Also read in

Today’s Headlines: Today is the test of existence, whole state is in anxiety! A close relationship with Ahad , Amar Jain-Subrata Ledu’s Video went viral

সুপ্রভাত ! আজ সোমবার, ৩০শে জুলাই ২০১৮ খ্রিস্টাব্দ ; ১৩ই শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ।

আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম জানিয়ে দিচ্ছি।

আজ সকাল দশটায় এনআরসির চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ হতে চলেছে, এই খবর আজ স্থানীয় পত্রিকাগুলোর প্রায় পুরো প্রথম পাতা জুড়ে আছে।

যুগশঙ্খের লিড নিউজ :

ত্রিশ লক্ষ ‘বিদেশি’ ! পর্দা উঠছে আজ ।। নাগরিক পঞ্জির সম্পূর্ণ খসড়া প্রকাশের প্রস্তুতি সম্পন্ন আশা আশঙ্কার দোলাচলে রাজ্য। কাছাড়ে ২ লক্ষ ২৮ হাজারের নাম বাদ! সর্বাধিক নাম অন্তর্ভুক্ত উধারবন্দ সার্কেলে, সর্বনিম্ন শিলচর সদরে ।

সাময়িক প্রসঙ্গের ৮ কলাম জোড়া মুখ‍্য শিরোনাম :

আতঙ্কের আবহে আজ চূড়ান্ত খসড়া- নাগরিকত্বের অগ্নিপরীক্ষায় কাছাড়ে আটকে গেলেন ২ লক্ষ ২৮ হাজার ।।

সাথে আছে,

এনআরসি আতঙ্কে ত্রিপুরায় ও সর্তকতা জারি

‘ডি’ ভোটার, ডিটেনশন ক্যাম্পের সঙ্গে এনআরসির সম্পর্ক নেই : পরিমল ।। লাঠিপেটার জন্য নয়, শান্তি রক্ষায় পুলিশ

দৈনিক প্রান্তজ্যোতির মুখ্য শিরোনাম :

আজ অস্তিত্বের পরীক্ষা, উৎকণ্ঠায় রাজ্য ।। ভবিষ্যৎ সুরক্ষার ঐতিহাসিক দলিল এনআরসি : সর্বানন্দ

এই প্রসঙ্গে যুগশঙ্খের অন্যান্য খবর :

  • সর্বদলীয় বৈঠক সর্বার, অপপ্রচার-উস্কানি করা হাতে দমনের আহ্বান ।। শিলাদিত্যের বিরুদ্ধে অভিযোগ ইউডিএফের, এনআরসি ছুটদের অধিকার না কাড়ার আহ্বান কংগ্রেসের
  • অশান্তি-সাম্প্রদায়িক হিংসার আশঙ্কা, নিরাপত্তা ব‍্যুহতে রাজ্য, সুরক্ষা বাড়ল হাজেলার
  • বাদ পড়ছে প্রচুর বৈধ মুসলমান-হিন্দুর নাম : সিদ্দিক

এ‍্যঙ্করে ও এনআরসি নিয়ে যুগশঙ্খ প্রতিবেদন :

মহীতোষ পুরকায়স্থের আদর্শেই এনআরসি ছুটদের জন্য আন্দোলনে ঝাঁপাতে হবে, অভিমত

প্রথম পাতায় প্রান্তজ্যোতির আরো কয়েকটি খবর :

  • কার্বি আংলং ডিমা হাসাও কে নিয়ে নতুন রাজ্য গঠনের দাবি
  • নাগরিকত্ব বিল বাস্তবায়নের দাবি জানালেন তথাগত
  • শিল্পপতিদের পাশে দাঁড়াতে ভয় পাইনা, কটাক্ষ মোদীর

এ‍্যঙ্কর প্রতিবেদনে সাময়িক প্রসঙ্গ জানাচ্ছে :

আহাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক অমর জৈন- সুব্রতর, লেদুর ভিডিও ভাইরাল

প্রথম পাতায় সাময়িকের অন্য দুটি খবর :

  • বিমানবন্দরের সামনে বোমা কে ঘিরে আতঙ্ক ইম্ফলে
  • পুজো দিতে গিয়ে মন্দিরেই ধর্ষিতা, কাঠ গড়ায় পুরোহিত

তিন এর পাতায় কংগ্রেসের নবনির্বাচিত পদাধিকারীদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের খবরে সাময়িক প্রসঙ্গ জানাচ্ছে :

দায়িত্ব নিলেন যুব কংগ্রেস সভাপতি জাবেদ, সংবর্ধনার জোয়ারে ভাসলেন কমরুল।। কাগজ কলের দুর্নীতি : বিজেপিকে মামলা দাখিলের চেলেঞ্জ সুস্মিতার

তিন এর পাতায় বিশ্ববিদ্যালয় কাণ্ড নিয়ে বক্স করে প্রান্তজ্যোতি জানাচ্ছে :

যৌন নির্যাতন: বিচার বিভাগীয় তদন্ত দাবি আকসার ।। “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পক্ষপাত দুষ্ট”

খেলার পাতায় সাময়িক প্রসঙ্গ জানাচ্ছে :

আবারো সংবাদ শিরোনামে হিমা – যৌন নির্যাতনের অভিযোগে কোচ গ্রেফতার, পরে মুক্ত জামিনে

খেলার স্থানীয় খবরে প্রান্তজ্যোতি ছবিসহ জানাচ্ছে :

ইন্ডিয়া ক্লাবের নতুন পরিচালনা কমিটি গঠিত

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় কাগজগুলোর শিরোনাম। আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.