Also read in

Today’s Headlines: The victims of the NRC, now Ashraf Ali of Boko commits suicide

সুপ্রভাত, আজ সোমবার, ২৭শে মে, ২০১৯ খ্রিস্টাব্দ; ১২ই জ্যৈষ্ঠ ,১৪২৬ বঙ্গাব্দ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

আগামী বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় রাষ্ট্রপতি ভবনে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র দামোদরদাস মোদী, এই খবর আজ সবগুলো পত্রিকায় গুরুত্বসহকারে প্রকাশ করা হয়েছে।

সাময়িক প্রসঙ্গ মুখ্য শিরোনামে লিখেছে,

৩০শে সন্ধ্যায় মোদির শপথ, মন্ত্রিসভা নিয়ে জল্পনা তুঙ্গে।।এবার প্রথম বিদেশ সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রান্তজ্যোতির লিড নিউজ,

৩০মে সন্ধ্যা ৭টায় শপথ মোদির- মায়ের আশীর্বাদ নিলেন নমো।। আজ বারাণসীতে প্রধানমন্ত্রী

দৈনিক যুগশঙ্খের মুখ্য শিরোনাম,

জগৎ সভায় ভারতকে শ্রেষ্ঠ আসনে বসাতে হবে: নমো।। ৩০মে সন্ধ্যা ৭টায় শপথ, প্রথম বিদেশ সফরে মালদ্বীপ-কিরগিজস্তান যাবেন মোদি।। বিশাল জয়ের পর ঘরে পৌঁছে কৃতজ্ঞতা গুজরাটিদের, রোড শো আহমেদাবাদে

এনআরসির বায়োমেট্রিকের ভয়ে আত্মহননের পথ বেছে নিলেন ৯৫ বছরের নাগরিক আশরাফ আলী, এই খবর আজ সবগুলো পত্রিকা গুরুত্বসহকারে প্রকাশ করেছে।।

যুগশঙ্খ লিখেছে,

এনআরসির বায়োমেট্রিক আতঙ্কে আত্মহত্যা ৯৫ বছরের বৃদ্ধের

প্রান্তজ্যোতি প্রথম পাতায় একেবারে উপরে বক্স করে ছবি সহ লিখেছে,

এনআরসি জুজু: বোকোয় আত্মহত্যা আশরজ আলির

সাময়িকের শিরোনাম,

এনআরসি-র শিকার, এবার আত্মঘাতী বকোর আশ্রফ আলি

সাময়িক প্রসঙ্গ দ্বিতীয় শিরোনামে লিখেছে,

রাধেশ্যামের পরাজয়ে বিধায়কদের বিশ্বাসঘাতকতা!ফুঁসছেন আজমল- প্রাইভেট ডিটেকটিভকে কাজে লাগানোর ভাবনা

আসামের দুই রাজ্যসভার প্রার্থী নিয়ে সাময়িকের খবর,

রাজ্যসভার নির্বাচন, অগপকে একটি আসন ছেড়ে দিল বিজেপি- পাসোয়ানের প্রার্থিত্বের সম্ভাবনা খারিজ করলেন হিমন্ত

আ্যঙ্কর নিউজ,

এশিয়ায় শান্তি ফেরাতে ফের আলোচনায় বসার আহ্বান, মোদিকে ফোন ইমরান খানের

প্রথম পাতায় সাময়িকের আরও কয়েকটি খবর,

  • জনবিস্ফোরণ, কড়া আইন প্রণয়নের পরামর্শ রামদেবের- ভোটাধিকার খর্ব করার আর্জি তৃতীয় সন্তানের
  • রাতাবাড়ি উপ নির্বাচনে প্রার্থী হওয়ার ইঁদুর দৌড়ে বিজেপি নেতারা
  • ঢুকলো ১৩ জনের আলফার দল, রাজ্যজুড়ে সর্তকতা
  • লোকসভায় আরজেডি-র একজনও নেই, চরম ভোট-বিপর্যয়ে নিঃসঙ্গ লালু
  • নির্বাচনী আচরণবিধি তুলে নিল কমিশন

দৈনিক প্রান্তজ্যোতি দ্বিতীয় শিরোনামে ছবি সহ জানাচ্ছে,

বিজেপি নেতার শেষ যাত্রায় মরদেহ কাঁধে হাঁটলেন স্মৃতি

প্রান্তজ্যেতির অন্য একটি চাঞ্চল্যকর খবর,

সিসিটিভি ক্যামেরা বসানোর দিনই আত্মহত্যার চেষ্টা ব্লাড ব্যাঙ্ক কর্মীর

প্রান্তজ্যোতির আরও কয়েকটি খবর,

  • গৌতম রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে হাইকমান্ড: রিপুন ।। নগাঁও কলিয়াবরে ভোট মেরুকরণ হয়নি :প্রদ্যুৎ
  • ছেলেদের জোর করে প্রার্থী করা দলের নেতাদের ওপর ক্ষুব্ধ’ রাহুল
  • এয়ার এশিয়ার বিমানে বোমাতঙ্ক, কলকাতায় জরুরি অবতরণ

যুগশঙ্খের চাঞ্চল্যকর খবর,

বিস্ফোরক তথ্য গোয়েন্দা বিভাগের-আলফার টার্গেট লিস্টে বিজেপি- আরএসএস নেতা

যুগশঙ্খের অ্যাংকর প্রতিবেদন,

রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হতে চেয়েছিলেন ‘ওডিশার মোদি’ সাংসদ প্রতাপচন্দ্র সারাঙ্গী

ভেতরের পাতায় যুগশঙ্খের খবর,

  • সদরঘাট ওভারব্রীজ ও রংপুরে পৃথক দুর্ঘটনায় আহত ৩
  • বানভাসি দক্ষিণ করিমগঞ্জ- সিংলা, লঙ্গাইতে জল বইছে বিপদসীমার উপর দিয়ে
  • সেনা পোশাকে ভুয়ো জওয়ান গ্রেফতার শিলচর রেল স্টেশনে
  • বদরপুর নবীন চন্দ্র কলেজের ছাত্রের আত্মহত্যা
  • হাইলাকান্দি কারাগার থেকে কয়েদি পলাতক

সাময়িক প্রসঙ্গের আজকের সম্পাদকীয়,

ভোট ভাবনায় ‘নোটা’

দৈনিক প্রান্তজ্যোতির সম্পাদকীয় শিরোনাম,

উচ্চমাধ্যমিকে মেধার উজ্জ্বল স্বাক্ষর

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

দক্ষিনে বিজেপি

এবং

কর্মসংস্থানই হবে নয়া সরকারের বড় চ্যালেঞ্জ

খেলার পাতায় আসন্ন বিশ্বকাপ ক্রিকেট নিয়ে সাময়িকের প্রতিবেদন,

ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে টানা ব্যর্থতার অবসানের আশায় ইনজি

অন্য খবর,

এশিয়ান ব্যাডমিন্টন উপ-সভাপতি হিমন্ত

প্রান্তজ্যোতি জানাচ্ছে,

প্রতিষ্ঠা দিবসে খেলোয়ারদের পুরস্কৃত করল ডিএসএ

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.

error: Content is protected !!