Also read in

Today’s Headlines: Violence in Hailakandi on Jummah day, one dead. Curfew imposed.

সুপ্রভাত, আজ শনিবার, ১১ই মে, ২০১৯ খ্রিস্টাব্দ; ২৭শে বৈশাখ ,১৪২৬ বঙ্গাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌

হাইলাকান্দিতে হিংসাত্মক ঘটনার খবর নিয়ে আজ সবগুলো পত্রিকা মুখ্য শিরোনাম করেছে

প্রান্তজ্যোতির আট কলাম জোড়া শিরোনাম

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ হাইলাকান্দি-পুলিশের গুলিতে আহত ১, জেলা জুড়ে কারফিউ।। তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর, মন্ত্রী পরিমলকে খোঁজ নিতে নির্দেশ

যুগশঙ্খের লিড নিউজ

  • নামাজ ঘিরে অগ্নিগর্ভ হাইলাকান্দি, হত ১ – শূন্যে গুলি, কারফিউ।। বরাক জুড়ে বন্ধ ইন্টারনেট পরিষেবা।।
  • তদন্তের নির্দেশ সর্বানন্দের। পুলিশ নিষ্প্রভ: অবাধ লুটতরাজ, বাড়িতে আগুন

সাময়িক প্রসঙ্গেরও আট কলাম জোড়া মুখ্য শিরোনাম

হাইলাকান্দিতে জুম্মাবারে হিংসায় হত এক, কারফিউ।। নমাজকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্বে পুড়ল গাড়ি, বাইক – দোকান ভাঙচুর, লুটপাট।। উপত্যকায় ইন্টারনেট সেবা কর্তন

সাথে আছে

  • ঘটনা দুর্ভাগ্যজনক: গৌতম রায়
  • ঘটনার পেছনে থাকতে পারে ষড়যন্ত্র: পরিমল।।আমিনুলকে নিয়ে আজ হাইলাকান্দি যাচ্ছেন বনমন্ত্রী
  • তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর, ছুটে এলেন মন্ত্রি পরিমল সহ অন্যরা
  • শান্তি সম্প্রীতির আহ্বান আমীরে শরীয়তের

যুগশঙ্খ আ্যংকার প্রতিবেদনে লিখেছে

হাইলাকান্দি: দাঙ্গার বীভৎস সব ছবি, মুহূর্তে বদলে যায় পরিচিত শহর

ডিটেনশন ক্যাম্প ও ডি ভোটার নিয়েও বিভিন্ন খবর আজ স্থানীয় পত্রিকা গুলোতে গুরুত্বসহকারে প্রকাশ করা হয়েছে

প্রান্তজ্যোতি প্রথম পাতার একেবারে মাঝখানে বক্স করে লিখেছে

হর্স মন্দারের মামলা: পাঁচটি শর্তে ডিটেনশন বন্দিদের মুক্তির রায় সুপ্রিম কোর্টের

আরো আছে

ডি ভোটার শনাক্তের নামে পুলিশি ত্রাস অব্যাহত

এ প্রসঙ্গে যুগশঙ্খ লিখেছে

  • শর্তাধীনে ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি: সুপ্রিম কোর্ট
  • লক্ষ টাকার জামিন: হতদরিদ্রদের পক্ষে জোগাড় করাই কঠিন, ডিটেনশন মুক্তি ঘটলেও রাষ্ট্রহীন ভাসমান নাগরিক, অজানা ভবিষ্যৎও

সাময়িকের খবর

ক্যাম্প থেকে শর্তাধীনে বন্দি মুক্তির নির্দেশ সুপ্রিমের

এনআরসির খবরে সাময়িক লিখেছে

এনআরসি ছুটদের সঠিক বায়োমেট্রিক দেওয়া যাবে নিজ জেলাতেই

শিলচর মেডিক্যাল কলেজের দুর্নীতির প্রসঙ্গে সাময়িকের অ্যাংকার প্রতিবেদন

মেডিক্যালে হরির লুট, কল্লোল ভট্টাচার্যের সঙ্গে সন্দেহের ঊর্ধ্বে নন শিল্পী বর্মনও। রিমান্ডে থানায় গিয়ে অসুস্থ ডাক্তার বৈশ্য, ফের হাসপাতালে

প্রথম পাতায় সাময়িকের আরও কয়েকটি খবর

  • রাতাবাড়িতে নামাজ শেষে বাড়ি ফেরার পথে গুলি, হত ১
  • জামিন পেতে হাইকোর্টে সিদ্দিক
  • অগপ’য় বিদ্রোহের আগুন তীব্র
  • ড্যামেজ কন্ট্রোলে বরাক
  • মোদিকে প্রধান বিভাজক বলল টাইম ম্যাগাজিন

প্রান্তজ্যোতি আ্যাংকার প্রতিবেদনে জানাচ্ছে

রণতরী ব্যবহার করেননি রাজিব: প্রাক্তন নৌ সেনা প্রধান

ভেতরের পাতায় প্রান্তজ্যোতি খবর

কাগজ কল চালু করতে কেরল সরকার উদ্যোগী হলেও অসম সরকার নির্লীপ্ত কেন, প্রশ্ন সিপিএমের

এ প্রসঙ্গে যুগশঙ্খের খবর

কাগজ কল: ২০ মে শিলচরে বরাক ভিত্তিক কনভেনশন।। কাগজ কল সচল না হওয়া পর্যন্ত আন্দোলন, অবরোধে অচল করা হবে বরাক, হুঁশিয়ারি সিপিএমের

সম্পাদকীয়তে আজ দৈনিক সাময়িক প্রসঙ্গ লিখেছে

রাজনীতিতে এবার শুধু দিদি-মোদি

প্রান্তজ্যোতির সম্পাদকীয় শিরোনাম

বাজার ছেয়ে গেছে বিষ ফল ও বিষ সবজিতে

যুগশঙ্খের দুটো সম্পাদকীয়

শ্যাম-অস্বস্তি

এবং

নির্বাচনের ব্যয়

খেলার পাতায় আইপিএলের খবরে যুগশঙ্খ লিখেছে

দিল্লির খেল খতম,আট নম্বর আইপিএল ফাইনালে চেন্নাই

স্থানীয় খেলার খবর আন্তর্জাতিক শিরোনাম

স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন কাছাড় হাই স্কুল, রানার্স প্রণবানন্দ

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

Comments are closed.

error: Content is protected !!