Also read in

Today’s Headlines: Silchar is the city of robbers; this time a women has been robbed of two lakhs.

সুপ্রভাত, আজ শনিবার, ১লা চৈত্র ,১৪২৫ বঙ্গাব্দ ; ১৬ই মার্চ, ২০১৯ খ্রিস্টাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকবাজের হামলার খবর আজ মুখ্য শিরোনাম করেছে দৈনিক প্রান্তজ্যোতি এবং যুগশঙ্খ। প্রান্তজ্যোতির শিরোনাম,

নিউজিল্যান্ডের মসজিদে নির্বিচারে গুলি, হত ৪৯ – সারা বছরে ৩৫ খুন, আর কয়েক মিনিটে ৪৯

দৈনিক যুগশঙ্খের লিড নিউজ,

  • নিউজিল্যান্ডে জুম্মার নামাজে বন্দুকবাজের হানা, হত ৪৯, গ্রেফতার ৪ ইসলামবিরোধী চরমপন্থী
  • ভারতীয় বংশোদ্ভূত ৯ জন নিখোঁজ: রাষ্ট্রদূত, প্রধানমন্ত্রী মোদির নিন্দা
  • ইসলামভীতির জেরেই হামলা, দাবি ইমরানের

নির্বাচন সংক্রান্ত খবরকে লিড করে সামরিক জানাচ্ছে,

ইভিএম ‘হ্যাক’ ইস্যুতে ২১ টি বিরোধী দলের আবেদনের শুনানি- ভিভিপ্যাট, কমিশনকে সুপ্রিমের নোটিশ

সাথে বক্স করে আছে,

ইভিএম বহনকারী গাড়িতে জিপিএস বসাচ্ছে কমিশন

সাময়িকের সুপার অ্যাঙ্কর নিউজ,

অগপ-র সঙ্গে মিতালীতে সুর বদল, নাগরিকত্ব বিলকে ভোটের ইস্যু করছে না বিজেপি

দ্বিতীয় শিরোনামে সাময়িক জানাচ্ছে,

আজ অসমের ১০টি আসনে প্রার্থী চূড়ান্ত করবে বিজেপি- রাজ্যের ১৪ আসনে দাবিদার ১৪৫

শহর শিলচরের বুকে ছিনতাইয়ের ঘটনা দিন দিন বেড়ে চলেছে। শুক্রবার বিকেল ৩টা ৩০মিনিট নাগাদ পার্ক রোডে ব্রাহ্মণবাড়িয়া মিষ্টান্ন ভান্ডারের কাছে তারাপুর রামনগর খেলযমা চতুর্থ খন্ডের বাসিন্দা নজরুল ইসলাম ভূঁইয়ার পত্নীর কাছ থেকে ২ লক্ষ টাকাসহ ব্যাগ ছিনিয়ে নিল দুষ্কৃতীরা। এই চাঞ্চল্যকর খবরে যুগশঙ্খ লিখেছে,

দিন দুপুরে শহরের পার্ক রোডে মহিলার ২ লক্ষ টাকা ছিনতাই

সাময়িকের শিরোনাম,

লুটেরার শহর শিলচর! এবার ছিনতাই মহিলার ২ লক্ষ

প্রথম পাতায় সাময়িকের আরও কয়েকটি খবর,

  • স্বরূপের তপশীলি জাতি প্রমাণপত্র নিয়ে জট কাটল
  • মায়ানমারের ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা
  • ইউ ডি এফ-এর টিকিট পাবেন, এখনও আশায় রাধেশ্যাম
  • তিন বারের কংগ্রেস সাংসদ বিজেপিতে

অ্যাঙ্কর প্রতিবেদনে প্রান্তজ্যোতি লিখেছে,

সংসদীয় বোর্ডের বৈঠকেই তালিকায় সিলমোহর পড়ছে- বিজেপির প্রার্থিত্বের দিকে চোখ ভোটদাতাদের

প্রান্তজ্যোতির জন্য খবর,

পাকিস্তানি সেনার তথ্য পাচার, জলন্ধরে আটক ১

তিন এর পাতায় প্রান্তজ্যোতি জানাচ্ছে,

কয়লা বোঝাই লরি দুর্ঘটনাগ্রস্ত, কাটিগড়ায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে তোপ বিধায়কের

ভেতরের পাতায় দৈনিক যুগশঙ্খের কয়েকটি খবর,

  • মামার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু দুই কিশোরের, শোক ত্রিপুরার লালাছড়ায়
  • ভোগান্তির শেষ নয়, বায়োমেট্রিক সংগ্রহের ডাক পড়বে খসড়া ছুটদের
  • এস বি আই’র নতুন অ্যাপ ‘ইয়োনো’- এটিএম থেকে টাকা মিলবে কার্ড ছাড়াই

প্রান্তজ্যোতির আজকের সম্পাদকীয় শিরোনাম,

ভোটের আগে মহাসড়কের কাজ শেষ হোক

সম্পাদকীয়তে আজ সাময়িক প্রসঙ্গ লিখেছে,

নির্বাচনকালে পরিবেশ চিন্তা

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

নাগরিকত্ব বিল নিয়ে রাজনীতি

এবং

জাতীয় দল যখন ছোট দল

খেলার পাতায় যুগশঙ্খ জানাচ্ছে,

পাঁচ মিনিটের হেরফের! প্রাণে বাঁচলেন বাংলাদেশি ক্রিকেটাররা

সাময়িকের খবর,

হাইলাকান্দিতে প্রবীর ক্রিকেটের জয় ব্লুস্টার ও করিমগঞ্জের

অন্য খবর,

গুয়াহাটি খেলতে গেল বাকস্

প্রান্তজ্যোতি জানাচ্ছে,

স্কুল ক্রিকেটের সেমিতে কলেজিয়েট, কাছাড় হাই স্কুল

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.