Also read in

Today’s Headlines: The fire will burn throughout the country if there is a scratch on Bengalis : Trinamool

সুপ্রভাত, আজ সোমবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪২৫ বঙ্গাব্দ ; ৩রা ডিসেম্বর, ২০১৮ খ্রিস্টাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

পঞ্চায়েত নির্বাচনী প্রচারের বিভিন্ন খবর আজ সবগুলো পত্রিকায় গুরুত্বসহকারে প্রকাশ করা হয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী তথা অভিনেত্রী শতাব্দী রায় প্রদত্ত ভাষণ নিয়ে দৈনিক প্রান্তজ্যোতির সাত কলাম জোড়া মুখ্য শিরোনাম,

বকোতে তৃণমূলের সভায় জনসমুদ্র

এই নিয়ে দৈনিক যুগশঙ্খের দ্বিতীয় শিরোনাম,

বাঙালির গায়ে আঁচড় লাগলে সারা দেশে আগুন জ্বলবে, হুঙ্কার তৃণমূলের।। অভিনেত্রী শতাব্দীকে দেখতে ভিড় জনতার

প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত দাসের বক্তব্য উদ্ধৃত করে যুগশঙ্খের অ‍্যাঙ্কর প্রতিবেদন,

এমন তথ্য রয়েছে, প্রকাশ্যে এলে সুস্মিতা আর শিলচরই আসবেন না: রঞ্জিত।। পাত্তা দিই না এসব কথায়: সুস্মিতা

রঞ্জিত দাসের বক্তব্য উদ্ধৃত করে সাময়িক প্রসঙ্গের মুখ্য শিরোনাম,

  • চূড়ান্ত খসড়ায একজনও বাংলাদেশী নেই: রঞ্জিত ।। সাংসদ সুস্মিতা দেবকে কটাক্ষ: কম্বল মশারি নয় বিজেপি বিনামূল্যে বন্টন করছে পুস্তকও পোশাক
  • সরকারের স্বচ্ছতা সংখ্যালঘুদের আনছে বিজেপির পতাকা তলে

তবে যুগশঙ্খের মুখ্য শিরোনাম,

সন্ত্রাস দমনে আমাদের সাহায্য নিন, পাকিস্তানকে রাজনাথ

প্রথম পাতায় যুগশঙ্খের আরও কয়েকটি খবর,

  • মোকদ্দমায় হেরে বিচারককে হুমকি, গ্রেফতার আইনজীবী
  • বীরেন সিংকে মোদির হাতের পুতুল বলায় গ্রেফতার সাংবাদিক
  • স্বচ্ছ ভোট’ করানোর শপথ নিয়ে কুর্সিতে সুনিল আরোরা
  • ক্যান্সার জয় করে দেশে ফিরছেন সোনালি বেন্দ্রে

প্রান্তজ্যোতি দ্বিতীয় শিরোনামে জানাচ্ছে,

রাজ্য রাজনীতিতে নতুন মোড়: অগপ- কংগ্রেস- এআইইউডিএফ জোট গঠনের সম্ভাবনা প্রবল হচ্ছে

প্রান্তজ্যোতির অ‍্যাঙ্কর প্রতিবেদন,

আসু চায়না রাজ্যের বিদেশি সমস্যার সমাধান হোক: আমসু ।। বিদেশীর নাম বাদ পড়া নাগরিকপঞ্জি প্রণয়নের দায়িত্ব রাজ্য সরকারের: সমুজ্জ্বল

প্রথম পাতায় প্রান্তজ্যোতি আরও জানাচ্ছে,

  • তিনটি আসনেই খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল
  • দীপক মিশ্রের আমলে সঠিক পথে চলেনি সুপ্রিম কোর্ট: কুরিয়ান
  • অধিকৃত কাশ্মীর পাকিস্তানের, বিতর্কিত মন্তব্য ফারুকের
  • ভোপালের স্ট্রং রুমে বন্ধ ছিল সিসিটিভি, মেনে নিল কমিশন

সাময়িক প্রসঙ্গ জানাচ্ছে,

  • কাগজকল: মুখ্যমন্ত্রীর সফরের দিনে ধলেশ্বরে বিক্ষোভ প্রদর্শন করবে একশন কমিটি ।। প্রতিক্রিয়াশীল আন্দোলন থেকে সতর্ক থাকার আহ্বান
  • ফের অনশনের রাস্তায় আন্না হাজারে
  • ড্রোন নিয়ে আইনি বিভ্রান্তির শেষ, চালু হলো নয়া বিধি

তিনের পাতায় করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে ধর্মসভা নিয়ে সাময়িকের খবর,

যে নিজেকে বিশ্বাস করে না সে-ই নাস্তিক, মত করিমগঞ্জের ধর্ম সভায়

সম্পাদকীয়তে আজ সাময়িক প্রসঙ্গ লিখেছে,

নয়া অ‍্যাক্ট ইস্ট নীতিতেও বদলায়নি উত্তর-পূর্বের চেহারা

প্রান্তজ্যোতির সম্পাদকীয়,

অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে দিল্লি-ঢাকার স্পষ্ট স্থিতি কোথায়

যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

আবার শিরোনামে সুপ্রিম কোর্ট

এবং

ভয়ঙ্কর হুমকি

খেলার পাতায় বিশ্বকাপ হকি নিয়ে যুগশঙ্খের খবর,

দুরন্ত লড়াইয়ে বেলজিয়ামকে রুখে দিল ভারত

প্রান্তজ্যোতি লিখেছে,

এগিয়ে থেকে ও ড্র, হকি বিশ্বকাপে বেলজিয়ামের কাছে আটকে গেল ভারত

যুগশঙ্খের অন্য খবর,

ইনিংসে হারল ওয়েস্ট ইন্ডিজ- ঐতিহাসিক সিরিজ জিতলো বাংলাদেশ

সাময়িক জানাচ্ছে,

সিকে নাইডুতে হারের প্রহর গুনছে অসম

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় কাগজগুলোর শিরোনাম। আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.