Also read in

Today’s Headlines: Scrutiny of the documents again at the last moment. Refugee Certificate written with the dot pen will surely be canceled.

সুপ্রভাত, আজ মঙ্গলবার, ১৬ই জুলাই,২০১৯ খ্রিস্টাব্দ ; ৩০শে আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ।।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আসামের সাম্প্রতিক বন্যা নিয়ে বিভিন্ন খবর আজও পত্রিকাগুলোতে গুরুত্বসহকারে প্রকাশিত হয়েছে।

প্রান্তজ্যোতি মুখ্য শিরোনামে লিখেছে,

সর্বার কাছে বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, সহায়তার আশ্বাস ।। পাহাড় লাইনে ট্রেন চলবে না ১৯ জুলাই পর্যন্ত

সাথে আছে,

বন্যাকে জাতীয় সমস্যা ঘোষণার দাবিতে সংসদে সোচ্চার অগপ- কংগ্রেস

যুগশঙ্খের লিড নিউজ,

৩১ জেলায় তাণ্ডব বন্যার ! চালের উপর দিয়ে বইছে জল ।। বন্যা পরিস্থিতি পরিদর্শন সোনোয়ালের, ফোনে সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর।। শুক্রবার অবধি বন্ধ থাকছে পাহাড় লাইন

এনআরসি নিয়ে সাময়িক প্রসঙ্গের মুখ্য শিরোনাম,

  • এনআরসি-ছুটদের ভবিষ্যৎ নিয়ে কেন্দ্র- রাজ্যকে নোটিস সুপ্রিমের ।। ট্রাইব্যুনালের সংশোধনীতে মানবাধিকার লঙ্ঘন হবে, মামলায় আমসু -জমিয়ত
  • শেষ বেলায় নথিপত্র ফের তন্নতন্ন, এনআরসি ব্রাত্যের সংখ্যা বাড়বে ।। ডট কলমে লেখা রিফুজি সার্টিফিকেট বাতিল হবেই, বলছেন সিআরসিআর-রা

যুগশঙ্খের সুপার অ্যাঙ্কর প্রতিবেদন,

  • কঠিন ভেটিং! হাজেলা দাওয়াইয়ে বাড়ছে এনআরসি-ছুটের সংখ্যা ।। ১৬ আগস্টের মধ্যে হলফনামা দিতে হবে দিল্লি-দিসপুরকে
  • আর্থিক অনিয়মের অভিযোগে শিলচরে সিবিআই হানার খবর আজ সবগুলো পত্রিকা পরিবেশন করেছে।

সাময়িকের সুপার অ্যাঙ্কর নিউজ,

ঘুষরাজ, শিলচরের দুজনসহ সিবিআই-র জালে সাত ।। দেশের ১৮টি স্থানে তল্লাশি, শহরে ধৃত এনপিসিসি-র জেডএম রাকেশ মোহন ও বিজেপি বিধায়কের ভাই বিনোদ সিংঘি

প্রান্তজ্যোতি বক্স করে লিখেছে,

বিজেপি বিধায়কের ভাই সিংভি সিবিআইর জালে

যুগশঙ্খ ছবি সহ লিখেছে,

সিবিআইয়ের জালে বিজেপি বিধায়কের ভাই সহ ৭ জন ।। বিএসএফের চৌকি নির্মাণে উৎকোচ।। দিল্লি, গোয়ালিয়র, গুয়াহাটি, জলপাইগুড়িতে ও তল্লাশি।। শিলচরে গ্রেফতার নির্মাণ সংস্থার দুই কর্তা

সাময়িকের অ্যাঙ্কর নিউজ,

শেষ মুহূর্তে থমকে গেল ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযান

প্রথম পাতায় সাময়িকের আরও কয়েকটি খবর,

  • খেলাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড করিমগঞ্জে
  • কলকাতা-শিলচর সরাসরি সড়ক যোগাযোগ চাইলেন রাজদীপ
  • কর্ণাটক ইস্যুতে আজ সুপ্রিম রায়, ১৮ই আস্থা ভোট, অগ্নিপরীক্ষা কুমার স্বামীর
  • সাম্মানিক ডক্টরেট পাচ্ছেন শাহরুখ

ভেতরের পাতায় প্রান্তজ্যোতি জানাচ্ছে,

  • সোনাই স্বাধীনবাজার সড়কে ধস, আজ থেকেই মেরামতের নির্দেশ দিলেন আমিনুল
  • রহস্যজনকভাবে গৃহবধূ আত্মঘাতী নিলাম বাজারে
  • ১০ টাকার কয়েন নিয়ে লেনদেনে গুজব ছড়ালে আইনগত ব্যবস্থা: জেলাশাসক

সাময়িক প্রসঙ্গে আজকের সম্পাদকীয়,

দলিতদের চুল দাড়িতেও দোষ?

প্রান্তজ্যোতির সম্পাদকীয় শিরোনাম,

ভয়ঙ্কর জন বিস্ফোরণের কবলে বিশ্ব

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

সন্ত্রাসবাদ দমন আইন

এবং

প্রতিবেশীই প্রথম

খেলার পাতায় বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল নিয়ে পর্যালোচনায় প্রান্তজ্যোতি লিখেছে,

ওভার থ্রো-তে ৬ রান দেওয়ার সিদ্ধান্ত ভুল, বললেন টাফেল- মন্তব্যে নারাজ আইসিসি

সাময়িকের খবর,

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা -ধোনিকে নিয়ে জল্পনা তুঙ্গে

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।।

Comments are closed.