
সুপ্রভাত, আজ সোমবার, ১৩ই মে, ২০১৯ খ্রিস্টাব্দ; ২৯শে বৈশাখ ,১৪২৬ বঙ্গাব্দ ।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম
স্থানীয় পত্রিকা গুলোতে আজও হাইলাকান্দি নিয়ে রয়েছে বিভিন্ন খবর
সাময়িক প্রসঙ্গের মুখ্য শিরোনাম
হাইলাকান্দিতে ৩ ঘন্টা কারফিউ শিথিল। রসদ সংগ্রহে ভিড়। ইন্টারনেট ব্লক অতি প্রয়োজনীয় পরিষেবা বিঘ্নিত বরাকে
প্রান্তজ্যোতি মুখ্য শিরোনাম
ঝুঁকি নিল না প্রশাসন, কারফিউ আজও
যুগশঙ্খের মুখ্য শিরোনাম
আজ থেকে পর্যায়ক্রমে কারফিউ প্রত্যাহার। গুজবে ত্রস্ত হাইলাকান্দি। ব্যবসায়ীদের ক্ষতি পূরণের সিদ্ধান্ত প্রশাসনের
আরো রয়েছে
কারফিউ শিথিল, ভিড়ের বাজারে পৌঁছলো রেফও। ৪৮ ঘন্টা ধরে জল নেই শহরে
সাময়িক প্রসঙ্গ অ্যংকার নিউজে জানিয়েছে
হত্যার পর শামসুলের দোকানে এসেই ঠান্ডা পান করে ঘাতকরা
মহাসড়কে এক ভয়াবহ দুর্ঘটনার খবরে সাময়িক প্রসঙ্গ ছবিসহ লিখেছে
মহাসড়কে বাইক স্কুটির সংঘর্ষে হত ৩ আরোহী, আহত ২।। চিকিৎসায় গাফিলতির অভিযোগ, উত্তেজনা
একই খবরে প্রান্তজ্যোতি শিরোনাম
স্কুটি-বাইক সংঘর্ষ মহাসড়কে, হত ৩
মেডিকেল কাণ্ড নিয়ে প্রান্তজ্যোতি রঙ্গিন বক্সে লিখেছে
মেডিক্যাল কান্ড: প্রাক্তন সুপার ডাক্তার বৈশ্যকে হাজতে পাঠানো আদালত, দুর্নীতির মূল কান্ডারী প্রাক্তন অধ্যক্ষা ডাক্তার শিল্পী রানী বর্মনের গ্রেফতারি, সময়ের অপেক্ষা
এ বিষয়ে সামরিক প্রসঙ্গের খবর
ব্লাড ব্যাংকের অর্থ সুদের কারবারে লগ্নির মাধ্যমে শুরু মেডিকেলে লুটের কাহিনী: হাজতে প্রাক্তন সুপার ডাক্তার বৈশ্য
যুগশঙ্খের সুপার এংকার নিউজ
ডিটেনশন ক্যাম্পে মৃত বাসুদেবের মরদেহ বাংলাদেশে পাঠাতে বলল পরিবার।। সুব্রত অমৃতলাল শশীমোহনের পর আরো এক হিন্দু বাঙালির মৃত্যু
এ বিষয়ে সাময়িক প্রসঙ্গ লিখেছে
- এবার তেজপুর ডিটেনশন ক্যাম্পে মৃত্যু আরেক বাঙালির
- ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের এক করতে কমলাক্ষ-চিত্তের হাতে জন্ম নতুন মঞ্চের
সামরিকের আরও খবর
- প্রয়াত প্রখ্যাত ইঞ্জিনিয়ার সমাজসেবী আশিস কুমার গুপ্ত:: আজ শিলচরে শোক মিছিল, শেষকৃত্য
- জঙ্গি মারতেও কি কমিশনের অনুমতি চাই, প্রশ্ন মোদির
গতকাল অনুষ্ঠিত ষষ্ঠ পর্যায়ের নির্বাচন নিয়ে সামরিক প্রসঙ্গের খবর
বাংলায় ব্যাপক অশান্তি, খুন বিজেপি নেতা:: দেশের বাকি অংশের ষষ্ঠ দফার ভোট শান্তিতে
এ বিষয়ে প্রান্তজ্যোতির খবর
তেজপুরে গুলি লাঠিচার্জ, ভারতীর গাড়ি ভাঙচুর
এনআরসি প্রসঙ্গে যুগশঙ্খ লিখেছে
বিজনিতে ১৮ হাজারের বিরুদ্ধে আপত্তি ৫ জনের, এআরএন কোথা থেকে এলো
প্রান্তজ্যোতির এংকার প্রতিবেদন
বন্ধ হয়নি কয়লা কেলেঙ্কারি, মঞ্জিলের হাত ধরে বিজেপির নেতারা জড়িয়ে পড়েছেন
যুগশঙ্খর খবর
কট্টরপন্থী হিন্দু নেতা বাসুদেব শর্মা বাইক পাহারায়, শিলচর কাছাড়ি মসজিদে নিশ্চিন্তে নামাজ মুসল্লিদের
ভেতরের পাতায় প্রান্তজ্যোতির খবর
ভাষা শহীদ স্টেশন হবেই, আশাবাদী স্মরণ সমিতি, ১৮ মে থেকে শুরু শহীদ তর্পন অনুষ্ঠান
ভেতরের পাতায় সাময়িক প্রসঙ্গ লিখেছে
আহতদের ওষুধ বিতরণ করলেন বিধায়ক আনোয়ার, মেডিক্যালে খোঁজ নিলেন বরাক ভ্যালি কমিশনার আনোয়ার উদ্দিন চৌধুরী
সম্পাদকীয় সাময়িক:
শ্রীলঙ্কায় বিস্ফোরণের ক্ষত এখনও শুকোয়নি
প্রান্তজ্যোতির সম্পাদকীয় শিরোনাম
বরাকে বাংলা ভাষা ও ইতিবাচক অর্জন
যুগশঙ্খের দুটো সম্পাদকীয়
সম্প্রীতি রক্ষার দায়
এবং
শুধু বোরখা কেন নিষিদ্ধ?
খেলার পাতায় আইপিএল ফাইনালের খবরে যুগশঙ্খের শিরোনাম :
আরও একবার! মুম্বাই চারবার ।। ফাইনাল নয় যেন থ্রিলার, শেষ বলে ‘শেষ’ চেন্নাই
সাময়িকের অন্য খবর ,
চিন্ময় দে ট্রফিতে চ্যাম্পিয়ন করিমগঞ্জ ভেটারেন ক্লাব
প্রান্তজ্যোতি প্রতিবেদন ,
বিশ্বকাপের প্রস্তুতি ভালভাবেই সেরে নিলেন ভারতীয় বোলাররা
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.