Also read in

Today's Headlines: Passengers travelling from Barak Valley beaten in Ratacherra, weren't allowed to enter Meghalaya; Mamata's TMC team to visit Silchar

সুপ্রভাত ! আজ বুধবার, ১লা আগষ্ট, ২০১৮ খ্রিস্টাব্দ ; ১৫ই শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ।

আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম জানিয়ে দিচ্ছি।

এনআরসির খসড়া প্রকাশের পর বিভিন্ন প্রতিক্রিয়া নিয়ে আজ স্থানীয় পত্রিকা গুলো মুখ্য শিরোনাম করেছে।

দৈনিক যুগশঙ্খ মুখ্য শিরোনামে বাঙ্গালীদের মেঘালয়ে প্রবেশে বাধা দানের খবরকে লিড করে জানাচ্ছে:

এনআরসির নথি চেয়ে পাহাড়ে হয়রানি খাসি যুবকদের : গাড়ি থেকে নামিয়ে তল্লাশি, ফেরানো হলো বাঙ্গালীদের

সাথে মণিপুরে প্রবেশ নিয়েও পুলিশি তৎপরতার খবরে বক্স করে আছে:

ঢুকে যাবে এনআরসি- ছুটরা! জিরিবামে পুলিশের নথি তল্লাশি

এই প্রসঙ্গে সাময়িক বক্স করে গুরুত্ব সহকারে জানাচ্ছে:

রাতাছড়ায় বরাকের যাত্রীদের আটকে মারধর, ঢুকতে দেওয়া হল না মেঘালয় – এনআরসি নথি চাই, দিনভর পুলিশ প্রহরায় খাসি ছাত্রদের তল্লাশি।। হস্তক্ষেপ চাইলেন রাধেশ্যাম,আজমল

এনআরসির নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে মুখ্য শিরোনাম করেছে প্রান্তজ্যোতি এবং সাময়িক প্রসঙ্গ। সাময়িক প্রসঙ্গের ৮ কলাম জোড়া লিড নিউজ:

খসড়া-ছুটদের উপর জুলুম নয় : সুপ্রিম কোর্ট ।। ১৬ আগস্টের মধ্যে ‘সাধারণ নিয়ামক ব্যবস্থা’ তৈরির নির্দেশ

প্রান্তজ্যোতির মুখ্য শিরোনাম :

আপত্তি নিষ্পত্তিতে ১৫ আগস্টের মধ্যে এসওপি তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের- এনআরসি ছুটদের জন্য বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পরিকল্পনা

এনআরসি নিয়ে সংসদে বিতর্কের খবরে সাময়িক প্রসঙ্গের দ্বিতীয় শিরোনাম :

এনআরসি ইস্যুতে দ্বিতীয় দিনেও উত্তাল সংসদ, বিক্ষোভ তৃণমূলের – বাংলাদেশি নিয়ে সাংসদ ও মন্ত্রীর মধ্যে তুমুল তরজা

দ্বিতীয় শিরোনামে যুগশঙ্খ জানাচ্ছে :

এনআরসি বিতর্কে তপ্ত দিল্লি ।। কংগ্রেসের সাহস হয়নি আমরা করে দেখিয়েছি : অমিত

সাথে আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উক্তি:

বিজেপির বিভাজন নীতি! গৃহযুদ্ধ বাঁধবে দেশে : মমতা

এই নিয়ে সাময়িক প্রসঙ্গের খবর :

মমতা এনআরসির কিছুই জানেন না তোপ হিমন্তের

প্রান্তজ্যোতি লিখেছে:

এনআরসি: মমতা রাজনীতি করছেন বললেন তরুণ, প্রফুল্ল, সমুজ্জ্বল

এই প্রসঙ্গে সাময়িকের আরেকটি খবর:

তৃণমূলের প্রস্তাবে সায় বাম-কংগ্রেসের, মমতার বিরুদ্ধে অসমে এফআইআর

তৃণমূল কংগ্রেস দলের প্রতিনিধিরা আগামীকাল শিলচর আসছেন, এই খবর প্রায় সবগুলো পত্রিকাই গুরুত্বসহকারে প্রকাশ করেছে। সাময়িকের খবর :

পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে ৭ জনের প্রতিনিধি দল কাল শিলচরে

যুগশঙ্খ জানাচ্ছে

বৃহস্পতিবার শিলচরে মমতার মন্ত্রীসহ টিম তৃণমূল

এ‍্যঙ্কর নিউজে যুগশঙ্খ জানাচ্ছে

এনআরসির ফাঁদে খিলঞ্জীয়াও খসড়া-ছুট দের মধ্যে কার্বি, কোচ-রাজবংশী, বড়োও

প্রান্তজ্যোতি বক্স করে জানাচ্ছে :

বিধায়ক পত্নীর নাম অন্তর্ভুক্তির খোঁজ নিতে পশ্চিমবঙ্গ পুলিশের ফোন- অসমের সমস্যায় নাক গলাবেন না মমতাকে বার্তা দিলীপের

প্রান্তজ্যোতির আরও কয়েকটি খবর:

নাগরিকপঞ্জি থেকে বাদ প্রাক্তন রাষ্ট্রপতির ভাইয়ের পরিবার

কোথায় গেল ৮০ লক্ষ বিদেশি,আসুকে শিলাদিত্য

ফ্যাসিবাদী চক্রান্তে নাম কর্তন: এসইউসিআই

তালিকা থেকে নাম বাদ পড়ার কারণ প্রকাশ করবে না আরজিআই

রোহিঙ্গা ঠেকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে: রাজনাথ

ইমরানের শপথে আমন্ত্রিত মোদি

পঞ্চম পৃষ্ঠায় যুগশঙ্খের খবর:

সোশ্যাল মিডিয়ায় সৃষ্টিকর্তার নামে অশ্লীল শব্দ প্রয়োগ: গ্রেফতার মাদ্রাসা শিক্ষক সুবিনয়

খেলার পাতায় প্রান্তজ্যোতি জানাচ্ছে:

এজবাস্টনে প্রথম টেস্ট শুরু আজ- কুলদীপ কে ছাড়াই নামবে ভারত!

রবীন্দ্র জাদেজা কে উদ্ধৃত করে সাময়িকের শিরোনাম:

ইংল্যান্ডকে তাদের মাটিতে একমাত্র ভারতই হারাতে পারে

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় কাগজগুলোর শিরোনাম। আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.