
সুপ্রভাত, আজ শুক্রবার, ৩১শে মে, ২০১৯ খ্রিস্টাব্দ; ১৬ই জ্যৈষ্ঠ ,১৪২৬ বঙ্গাব্দ।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
রাষ্ট্রপতি ভবনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে গতকাল শপথ নিলেন নরেন্দ্র মোদি, এই খবরকে আজ স্থানীয় সবগুলো পত্রিকা লিড করেছে।
সাময়িক প্রসঙ্গের মুখ্য শিরোনাম,
মোদির দ্বিতীয় ইনিংস: অমিত- রাজনাথ সহ ৫৮ মন্ত্রীর শপথ, অসমের শুধু একজন
সাথে আছে,
- সান্ধ্য জলপান থেকে নৈশ ভোজ, অতিথি আপ্যায়নে ছিল এলাহি আয়োজন
- মন্ত্রিসভায় নেই জেডিইউ, বেঁকে বসলেন নীতিশ
বড় বড় হরফে প্রান্তজ্যোতির লিড নিউজ,
ভারত শীর্ষে পুন: নমো
সাথে আছে,
মোদির শপথগ্রহণে উৎসবমুখর শিলচর
মন্ত্রিসভায় তেলি, উচ্ছাস রাজ্যে
দৈনিক যুগশঙ্খ মুখ্য শিরোনামে লিখেছে,
অমিত বিক্রমে শপথ মোদির- ২৪ জন পূর্ণমন্ত্রী, ৯ জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত, ২৪ জন প্রতিমন্ত্রী
সাথে আছে,
- অসম থেকে মোদি মন্ত্রিসভায় শুধুই রামেশ্বর
- মোদী মন্ত্রিসভায় বাংলা থেকে মাত্র ২, নতুন মুখ দেবশ্রী চৌধুরী
রাজ্যের নগাও কাছাড় কাগজ কল ব্যক্তিগত মালিকানাধীনে নেওয়ার তৎপরতার খবরে যুগশঙ্খ লিখেছে,
কাগজ কল: আবুধাবির শিল্প পতির সঙ্গে বৈঠক পীযুষের
এনআরসি প্রসঙ্গে যুগশঙ্খ দ্বিতীয় শিরোনামে লিখেছে,
অতিরিক্ত খসড়া ২২ জুন – তাড়াহুড়ো নয়, স্বচ্ছতা চাই এনআরসিতে, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের – দুই সেপ্টেম্বরের মধ্যে ২০০ টি ট্রাইবুনাল স্থাপনের ছাড়পত্র
এই প্রসঙ্গে সাময়িকেরও দ্বিতীয় শিরোনাম,
প্রাক্তন সেনাকে বিদেশি ঘোষণার আঁচ শীর্ষ আদালতে- এনআরসি নিয়ে তাড়াহুড়ো করবেন না, হাজেলাকে নির্দেশ সুপ্রিম কোর্টের – অতিরিক্ত তালিকা প্রকাশের মেয়াদ সাত দিন বাড়িয়ে ২২ জুন
করিমগঞ্জে এক চাঞ্চল্যকর খুনের ঘটনায় সাময়িক প্রসঙ্গ ছবিসহ লিখেছে,
সন্ধ্যা রাতে খুন সুগম ট্রান্সপোর্টের ম্যানেজার, চাঞ্চল্য করিমগঞ্জে
হাইলাকান্দির খবর,
তিন সপ্তাহ ধরে নেই তলব- বন্দুকসহ আটক পঞ্চায়েত সভাপতির ছেলে, গাগলাছড়া চা-বাগানে উত্তেজনা
বিগত লোকসভা নির্বাচনে প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের প্রাপ্ত ভোট নিয়ে যুগশঙ্খের প্রতিবেদন,
দেব পরিবারের পাড়ায় এত ভোট! তারাপুর বাসীকে কৃতজ্ঞতা রঞ্জিতের
শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতি প্রসঙ্গে নাম উঠে এসেছে প্যাথলজি বিভাগের অধ্যাপক ডাক্তার আর এন চৌবে এবং ব্লাড ব্যাংকের প্রাক্তন ইনচার্জ ডাক্তার সুমিতা দত্ত গুপ্তের নামও, এই খবরে সাময়িকের অ্যাংকর প্রতিবেদন,
মেডিক্যাল কাণ্ডে ধৃত ক্যাশিয়ার বিদ্যুৎ বর্মন তিন দিনের ‘পুলিশ রিমান্ডে’- ব্লাড ব্যাঙ্কে দুর্নীতি, সন্দেহের ঘেরাটোপে প্যাথলজির অধ্যাপকসহ প্রাক্তন ইনচার্জ
দৈনিক প্রান্তজ্যোতির খবর,
মেডিক্যাল দুর্নীতি কান্ড: তিন দিনের পুলিশ রিমান্ডে অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার বিদ্যুৎ বর্মন
প্রকাশ্যে আসছে বহু রাঘব বোয়ালের নামও
এক মাস কোনও টিভি চ্যানেলের বিতর্ক অনুষ্ঠানে নয় কংগ্রেস নেতারা
ভেতরের পাতায় প্রান্তজ্যোতির খবর,
- রূপম পালের পরিবারকে প্রাণনাশের হুমকি
- জালালপুরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, সন্দেহ খুন
- নার্সিংহোমের তদন্তে আইন রূপায়ন সমিতি
- বিশ্ব পরিবেশ দিবসে শিলচর আসছেন মুখ্যমন্ত্রী, ১ মাসে ১০ লক্ষ গাছ লাগানোর অঙ্গীকার জেলা প্রশাসনের
দৈনিক প্রান্তজ্যোতির আজকের সম্পাদকীয়,
দুর্যোগ মোকাবিলায় আরো দৃঢ় পদক্ষেপ চাই
সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম,
সোনার হরিণ
দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,
বিদেশির অপবাদ
এবং
বাংলার সংস্কৃতি ফুটে উঠুক মিমি-নুসরাতের পোশাকে
বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচে গতকাল ইংল্যান্ড দল দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দেয়। এই খবরে প্রান্তজ্যোতি লিখেছে,
প্রোটিয়া বধ করে বিশ্বকাপ অভিযান শুরু ইংল্যান্ডের
আজ ভারতীয় সময় বিকেল তিনটায় নটিংহ্যামে মুখোমুখি হচ্ছে পাকিস্তান- ওয়েস্ট ইন্ডিজ, এই খবরে যুগশঙ্খের শিরোনাম,
আজ মুখোমুখি হচ্ছে দুই ডার্ক হর্স- নিজেদের বোলিং নিয়ে চিন্তায় থাকবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.