Also read in

Today’s Headlines: Tragic incidence in Brahmaputra- Boat carrying 45 passengers capsizes in the middle of Brahmaputra. The Supreme Court defers starting of NRC process for claims in Assam.

সুপ্রভাত, আজ বৃহস্পতিবার ৬ই সেপ্টেম্বর, ২০১৮ খ্রিষ্টাব্দ ।। ২০শে ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ ।।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

সুপ্রিম কোর্ট কর্তৃক এনআরসি প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার খবরকে আজ সবগুলো পত্রিকা গুরুত্বসহকারে প্রকাশ করেছে করেছে ।

প্রান্তজ্যোতি সুপার এ‍্যাঙ্করে লিখেছে :

ফের পেছালো দাবি-আপত্তির প্রক্রিয়া :: ১৫টির পরিবর্তে ১০টি নথি গ্রহণযোগ্য :: দু সপ্তাহের মধ্যে মতামত দাখিলের নির্দেশ সুপ্রিম কোর্টের

সাথে আছে ,

  • খুশি নয় বিজেপিও
  • লিগেসি ডাটা বাদ দেওয়াটা দুর্ভাগ্যজনক: আইনজীবী

সাময়িক মূল শিরোনামে লিখেছে:

আবেদন প্রক্রিয়া পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট – খসড়া বহির্ভূতদের দুশ্চিন্তা আরো বাড়লো ।। এনআরসি-ছুটদের জন্য এসওপিতে নথির সংখ্যা ছাটলেন হাজেলা, মতামত চাইলো ডিভিশন বেঞ্চ ।।

যুগশঙ্খের শিরোনাম :

১৯শে শুনানি, ১৫ নয়, ১০ নথির প্রস্তাব হাজেলার – নাগরিকপঞ্জির সম্পূর্ণ খসড়া ও সংশয়ের আবর্তে ।। কেনা বেচা ঠেকাতে লিগ‍্যাসির পথ বন্ধ করতে চান প্রতীক

সাথে আছে,

একই খেলায় দুই নিয়ম, সমন্বয়কের প্রস্তাবে সংখ্যালঘু মহল- ‘খসড়া ছুটদের আরোও হেনস্থায় ফেলে বিদেশীর সংখ্যা বৃদ্ধিই উদ্দেশ্য’

ব্রহ্মপুত্রে নৌকা ডুবির খবর আজ সবগুলো পত্রিকা ছবি সহ প্রকাশ করেছে ।

দৈনিক যুগশঙ্খ মুখ্য শিরোনামে লিখেছে,

৪০ যাত্রী নিয়ে ব্রহ্মপুত্রে ডুবলো নৌকা, উদ্ধার তিন লাশ – বরাতজোরে প্রাণে বাঁচলেন ১৭ যাত্রী

এই প্রসঙ্গে সাময়িকের খবর,

শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না অনেক পড়ুয়ার – মাঝ ব্রহ্মপুত্রে ৪৫ জন যাত্রী নিয়ে ডুবে গেল নৌকো, ৪টিমৃতদেহ উদ্ধার

দ্বিতীয় শিরোনামে সাময়িক জানাচ্ছে,

হাইলাকান্দির রাজপথে সিনেমার আদলে হানা, সাত লক্ষ টাকা লুট – মেয়ের বিয়ের জন্য টাকা তুলতে গিয়ে সর্বস্বান্ত বাবা

দিল্লির রাজপথে শ্রমিক-কৃষকদের বিশাল মিছিলের খবরে এঙ্কর স্টোরিতে সময়িক জানাচ্ছে ,

লাল ঝান্ডা নিয়ে দিল্লি কাঁপালেন শ্রমিক কৃষকরা

একই প্রসঙ্গে প্রান্তজ্যোতির খবর,

মহারাষ্ট্রের আঁচ, ৩ লক্ষ কৃষক-শ্রমিকের ঘেরাওয়ে কাঁপলো দিল্লি

পঞ্চায়েত রোড কান্ড নিয়ে সাময়িক ছবি সহ লিখেছে,

ড্রাগসের ওভারভোজ নিয়েছিল দেবরাজ, জানালো আটক সঙ্গী, মৃতদেহ নিয়ে অবরোধ

প্রথম পাতায় সাময়িকের আরও কয়েকটি খবর :

  • আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের উদ্বোধন ১০ সেপ্টম্বর
  • টাকার দাম কমছেই, মাঠে নামল রিজার্ভ ব্যাংক
  • বাধ্যতামূলক হচ্ছে শিক্ষক-অভিভাবকদের মতবিনিময়, নিষিদ্ধ হচ্ছে মোবাইল -৪৪ কৃতিকে রাজ্য শিক্ষা পুরস্কার দিলেন সর্বা

এংকর নিউজে যুগশঙ্খ জানাচ্ছে,

রাফালে : সুপ্রিম কোর্টে মামলার শুনানি আগামী সপ্তাহে – একে রাইফেল প্রজেক্টের বরাত পাবেনা আদানি গ্রুপ

প্রথম পাতায় যুগশঙ্খের আরো কয়েকটি খবর :

  • দ্বিপাক্ষিক আলোচনার জন্য সন্তর্পনে ভারতকে প্রস্তাব দিয়েছিল পাক সেনা
  • গঙ্গা দূষণে ৫ বছরের জেল! পুনরুজ্জীবনের প্রস্তাব কেন্দ্রের কাছে
  • ২৭ ডিসেম্বর বাংলাদেশে ভোট হতে পারে
  • সমকামিতা নিয়ে আজ রায় দেবে সুপ্রিম কোর্ট
  • একটি সম্ভাবনার খবরে প্রান্তজ্যোতির এংকর স্টোরি :
  • গৌতম সুস্মিতার বিজেপিতে যোগদান!

প্রান্তজ্যোতির আরো কয়েকটি খবর,

  • অসুস্থ অভিনেতা দিলীপ কুমার, ভর্তি হাসপাতালে
  • এশিয়াডে পদক জয়ী দের প্রযুক্তি ব্যবহার করার পরামর্শ প্রধানমন্ত্রীর
  • ৩৫- এ ধারা তুললে ভারতের সঙ্গে সম্পর্ক শেষ হবে কাশ্মীরের :মেহবুবা
  • লাগাতার ১২ দিন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি

খেলার পাতায় যুগশঙ্খের খবর :

ওপেন ফিডে দাবায় অংশ নিতে চলতি মাসে শিলচর আসছেন দিব্যেন্দু বড়ুয়া

এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম ।।আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.