সুপ্রভাত, আজ সোমবার ১০ই সেপ্টেম্বর, ২০১৮ খ্রিষ্টাব্দ ।। ২৪শে ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ ।।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
দলীয় কর্মী সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির বক্তব্য কে লিড করেছে সাময়িক প্রসঙ্গ এবং প্রান্তজ্যোতি।
সাময়িক প্রসঙ্গের মুখ্য শিরোনাম :
‘অজেয় ভারত, অটল বিজেপি’ প্রচারের সুর বেঁধে দিলেন মোদি – বিরোধীরা ঠিকানাহীন আর লক্ষ্যভ্রষ্ট, কটাক্ষ প্রধানমন্ত্রীর
প্রায় একই শিরোনামে প্রান্তজ্যোতির লিড নিউজ :
‘অজেয় ভারত, অটল বিজেপি’ ১৯শে ভোটের স্লোগান মোদির ।। ৪৮ বনাম ৪৮, কংগ্রেসকে চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর
যুগশঙ্খের খবর :
বিজেপির রাজনৈতিক প্রস্তাবে ঠাঁই পেল নাগরিকত্ব বিল – কংগ্রেসের ভোট ব্যাঙ্ক রাজনীতিতেই থমকে পড়েছিল এনআরসি : মোদি
এনআরসি নিয়ে গতকাল শিলচরে এক সাংবাদিক সম্মেলনে দেওয়া মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের বক্তব্যকে উদ্ধৃত করে যুগশঙ্খের মুখ্য শিরোনাম :
- বহাল থাকুক ১৫ নথি, সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য : পরিমল ।। কমলাক্ষের নাম না নিয়ে খোঁচা কবীন্দ্রের, সবার ঠিকা নিয়েছেন!
- সাথে বক্স করে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের বক্তব্য নিয়ে আছে,
- আত্মহত্যায় প্ররোচনা! হাজেলার গ্রেফতার চান কংগ্রেস বিধায়ক
- উদ্বাস্তু নোটিফিকেশন কার্যকরে হলফনামা দিয়েছি সুপ্রিম কোর্টে! আভাকে জানিয়েছেন সর্বা
একই প্রসঙ্গে সাময়িক প্রসঙ্গ লিখেছে ,
পাঁচ নথির মন্যতা খর্ব নয়, সরকার পেশ করবে হলফনামা : পরিমল – আজ আসছেন মুখ্য সচিবের নেতৃত্বে একদল আধিকারিক
প্রান্তজ্যোতির সুপার অ্যাঙ্কর প্রতিবেদন,
নির্যাতিত হয়ে আসা মানুষরা নাগরিকত্ব পাবেন, ঘোষণা অমিতের
সাথে বক্স করে আছে,
- খসড়াছুট বিনয় চন্দ আত্মঘাতী
- বিরোধী জোটের নেতৃত্ব নিয়ে কংগ্রেস নেতা মল্লিকার্জন খড়গেকে উদ্ধৃত করে যুগশঙ্খের অ্যাঙ্কর প্রতিবেদন :
- আজ নইলে কাল বিরোধীরা রাহুলের নেতৃত্ব মেনে নেবেন : খাড়গে ।। কোন বিরোধী নেতার সারা ভারতে গ্রহন যোগ্যতা রয়েছে, প্রশ্ন কংগ্রেসের
প্রথম পাতায় দৈনিক যুগশঙ্খের আরো কয়েকটি খবর :
- আজ বরাক-বাংলাদেশের রেলপথ নির্মাণ কাজের উদ্বোধন করবেন হাসিনা-মোদি
- রাজীব হত্যাকারী ৭ জনকে মুক্তির সুপারিশ তামিল সরকারের
- হোয়াটসঅ্যাপে নির্দেশ : ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট ।। রসিকতা হচ্ছে – ভর্ৎসিত নিম্ন আদালত
- ভুয়ো জব কার্ড বানিয়ে সরকারি অর্থ আত্মসাৎ! ব্যাঙ্ক ম্যানেজার, বিডিও সহ ৯ জনের বিরুদ্ধে মামলা শিলচরে
সাময়িক প্রসঙ্গ দ্বিতীয় শিরোনামে জানাচ্ছে,
আজ ভারত বনধ, সমর্থন বিভিন্ন বিরোধী দলের
একই খবরে প্রান্তজ্যোতি তৃতীয় পৃষ্ঠায় লিখেছে,
কংগ্রেসের ডাকা বন্ধের প্রতিবাদ করতে জনগণের প্রতি আহ্বান সুব্রত-মিশনের ।। শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান গৌতমের।। আকসার নৈতিক সমর্থন
সাময়িকের অ্যাংকর প্রতিবেদন:
মহিলা সংরক্ষণ বিল নিয়ে আন্তরিক নয় কেন্দ্র : সুস্মিতা – কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার কমিটিতে শিলচরের সংসদ
প্রথম পাতায় সাময়িকের আরও কয়েকটি খবর :
- কলকাতায় ধৃত মনিপুরের জঙ্গি নেতা
- এবার শিক্ষকতা করবেন প্রণব মুখার্জি
- দিল্লিতে ভূকম্পন
- বাংলাদেশ ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি, উদ্বোধন আজ
- পালক পিতার যৌনাচারের শিকার হয়ে হোমে প্রত্যাবর্তন অনাথ কিশোরীর
পশ্চিমবঙ্গের বিজেপি নেতা সায়ন্তন বসুর বক্তব্য নিয়ে প্রান্তজ্যোতির অ্যাঙ্কর প্রতিবেদন :
বাঙ্গালীদের নিয়ে লাফালাফি, মমতার ভোট রাজনীতি: সায়ন্তন
প্রথম পাতায় প্রান্তজ্যোতির আরো কয়েকটি খবর :
- যুবক আত্মঘাতী: হাজেলার গ্রেফতার চান কমলাক্ষ
- এনআরসি রিক্সা, চালক হাজেলা এবং বিজেপি, অগপ, আসু তিন চাকা : অর্ধেন্দু
- মোদির মতো মুখ তৈরি করুক কংগ্রেস, কটাক্ষ রাজনাথের
- কেসিপির কমান্ডার নেলশন সিং ধৃত কলকাতায়
দুই এর পাতায় সাময়িকের খবর :
ই-রিক্সা ও নতুন অটো পারমিটের সিদ্ধান্তের প্রতিক্রিয়া : ডিসপ্লে লাগিয়ে শহরে ঢোকার অনুমতি চাইলেন গ্রামের অটো চালকরা
ইউএস ওপেন টেনিসে গতকাল জাপানের নাওমি ওসাকা ৬-২ ৬-৪ সেটে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে দেন, এই খবরে সাময়িক প্রসঙ্গ লিখেছে,
- আমেরিকায় জাপানি ইতিহাস-ওসাকার কাছে ফাইনালে হেরে আম্পায়ারকে ‘চোর’ বললেন সেরেনা
- ভারত ইংল্যান্ড পঞ্চম টেস্টের খবরে প্রান্তজ্যোতি জানাচ্ছে:
- অভিষেক ম্যাচে হাফ সেঞ্চুরি বিহারির – বড় স্কোরের দিকে এগোচ্ছে ইংল্যান্ড
স্থানীয় রামানুজ গুপ্ত সুপার ডিভিশন লীগের খবরে যুগশঙ্খ জানাচ্ছে :
বড় ম্যাচে টাউন ক্লাবের সহজ জয়- অনবদ্য সাইদুল , গোলের মুখ খুলতে ব্যর্থ তারাপুর
এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম ।।আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.