Also read in

Today’s Headlines: Somnath Mahaprayan: The daughter did not allow to cover the body of her father with CPM flag. No name in the NRC draft: Farmer commits suicide by ropes in the neck in Dhalai.

সুপ্রভাত ! আজ মঙ্গলবার, ১৪ই আগষ্ট, ২০১৮ খ্রিস্টাব্দ ; ২৮শে শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ।

আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম জানিয়ে দিচ্ছি।

এনআরসি সংক্রান্ত নানা খবর আজ ও স্থানীয় পত্রিকাগুলোর শিরোনামে উঠে এসেছে।

কারোর নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকলে শাস্তি জরিমানা ছাড়াই অভিযোগ জানানো যাবে, এই খবরে দৈনিক যুগশঙ্খের লিড নিউজ :

শাস্তি নয় ! আপত্তি প্রক্রিয়ার পক্ষের দিসপুর – মন্ত্রী পরিষদের বৈঠকে দাবি-আপত্তি পর্বের এসওপি নিয়ে আলোচনা, কেন্দ্রকে সুপারিশ

সাময়িক প্রসঙ্গ সুপার এ‍্যাঙ্করে জানাচ্ছে :

খসড়ায় নামে আপত্তি জানালেও শাস্তির শর্ত নেই – অভিযোগ পেশের রূপরেখা কেমন হবে সিদ্ধান্ত নিল মন্ত্রিপরিষদ, সুপারিশ যাচ্ছে দিল্লিতে

এদিকে প্রান্তজ্যোতির মুখ্য শিরোনাম :

ইমরানে আশা মোদির, মৈত্রী-বার্তা চীনকেও

প্রাক্তন লোকসভা অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায় গতকাল ৮৯ বছর বয়সে পরলোকগমন করেন, এই খবর আজ সবগুলো পত্রিকায় গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে‌‌।

নববার্তা প্রসঙ্গের লিড নিউজ :

সোমনাথের মহাপ্রয়াণ

সাময়িক প্রসঙ্গ দ্বিতীয় শিরোনামে জানাচ্ছে,

  • চির নিদ্রায় প্রাক্তন লোকসভা অধ্যক্ষ সোমনাথ
  • সোমনাথের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল
  • অভিমান-যন্ত্রণার রেশ, সিপিএম-এর পতাকা ফেরালেন সোমনাথ-জায়া

প্রান্তজ্যোতির খবর:

সিপিএমের পতাকায় ঢাকতে দেননি মেয়ে

পুষ্প বিহার কাণ্ড নিয়ে সাময়িকের খবর :

ইজাফা সহ তার দুই সঙ্গী হাজতে

দৈনিক প্রান্তজ্যোতি এ‍্যাঙ্কর প্রতিবেদনে জানাচ্ছে

মধুচক্র : হাজতে মক্ষীরানী সহ দুই সাগরেদ- অভিযোগকারী দুই মহিলার জবানবন্দির ভাইরাল অডিও নিয়ে সন্দেহ

প্রথম পাতায় প্রান্তজ্যোতির আরও কয়েকটি খবর:

  • জন গণ মন’ ভিডিও বানিয়ে ভূপালে প্রশংসা পেলেন শিলচরের ছেলে কৌস্তভ
  • পেনশন পাচ্ছেন পরেশ দত্ত সহ কুড়ি সাংবাদিক
  • পাকিস্তানের হয়ে অত্যাচার, ৫ রাজাকরকে ফাঁসির সাজা বাংলাদেশে
  • স্বাধীনতা উপলক্ষে ৩০ ভারতীয় বন্দিকে মুক্তি দিল পাকিস্তান
  • জঙ্গিদের নাশকতার ছক রাজ্যে, নিরাপত্তা কঠোর

এ‍্যঙ্কর প্রতিবেদনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শৈশব কালের আখ্যান নিয়ে তৈরি ছবির খবরে যুগশঙ্খ লিখেছে:

মুক্তি পেল নরেন্দ্র মোদির কর্ম জীবনের ওপর তৈরি সিনেমা- অনুপ্রেরণা জুগিয়ে ও বিতর্ক উসকে দিল ‘চলো জিতে হ‍্যায়’।

যুগশঙ্খের আরও কয়েকটি খবর :

  • ৩১ ডিসেম্বরের মধ্যে ২৩ লক্ষ পরিবারে বিদ্যুৎ সংযোগ: তপন
  • ভাঙ্গনের মুখে ডিএমকে: দ্বৈরথে স্টালিন- আলাগিরি
  • তৃণমূলের একাউন্টে সারদার টাকা; তদন্ত শুরু সিবিআইয়ের
  • দিল্লির ভিআইপি জোনে প্রকাশ্যে গুলি! প্রাণে বাঁচলেন উমর খালিদ
  • মুখ্য সচিব নিগ্রহ- কেজরি, শিশোদিয়ার বিরুদ্ধে চার্জশিট

মৎস্য বিভাগে নবনিযুক্ত জুনিয়র ইঞ্জিনিয়ারদের হাতে নিযুক্তিপত্র তুলে দেওয়া হয় গতকাল, এই খবরে সাময়িক প্রসঙ্গ ছবিসহ লিখেছে:

অগ্রণী মৎস্য উৎপাদন কারী রাজ্য গড়তে ডাক সর্বার ।। নিজস্ব উৎপাদনেই মাছের চাহিদা মেটানো সম্ভব : পরিমল

প্রথম পাতায় সাময়িকের আরও কয়েকটি খবর :

  • ন’দিন পর কাটাখাল নদীতে ভেসে উঠল শিক্ষক দেবেন্দ্রের লাশ
  • পতাকা উত্তোলন, শিলচরে পল্লব, করিমগঞ্জে পরিমল
  • এনআরসির কাজে শিলচর এসে মৃত্যু জওয়ানের
  • চিনে ছাপা হচ্ছে ভারতের নোট!

তিনের পাতায় সাময়িক প্রসঙ্গ এক হৃদয় বিদারক ঘটনা উদ্বৃত করে লিখেছে:

এনআরসি খসড়ায় নাম নেই, ধলাইয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা কৃষকের

খেলার পাতায় আন্ত:কলেজ ফুটবল ফাইনালের খবরে সাময়িক প্রসঙ্গ জানাচ্ছে :

উপাচার্যের নির্দেশে মাঝপথে খেলা বন্ধ, ক্রীড়ামহল স্তম্ভিত

দ্বিতীয় টেস্টে হারের পর্যালোচনায় প্রান্তজ্যোতির প্রতিবেদন :

লর্ডসের হার সহজভাবে নিচ্ছেন না বিসিসিআই কর্তারা- বোর্ডের প্রশ্নের মুখে পড়তে পারেন শাস্ত্রী- বিরাট

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় কাগজগুলোর শিরোনাম। আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.