Also read in

Today’s Headlines: Road block on September 26 to demand the reopening of paper mill.

সুপ্রভাত, আজ বুধববার ১৯শে সেপ্টেম্বর, ২০১৮ খ্রিষ্টাব্দ ।। ২রা শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ ।।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

গত ১৫ ই সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, এই প্রসঙ্গে যুগশঙ্খের মুখ্য শিরোনাম :

খসড়া ভোটার তালিকায় ‘ডি’ভোটার কমল ৫ হাজার – ১১ বছরের কিশোর ‘ডাউটফুল’ ; ৫১-র ভোটারের গোটা পরিবার ‘ডি’

বরাক বিজেপি প্রতিনিধি দলের সাথে লালকৃষ্ণ আদবানীর সাক্ষাৎকার প্রসঙ্গে প্রান্তজ্যোতির মুখ্য শিরোনাম,

এনআরসি নিয়ে আডবানি সকাশে বরাকের বিজেপি নেতারা -লোকসভা ভোটের আগেই নাগরিকত্ব বিল :রাম মাধব

একই প্রসঙ্গে সাময়িক লিখেছে,

কবীন্দ্রের নেতৃত্বে দিল্লিতে প্রতিনিধি দলের বৈঠক – শীতকালীন অধিবেশনে নাগরিকত্ব বিল পাস করাতে চায় কেন্দ্র: রামমাধব

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত কে উদ্ধৃত করে সাময়িক প্রসঙ্গের লিড নিউজ:

মুসলিম সহ সবাইকে সঙ্গে নিয়ে চলাই হিন্দুত্ব: ভাগবত ।।’বহুত্ববাদের দেশ ভারত এটা সবার মেনে নেওয়া উচিত

একই প্রসঙ্গে প্রান্তজ্যোতি লিখেছে,

স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের ভূমিকার প্রশংসা মোহন ভাগবতের

সাময়িক প্রসঙ্গ অ্যাঙ্কর প্রতিবেদনে জানাচ্ছে,

এনআরসি-ছুটরা সুপ্রিম কোর্টে ন্যায়বিচার পাবেন, আশায় প্রতিটি মহল

প্রথম পাতায় সাময়িকের আরো কয়েকটি খবর:

  • অসুস্থ বিধায়ক আমিনুল হক লস্কর হাসপাতালে
  • ভারত-বাংলাদেশ সীমান্তে স্মার্ট ফেন্সিং হচ্ছে
  • করিমগঞ্জের মইনুল হক মামলা – চরম হেনস্থার মুখে সংখ্যালঘুরা, মামলা সুপ্রিম কোর্ট
  • এসওপি-র রুপরেখা: আজ সুপ্রিম কোর্টে শুনানি

চিলাপাতার কান্ডের ঘটনায় অভিযুক্ত সুবোধ বিশ্বাসের জামিন আবেদন মঞ্জুর করে গৌহাটি হাইকোর্ট গতকাল, এই খবরে যুগশঙ্খ জানাচ্ছে

জামিন পেলেও ধেমাজি ছাড়তে পারছেন না সুবোধ বিশ্বাস, শঙ্কিত পরিবার

প্রথম পাতায় যুগশঙ্খের আরো কয়েকটি খবর:

  • সম্পত্তি কোটি ! আম দরবারে কাজ ও টাকার খতিয়ান দিতে দায় বদ্ধ আমি :মোদি
  • ১৫ ডিসেম্বরের আগে পঞ্চায়েত নির্বাচন সম্ভব নয়, আদালতকে কমিশন
  • হোজাইয়ের গীতাশ্রম ওড়ানোর ছক কষেছিল হিজবুল-কমর
  • প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এইচএস ব্রহ্মের বক্তব্য নিয়ে প্রান্তজ্যোতি এর প্রতিবেদন,
  • সত্য হবে ব্রহ্ম বাক্য ? অসমকে বাদ দিয়ে নাগরিকত্ব বিল!

প্রথম পাতায় প্রান্তজ্যোতির আরো কয়েকটি খবর:

  • ফ্রেন্ডশিপ পাইপলাইন নির্মাণ কাজ উদ্বোধন শেখ হাসিনা-মোদির
  • রাফাল ইস্যুতে বিজেপিকে বিঁধলেন এন্টনি
  • পশ্চিমবঙ্গের হিন্দু বাঙ্গালীদের বাঁচাতে এনআরসিই একমাত্র উপায় : আরএসএস
  • দেশের সঙ্গে রাজ্যে আয়ুষ্মান ভারত এর সূচনা ২৩শে : সর্বানন্দ
  • পরপর ধর্ষণে মাথা হেঁট দেশের, মোদিকে তোপ রাহুলের

তিনের পাতায় সাময়িক প্রসঙ্গ জানাচ্ছে,

কাগজ কল চালুর দাবিতে ২৬ সেপ্টেম্বর ৬ ও ৩৭ নং জাতীয় সড়ক অবরোধ ।।ইউপি-গুজরাটকে ৬৫ হাজার কোটি, কাগজ কলের জন্য ১৮০০ কোটি দিতেও কার্পন্য মোদি সরকারের!

প্রান্তজ্যোতির খবর,

কাগজ কল কর্মীদের সড়ক অবরোধ ২৬ সেপ্টেম্বর

এশিয়া কাপের খবরে সাময়িক প্রসঙ্গ জানাচ্ছে,

এশিয়া কাপে আজ ভারত-পাকিস্তান মহারণ ।। হংকংয়ের প্রত্যাঘাত থেকে জোর বাঁচলো টিম ইন্ডিয়া

প্রান্তজ্যোতি লিখেছে,

ধাওয়ানের দুরন্ত শতরান, ঘাম ঝরিয়ে জিতল ভারত

এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম ।।আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.