Also read in

Today’s Headlines: Vajpayee’s ashes immersed in Barak and Brahmaputra. The last tribute to Vajpayee through Gita-Quran and Bible.

সুপ্রভাত, আজ শুক্রবার ২৪শে আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ ।। ৭ই ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ ।।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর চিতাভস্ম বিসর্জনের খবরকে লিড করে প্রান্তজ্যোতি লিখেছে,

পূর্ণ মর্যাদায় বরাকে বিলীন অটল-চিতাভস্ম ।। অস্থি-কলস ব্রহ্মপুত্রে বিসর্জন দিলেন মুখ্যমন্ত্রী

একই খবরে যুগশঙ্খ প্রথম পাতায় সুপার এ‍্যাঙ্করে ছবিসহ লিখেছে,

বরাক-ব্রহ্মপুত্রে মিশে গেল অটল বিহারীর চিতাভস্ম ।। গীতা-কোরান-বাইবেলে শেষ শ্রদ্ধা বাজপেয়িকে

তবে, যুগশঙ্খ মুখ্য শিরোনামে প্রধানমন্ত্রী মোদির বক্তব্য উদ্ধৃত করে লিখেছে:

রাজীবকে খোঁচা ! ১ টাকার ১ টাকাই যায় গরিবের কাছে : মোদী ।। ২০২২-র মধ্যে সবার জন্য বাড়ি নিশ্চিত করার আশ্বাস প্রধানমন্ত্রীর

এনআরসির খবর কে মুখ্য শিরোনাম করে সাময়িক প্রসঙ্গ লিখেছে :

এনআরসি-ছুটদের জন্য বায়োমেট্রিক ওয়ার্ক পারমিট – পরিকল্পনা শুরু কেন্দ্রের ।।আপত্তিতে শাস্তির সংস্থান চেয়ে সুস্মিতার চিঠি শৈলেশকে

সাথে আছে

ফের বংশ পরীক্ষার মুখে দাঁড়াতে হবে ৪০ লক্ষকে – শুদ্ধ এনআরসি হলে অসমে অনেক সংগঠনের দোকান বন্ধ হয়ে যাবে: এপিডব্লিউ

একই খবরে যুগশঙ্খ জানাচ্ছে :

টেকনিক্যাল প্রবলেমের গেরোয় বহু লোক, অস্পষ্ট নাম বাদ পড়ার কারণ ।। বিদেশি চিহ্নিত করতে বায়োমেট্রিক চায় কেন্দ্র

দৈনিক প্রান্তজ্যোতি বক্স করে লিখেছে,

‘ঘোষিত বিদেশী’ সুফিয়া খাতুনের মা-বাবা, ভাইরা ভারতীয়! সুপ্রিম কৈফিয়তের মুখে রাজ্য সরকার

দৈনিক প্রান্তজ্যোতির আরও কয়েকটি খবর:

  • এনআরসি চেকিঙের নামে অমিজো নির্যাতন অব্যাহত
  • অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের বেতন বাড়াচ্ছে সরকার
  • হজ যাত্রীদের পরিসংখ্যানে ভারত তৃতীয় বৃহত্তম দেশ
  • শেয়ার বাজারে নয়া রেকর্ড রিলায়েন্সের
  • বিশিষ্ট সাংবাদিক কুলদীপ নায়ারের ৯৫ বছর বয়সে প্রয়াণের খবর আজ সবগুলো পত্রিকা গুরুত্বসহকারে প্রকাশ করেছে।

সাময়িক লিখেছে,

প্রয়াত প্রবীণ সাংবাদিক কুলদীপ নায়ার, শোক প্রধানমন্ত্রীর মোদির

এ‍্যাঙ্কর নিউজে যুগশঙ্খ লিখেছে,

কেন্দ্রীয় কর্মচারী দিয়ে ভেরিফিকেশন টিম চাইল রিফিউজি কমিটি -ঘোষিত বিদেশীর নাম অন্তর্ভুক্তির ও পরামর্শ

দৈনিক যুগশঙ্খের আরও কয়েকটি খবর:

  • দেশে একসঙ্গে ভোটের সম্ভাবনা খারিজ রাওয়াতের
  • বিদেশী নোটিশ- সরকারের বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা লামডিঙের দম্পতির
  • সুস্থ – তিন মাস পর কাজে ফিরলেন অর্থমিন্ত্রী অরুণ জেটলি
  • কুলভূষণ: কড়া সিদ্ধান্তই নেবে পাকিস্তান, ইঙ্গিত বিদেশ মন্ত্রীর
  • মোমোর হানা! কার্শিয়াংয়ে আত্মঘাতী ছাত্র

সাময়িক প্রসঙ্গ এ‍্যাঙ্করে জানাচ্ছে,

সোশ্যাল মিডিয়ায় বিজেপি আগে, অনেক পেছনে কংগ্রেস ।। দিন রাত কাজ করছেন ১২ লক্ষ আইটি সেনানী

দুই এর পাতায় সাময়িক জানাচ্ছে:

শিলচরে ই-রিক্সা চলাচল বন্ধের দাবি নিয়ে এবার মুখ্যমন্ত্রীর দরবারে যাচ্ছে অটো সংস্থা

৩ এর পাতায় প্রান্তজ্যোতি বক্স করে লিখেছে :

দালাল চক্রের মৌরসীপাট্টা মকাশা মোকাম! পুলিশ-প্রশাসনকে ম্যানেজ’ করেই চলছে দানপাত্রের হরির লুট

খেলার পাতায় এশিয়ান গেমসের খবরে সাময়িক প্রসঙ্গ লিখেছে :

পনেরোতেই সুপার হিরো শার্দুল -জোর বাঁচলেন সিন্ধু – জোড়া ব্রোঞ্জে সন্তুষ্ট থাকতে হল অঙ্কিতাকে

যুগশঙ্খের খবর

কবাডি – ভারতকে ছিটকে দিয়ে ইতিহাস ইরানের : পুরুষরা ব্যর্থ হলেও আশা জিইয়ে রাখলেন মহিলারা

স্থানীয় ফুটবলের খবরছ যুগশঙ্খ জানাচ্ছে :

মৃদুল ট্রফির ফাইনালে টাউন ক্লাবের মুখোমুখি তারাপুর

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম ।।আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.