Also read in

Today’s Headlines: Silchar-Karimganj-Sylhet bus soon – Chandra Mohan

সুপ্রভাত, আজ শনিবার, ২৯শে জুন ২০১৯ খ্রিস্টাব্দ; ১৩ই আষাঢ় ,১৪২৬ বঙ্গাব্দ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

এনআরসি সংক্রান্ত বিভিন্ন খবর আজ স্থানীয় পত্রিকায় গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে। দৈনিক প্রান্তজ্যোতি বড় বড় হরফে মুখ্য শিরোনামে লিখেছে,

এনআরসি-সরকারের ভূমিকায় উদ্বিগ্ন বুদ্ধিজীবী মহল।। ‘ডি’ ক্যাম্পে কোকরাঝাড়ের সমীরন বিবি

সাময়িকের লিড নিউজ,

‘ডি’ সাজিয়ে ছাঁটাই তালিকায় নাম- এনআরসি অতিরিক্ত তালিকা নিয়ে প্রশ্ন তুললেন আইনি মহল

দৈনিক যুগশঙ্খ সুপার অ্যাঙ্করে লিখেছে,

লিগ্যাসি-ভুতের তাড়াতেই খসড়া-ছুট সিংহভাগ – ১.০২ লক্ষেরও বায়োমেট্রিক, হয়রানি- টাকা চাওয়ার অভিযোগ

সাথে আছে,

খবর নেই, ওষুধ নেই! ডিটেনশন ক্যাম্প যেন নরক: মধুবালা মন্ডল

জি -২০ শীর্ষ বৈঠকের খবরকে লিড করে যুগশঙ্খ লিখেছে,

এটাই আপনার প্রাপ্য ছিল, মোদি স্তুতিতে ট্রাম্প

শুক্রবার ডিসি কনফারেন্স হলে অসমের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ-মায়ানমারে ‘সম্পর্ক যাত্রা’য় যাওয়া প্রতিনিধিদলটি বৈঠক করেন বিভিন্ন বাণিজ্যিক সংস্থার সঙ্গে । এই বৈঠকের খবর আজ গুরুত্ব পেয়েছে স্থানীয় পত্রিকাগুলোয় ।

প্রান্তজ্যোতি বক্স করে লিখেছে,

  • ‘আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে শিলচরে’- শিল্পের স্বপ্ন দেখিয়ে স্থানীয় সমস্যার কথা শুনলেন মন্ত্রী চন্দ্র মোহন
  • শিলচর- সিলেট বাস দাবি, চালু হচ্ছে গুয়াহাটি -ঢাকা বিমান পরিষেবা
  • বাংলাদেশের অতিথি আপ্যায়নে আপ্লুত: পাটোয়ারী

সাময়িক প্রসঙ্গের সুপার অ্যাঙ্কর নিউজ,

  • অ্যাক্ট-ইস্ট পলিসিকে সামনে রেখে বিরাট সম্ভাবনার দুয়ারে দাঁড়িয়ে শিলচর :চন্দ্র
  • বাংলাদেশের মধ্য দিয়ে সচল হবে জলপথ, খুলবে শিলচর-করিমগঞ্জ- সিলেট বাস সার্ভিস
  • সিলেট তো এক সময় অসমেরই ছিল, আবেগিক মন্ত্রী

যুগশঙ্খ জানাচ্ছে,

  • শিলচর-করিমগঞ্জ- সিলেট বাস শীঘ্রই: চন্দ্রমোহন
  • অসমের সঙ্গে জল, স্থল ও রেল যোগাযোগ বাড়াতে আগ্রহী বাংলাদেশ

যুগশঙ্খের অন্য খবর,

শহরে হজযাত্রী হেনস্থা কাণ্ডে গ্রেফতার ৩, দু’জন জেলহাজতে, ১ জন হোমে

প্রথম পাতায় যুগশঙ্খের আরও কয়েকটি খবর,

  • শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর টেট সংস্থায় বিভাজন! আজ ‘দিসপুর চলো’
  • চন্দ্রবাবুর অমরাবতী ভবন গুঁড়িয়ে ফেলবে সরকার
  • নরসিমার পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে সোনিয়া-রাহুল গান্ধীকে, দাবি নাতির
  • উপ-নির্বাচনে কেরলে এগিয়ে বামেরাই

দ্বিতীয় শিরোনামে সাময়িক ছবিসহ লিখেছে,

কাশ্মীর জোটের জন্য দায়ী নেহেরু: অমিত – স্বরাষ্ট্রমন্ত্রীর নিশানায় কংগ্রেস, সংসদে প্রতিবাদে বিরোধীদের হট্টগোল

সাময়িকের অন্যান্য খবর,

  • সুতারকান্দি জমি কেলেঙ্কারিতে প্রাক্তন সার্কল অফিসার জেলে
  • কংগ্রেসে পদ থেকে ইস্তফার হিড়িক
  • ভেতরের পাতায় প্রান্তজ্যোতির খবর,
  • সুন্দরী জিপিতে মরদেহ উদ্ধার যুবকের, সন্দেহ খুন
  • অনলাইনে মোবাইল হ্যান্ডসেট বুক করে প্রতারণার শিকার শিলচরের যুবক
  • বদরপুর ট্রাফিক কলোনিতে আত্মঘাতী মহিলা
  • বালি সিন্ডিকেটেও বিধায়ক সুজাম, অভিযোগ মাহালদারদের

সাময়িক প্রসঙ্গের আজকের সম্পাদকীয়,

এ আচরন বরদাস্ত করেনা বরাক

প্রান্তজ্যোতির সম্পাদকীয় শিরোনাম,

ভোটার সচেতনতা জরুরি

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

শিলচরের লজ্জা

এবং

গণপিটুনি সংক্রমণ

বিশ্বকাপ ক্রিকেটে গতকাল শ্রীলংকার ২০৩ রানকে মাত্র ১ উইকেট হারিয়ে অনায়াসে টপকে যায় দক্ষিণ আফ্রিকা, এই খবরে প্রান্তজ্যোতি লিখেছে,

বিশ্বকাপ থেকে বিদায় শ্রীলংকার

আজকের ম্যাচ নিয়ে সাময়িকের শিরোনাম,

লর্ডসে আজ তাসমানিয়া লড়াই- জয়ের রাস্তায় টিকে থাকাই লক্ষ্য পাকিস্তানের

বিশ্বকাপে আজ

  • আফগানিস্তান বনাম পাকিস্তান বিকেল তিনটা
  • নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া সন্ধ্যা ছটা

যুগশঙ্খের অন্য খবর,

প্যারাগুয়েকে হারিয়ে কোপার সেমিতে ব্রাজিল

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.