখেছে,
শুনানি ঘিরে গগৈর এজলাসে বাড়ছে অনিশ্চয়তা – ২২ জনগোষ্ঠীয় সংগঠনের আর্জিতেই সুপ্রিম কোর্টে আবেদন সরকারের ।। অর্থনৈতিক অবরোধের হুংকার বাঙালি সম্মেলনে
সাম্প্রতিক বন্যার খবরে যুগশঙ্খ লিখেছে,
মৃত্যু বেড়ে ১৭! বন্যায় অথৈ জলে রাজ্য – ভেসে গেছে কাঁটাতারের বেড়া, ঢুকছে বাংলাদেশের বন্যার জল ।। এল কেন্দ্রের ২৫০ কোটি টাকার অনুদান
গত আড়াই বছর ধরে বেতন বঞ্চিত রাজ্যের কাছাড় ও নগাঁও কাগজ কল কর্মীদের কোন ধরনের সাহায্য প্রদানে রাজি নয় কেন্দ্রীয় সরকার; কর্মচারীদের বকেয়া বেতন কিংবা কোন ধরনের আর্থিক সাহায্য প্রদানের জন্য কেন্দ্রের হাতে নেই কোন পরিকল্পনা, গতকাল লোকসভায় প্রশ্নোত্তর পর্বে জানালেন কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রী অরবিন্দ গণপত সাওয়ান্ত ।। এই খবরে যুগশঙ্খের অ্যাঙ্কর প্রতিবেদন,
বকেয়া মিলছেনা কাগজ কল কর্মীদের, ইঙ্গিত কেন্দ্রের ।। বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার!নালিশ আইএনটিইউ সি-র
এই প্রসঙ্গে সাময়িক জানাচ্ছে,
লোকসভায় রাজদীপ ও কৃপানাথের প্রশ্নের জবাব-কাগজ কল কর্মচারী পরিবারকে আর্থিক সাহায্য নয় জানালেন মন্ত্রী
প্রান্তজ্যোতি লিখেছে,
কাগজ কল কর্মীদের বেতন বা সাহায্যের কোনও প্রস্তাব নেই: ভারী শিল্প মন্ত্রী
সাম্প্রতিক সিবিআই তৎপরতার খবরে সাময়িকের অ্যাঙ্কর নিউজ,
ধৃত বিনোদ ও রাকেশকে দিল্লি নিয়ে গেল সিবিআই- হাওয়ালার হাওয়ায় হিল্লি-দিল্লি উড়ে যায় ঘুষের টাকা
অন্য একটি গুরুত্বপূর্ণ খবর,
মেডিকেলে এনকেফেলাইটিসে লালার আরেক ব্যক্তির মৃত্যু
প্রথম পাতায় সাময়িকের আরও কয়েকটি খবর,
- কর্ণাটক জট কাটছে, সুপ্রিম সিদ্ধান্ত আজ
- অধিবেশন পিছল, রাজ্য বিধানসভা বসছে ২৬ জুলাই
- মুম্বাইয়ে শতবর্ষ প্রাচীন বহুতল ধসে মৃত ১০
মুখ্যমন্ত্রীর আজকের বরাক উপত্যকা সফর নিয়ে প্রান্তজ্যোতির খবর,
করিমগঞ্জের বেহাল জাতীয় সড়ক, আকাশপথেই মুখ্যমন্ত্রীর সফর
ছবিসহ প্রান্তজ্যোতির অন্য একটি খবর,
হাফলং-শিলচর মহাসড়ক মরণফাঁদ, কুম্ভনিদ্রায় কর্তৃপক্ষ ।। হারাঙাজাও-বালাছড়া সড়কের কাছাড় অংশে জমি সমস্যাই বাধা
প্রথম পাতায় আরও কয়েকটি খবর,
- মোদি ক্ষমতায় আসায় কাশ্মীরে ৯৬৩ জঙ্গি নিকেশ: স্বরাষ্ট্রমন্ত্রক
- ফের চাঁদের পাড়ির চেষ্টা এ মাসের শেষে
- নৌকায় সন্তান প্রসব বন্যাক্রান্তের
- স্টেট ব্যাঙ্ককে সাত কোটি জরিমানা করল রিজার্ভ ব্যাংক
ভেতরের পাতায় সাময়িকের খবর,
তিন লক্ষ টাকার নেশা জাতীয় ট্যাবলেট সহ আটক এক লক্ষ্মীপুরে
সাময়িক প্রসঙ্গের আজকের সম্পাদকীয়,
শরণার্থী সার্টিফিকেটও যখন ধুলোয় লুটায়
প্রান্তজ্যোতির সম্পাদকীয় শিরোনাম,
রাজ্যের বন সঙ্কট ও কেন্দ্রের সহায়তার আশ্বাস
দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,
চন্দ্রযান -২
এবং
সুবাতাসের আশায়
খেলার পাতায় চতুর্থ অসম ব্যাডমিন্টন প্রতিযোগিতার খবরে সাময়িক প্রসঙ্গ জানাচ্ছে,
কনকলতায় শিলচরের মুখ রাখল সংস্কৃতি, বর্ণালী
অন্য খবর,
শিলচরে স্কুল ফুটবল শুরু বৃহস্পতিবার
প্রান্তজ্যোতি খবর,
বিশ্ব একাদশে না থাকলেও আইসিসি রেঙ্কিঙের শীর্ষে বিরাট
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।।
আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।।
Comments are closed.