Also read in

Today’s Headlines: Showing Red Eyes to elected representative will not be accepted: Aminul

সুপ্রভাত, আজ বৃহস্পতিবার ৩রা জানুয়ারি, ২০১৯ খ্রিস্টাব্দ; ১৮ই পৌষ,১৪২৫ বঙ্গাব্দ।।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

অসম চুক্তির ৬নং দফার রূপায়ণে কমিটি গড়ল কেন্দ্র, এই খবরকেই আজ স্থানীয় পত্রিকাগুলো মুখ্য শিরোনাম করেছে।

দৈনিক যুগশঙ্খের লিড নিউজ,

  • ভূমিপুত্রদের সাংবিধানিক রক্ষাকবচ দিতে কমিটি গড়ছে কেন্দ্র: রাজনাথ !!
  • বিটিএডিতে হবে মিউজিয়াম, সাংস্কৃতিক অধ্যয়ন কেন্দ্র, ছুটবে ‘আরনাই’ এক্সপ্রেস

সাময়িকের শিরোনাম,

অসমিয়াদের জন্য আসন সংরক্ষণ হচ্ছে! ভোটের মুখে অসম চুক্তি রূপায়ণে মনোযোগ কেন্দ্রের

প্রান্তজ্যোতি মুখ‍্য শিরোনামের সাথে লিখেছে,

  • কেন্দ্রীয় ক্যাবিনেটের সিদ্ধান্তকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী
  • নাগরিকত্ব বিলের বিনিময়ে সাংবিধানিক রক্ষাকবচ নয়: আসু
  • বিল বাতিল না হওয়া পর্যন্ত চালিয়ে যেতে হবে অক্লান্ত সংগ্রাম: হীরেন
  • কোনও নতুনত্ব নেই: সমুজ্জ্বল

প্রধানমন্ত্রী শিলচর আসছেন, আগামী কাল; এই নিয়ে বিভিন্ন খবর আজ স্থানীয় পত্রিকা গুলোতে প্রকাশিত হয়েছে।

সাময়িক জানাচ্ছে,

১০০ দিনে ২০ রাজ্যে প্রচার চালাবেন মোদি, কাল শিলচরে

যুগশঙ্খের অ্যাঙ্কর নিউজ,

নমো সফর: আজ শহরে টিম সর্বা

প্রান্তজ্যোতি ছবিসহ জানাচ্ছে,

প্রধানমন্ত্রীর সভা ঘিরে জোর প্রস্তুতি প্রশাসনের

কয়লা সিন্ডিকেট কান্ড নিয়ে প্রান্তজ্যোতির দ্বিতীয় শিরোনাম,

  • দিলীপ পালের বিরুদ্ধে মামলা গুমড়ায়
  • ‘বিধায়কের অভিযোগের পিছনে তথ্য আছে’: নির্বাচিত জনপ্রতিনিধিকে এসপির চোখ রাঙানি মেনে নেব না: আমিনুল

এই প্রসঙ্গে আরেকটি খবর,

  • এসপির দাবিকে মিথ্যা প্রমাণিত করে ঢুকলো কয়লার লরি
  • তিনের পাতায় মন্ত্রী পরিমল শুক্লবৈদ‍্যকে উদ্ধৃত করে খবর,
  • বরাকে সিন্ডিকেটরাজ নেই: পরিমল শুক্লবৈদ‍্য

নাগরিকত্ব বিল নিয়ে কবীন্দ্র সুস্মিতা চাপান-উতোরের খবরে যুগশঙ্খ লিখেছে,

বিলের বিরুদ্ধে সুস্মিতা! প্রমাণ করতে ব্যর্থ হলে রাজনীতি ছাড়ুন কবীন্দ্র বাবু, পাল্টা চ্যালেঞ্জ কংগ্রেসের

যুগশঙ্খের দ্বিতীয় শিরোনাম,

  • পারিকরের বেডরুমে রাফাল নথি! কংগ্রেসের টেপ নিয়ে উত্তাল সংসদ
  • সরাসরি তর্কে আসুন, মোদিকে চ্যালেঞ্জ রাহুলের
  • গান্ধী পরিবার শুধু টাকা চেনে: জেটলি

যুগশঙ্খের আরও কয়েকটি খবর,

  • মেঘালয় খনি বিপর্যয়, সুপ্রিম কোর্টে আজ জরুরি শুনানি
  • এ বছর থেকে সুইস অ্যাকাউন্ট সম্পর্কে জানতে পারবে কেন্দ্র
  • এআইএডিএম ২৬ সাংসদ পাঁচ দিনের জন্য সাসপেন্ড

তিনের পাতায় যুগশঙ্খের কয়েকটি খবর,

  • মোদিকে খোলা চিঠি: অসমে কোনও ঘুষপেটিয়া-উইপোকা নেই, প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি স্মরণ করালেন তপোধীর
  • নাম সংশোধনের পোর্টাল খুলল এনআরসি
  • কাগজ কল:মোদির সভায় বিক্ষোভ দেখানোর ইঙ্গিত, ঝেড়ে কাশলনা অ‍্যাকশন কমিটি
  • শিলচর থেকে তুলে নেওয়া হল খাদির ডিভিশনাল অফিস

এক বিশেষ প্রতিবেদনে সাময়িক জানাচ্ছে,

ডাবল লাইনের জন্য সুড়ঙ্গ ভাঙচুর, না চন্দ্রনাথপুর-লঙ্কা।। লামডিং-বদরপুর ডাবল লাইন করতে হলে ১৭ টি সুড়ঙ্গের সবকটি ভাঙতে হবে

প্রথম পাতায় সাময়িকের আরো দুটো খবর,

  • নআরসিতে আপত্তি এক লাফে ২.৫ লক্ষে দাঁড়ালো কিভাবে, প্রশ্ন আমসুর
  • অভিনেত্রী মৌসুমী বিজেপিতে

আজ প্রান্তজ্যোতির সম্পাদকীয়,

নাগরিকত্ব সংশোধনী বিল বাস্তবতার দিকে এক ধাপ

একই প্রসঙ্গে সম্পাদকীয়তে সাময়িক লিখেছে,

নাগরিকত্ব বিল নিয়ে লোকসভা ভোটের অঙ্ক

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

মোদির ‘মন কি বাত’

মারি তো গন্ডার লুটি তো ভান্ডার

খেলার পাতায় ‘এ’ ডিভিশন ক্রিকেটের খবরে যুগশঙ্খ লিখেছে,

যোগাযোগকে হারিয়ে দিল ইটখলা

ভারত অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট শুরু হচ্ছে আজ থেকে, এই নিয়ে সাময়িকের শিরোনাম,

নয়া অধ্যায়ের লক্ষ্য নিয়ে আজ সিডনিতে নামছে ভারত

প্রান্ত জ্যোতির খবর,

সিরিজ জয়ের লক্ষ্যে সিডনিতে নামছে ভারত; আশ্বিনের চোট ভাবাচ্ছে শাস্ত্রীকে

আরেকটি দুঃখজনক খবর,

প্রয়াত শচীনের গুরু রমাকান্ত আচরেকর

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.