Also read in

Today’s Headlines: There is no lack of leaders and workers in the BJP, Kabindra in reference to Gautam. Will not accept the unwanted culture of other party: Dilip

সুপ্রভাত, আজ রবিবার ২রা সেপ্টেম্বর, ২০১৮ খ্রিষ্টাব্দ ।। ১৬ই ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ ।।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

নর্থ ইস্ট লিঙ্গূয়িস্টিক এ‍্যান্ড এ‍্যাথনিক কো-অরডিনেশন কমিটির l প্রতিনিধিদের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠকের খবরকে মুখ্য শিরোনাম করে দৈনিক যুগশঙ্খ লিখেছে :

এনআরসি অসঙ্গতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নেলেকের- ঢালাও ডি! বরাকে টিম পাঠাচ্ছেন সোনোয়াল

একই খবরে সাময়িক প্রসঙ্গ ছবিসহ দ্বিতীয় শিরোনামে লিখেছে,

রাকে ‘ডি’ নোটিশ দেওয়া বন্ধ করতে নির্দেশ সর্বার – পরিমলের নেতৃত্বে দিসপুরে নোলেকের প্রতিনিধিরা, এনআরসিতে অসঙ্গতির কথা স্বীকার মুখ্যমন্ত্রীর ।। পরিস্থিতি দেখতে বরাকে আসছেন মুখ্য ও স্বরাষ্ট্র সচিব

অসমের সন্তান রঞ্জন গগৈ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োজিত হচ্ছেন, এই খবর আজ সবগুলো পত্রিকায় গুরুত্বসহকারে প্রকাশ করা হয়েছে। সাময়িক প্রসঙ্গের সুপার এ‍্যাঙ্কর নিউজ :

সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি রঞ্জন গগৈ – এনআরসি মামলা এখন এখন কার হাতে যাবে, জল্পনা

একই খবরে যুগশঙ্খের দ্বিতীয় শিরোনাম :

মুখ্য বিচারপতি হচ্ছেন রঞ্জন গগৈই- বিতর্ক এড়িয়ে আইন মন্ত্রককে চিঠি দীপক মিশ্রর

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রদত্ত বক্তব্যকে লিড করে প্রান্তজ্যোতি লিখেছে :

আর্থিক দুর্নীতিবাজদের রেহাই নেই : প্রধানমন্ত্রী

পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে সাময়িকের খবর,

বরাকের তিন প্রধান ডাকঘরে ও যাত্রা শুরু – দেশের প্রতিটি কোনায় ইন্ডিয়া পোস্টের ব্যাঙ্ক, সূচনা করলেন মোদি

সামরিক অন্য একটি খবরে জানাচ্ছে :

ছাত্রীর শ্লীলতাহানির দায়ে গ্রেফতার আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

সাময়িকের আরও কয়েকটি খবর,

  • নিলামবাজারে স্বামী-সতীনের হাতে খুন তৃতীয় স্ত্রী ধলাইর রহিমা
  • আয়কর জমার হার বাড়ল ৭১%
  • রিলায়েন্সকে ‘পাইয়ে দেওয়ার রাজনীতি’ দেখছেন কংগ্রেস নেত্রী দীপা – ৫২৬ কোটির রাফায়েল ১৬১০ কোটিতে

প্রাক্তনমন্ত্রী গৌতম রায়ের বিজেপিতে যোগদান প্রসঙ্গে প্রান্তজ্যোতি খবর,

বিজেপিতে নেতা-কর্মীর অভাব নেই, গৌতম প্রসঙ্গে কবীন্দ্র।। অন্য দলের অবাঞ্ছিত সংস্কৃতি মানবো না : দিলীপ

প্রান্তজ্যোতির আরও কয়েকটি খবর :

  • পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধিতে উদ্বিগ্ন কেন্দ্র
  • ফের মহার্ঘ হচ্ছে রান্নার গ্যাস
  • সৌভাগ্য প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের নির্দেশ মুখ্যমন্ত্রীর
  • দিল্লী-গুয়াহাটি-শিলচর পুজো স্পেশাল বিমান
  • এখনই বাতিল হচ্ছে না শরিয়া আদালত: আইন কমিশন

ধুপ প্রথম পাতায় দৈনিক যুগশঙ্খের অন্য কয়েকটি খবর :

  • অসুস্থ ১০, অনশনে গোয়ালপাড়ায় ডিটেনশন ক্যাম্পের বন্দিরা
  • ব্রাহ্মণ-অন্ত্যজ শ্রেণীর ডিএনএ অভিন্ন : স্বামী ।। কালো টাকা আরও বেশি করে কালো টাকায় রূপান্তরিত হয়েছে

তৃতীয় পৃষ্ঠায় সাময়িকছর খবর:

ভাসানের ‘সাউন্ড সিস্টেম’ বাজেয়াপ্ত করল পুলিশ – গেট বন্ধ করাকে ঘিরে সদরঘাটে উত্তেজনা, ডিসি’র হস্তক্ষেপে বিসর্জন

সপ্তম পৃষ্ঠায় প্রান্তজ্যোতি জানাচ্ছে,

করিমগঞ্জে স্বচ্ছ ভারতের নমুনা নর্দমা সাফাইয়ে রামকৃষ্ণ মিশনের মহারাজ

খেলার পাতায় এশিয়ান গেমসের খবরে প্রান্তজ্যোতি লিখেছে :

অলিম্পিক চ্যাম্পিয়নকে হারিয়ে বক্সিঙে সোনা অমিতের

সাময়িকের খবর:

বক্সার অমিত সহ দুই বাঙালির গলায় স্বর্ণপদক- ১৫ সোনা জিতে এশিয়াডে ইতিহাস ভারতের

ভারত ইংল্যান্ড টেস্টর খবরে যুগশঙ্খ লিখেছে :

ধাক্কা সামলে রাশ মজবুত করলো ইংল্যান্ড, চিন্তায় ভারত

এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম ।।আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.