সুপ্রভাত, আজ বুধবার ১২ই সেপ্টেম্বর, ২০১৮ খ্রিষ্টাব্দ ।। ২৬শে ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ ।।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
রাজ্যের চিফ সেক্রেটারির বরাক সফর নিয়ে মুখ্য শিরোনাম করেছে দৈনিক প্রান্তজ্যোতি এবং সাময়িক প্রসঙ্গ।
সাময়িক প্রসঙ্গ মুখ্য শিরোনামে লিখেছে,
শিলচরে নাগরিক বৈঠকে ডি-সন্ত্রাসে নিয়ে ঝরলো ক্ষোভ : দাবি উঠল হাজেলার অপসারণ ।। পঞ্চ নথি খারিজে ক্ষুব্ধ বরাক :দেখলেন মুখ্য সচিব
সাথে আছে,
- মানুষ আতঙ্কিত, জানালেন কবীন্দ্র কায়স্থ
- এনআরসি নিয়ে ডবল গেম খেলছে বিজেপি – তীর ছুড়লেন রিপুন বরা
দৈনিক প্রান্তজ্যোতি মুখ্য শিরোনামে জানাচ্ছে,
১৫ নথি বহাল রাখার দাবি বিভিন্ন দল সংগঠনের – অভিযোগ লিপিবদ্ধ হয়েছে, যথাসময়ে মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবো : মুখ্য সচিব
এই প্রসঙ্গে যুগশঙ্খ প্রতিবেদন :
আস্থা নেই, সরানো হোক হাজেলাকে! বরাক থেকে বার্তা নিয়ে গেলেন মুখ্য সচিব
দৈনিক যুগশঙ্খ মুখ্য শিরোনামে বিজেপি সভাপতি অমিত শাহকে উদ্ধৃত করে লিখেছে,
বেছে বেছে বাংলাদেশি তাড়াবো : অমিত ।। আখলাক হোক বা অ্যাওয়ার্ড ওয়াপসি, ভোটে জিতবো আমরাই!
সাথে আছে,
শাহের বিল-স্থিতিতে ক্ষোভ! জোটে থাকা কঠিন, মুখ্যমন্ত্রীকে জানালো অগপ ।। মন্ত্রিত্ব ছাড়বেন না কেশব-অতুল , কটাক্ষ কংগ্রেসের ,সর্বানন্দকে আক্রমন অখিলের
নববার্তা প্রসঙ্গের লিভ নিউজ :
ডলার পিছু টাকা কে চাঙ্গা করতে মরিয়া কেন্দ্র – রিজার্ভ ব্যাংককে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে আর্জি জানাল মোদি সরকার
সাথে আছে,
- পেট্রোল ডিজেলে ১ টাকা সেস কমালেন মমতা
- রাজ্যের পরিবহণমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী গতকাল জানালেন রাজ্যের নদীগুলোতে এখন থেকে আর কোন ও ভুটভুটি এবং এক ইঞ্জিন চালিত নৌকা চলবে না, এই খবর আজ সবগুলো পত্রিকায় গুরুত্বসহকারে প্রকাশ করা হয়েছে। যুগশঙ্খ লিখেছে,
- অসমে আর চলবে না ভুটভুটি, জানালেন পরিবহন মন্ত্রী পাটোয়ারী
প্রথম পাতায় যুগশঙ্খের আরো কয়েকটি খবর :
- টাকার দামে লাগাম চাই, রিজার্ভ ব্যাংককে গোপন চিঠি কেন্দ্রের
- তেলেঙ্গানায় বাস খাদে, ৫২ তীর্থযাত্রীর মৃত্যু
- রাফাল : দেশের নিরাপত্তা সঙ্গে সমঝোতা মোদির, তোপ যশোবন্ত-শৌরির
চার এর পাতায় যুগশঙ্খের দুটি খবর :
- রুবেলা : অসুস্থের সংখ্যা বেড়ে দুই শতাধিক – খোলা হল আলাদা বিভাগ, মেডিকেলে গিয়ে খোঁজ নিলেন হাইলাকান্দির ডিসি-এসপি
- হাইলাকান্দিতে বাঁশ ব্যবসায়ীর বাড়ি থেকে জিলেটিন, ডিটোনেটর উদ্ধার, ধৃত ঘর মালিক
প্রয়াত শিল্পী কালিকাপ্রসাদের জন্মদিন পালন করল বিভিন্ন সংগঠন গতকাল, এই খবরে যুগশঙ্খ লিখেছে,
মাটির মানুষ কালিকাপ্রসাদ : বিজয় কৃষ্ণ নাথ ।। নাচে, গানে, আবেগে জন্মদিন উদযাপন নরসিং স্কুল প্রাক্তনী সংস্থার
ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের খবরে যুগশঙ্খ জানাচ্ছে,
বুক চিতিয়ে লড়লেন রাহুল-হ্রিষভ, দু’জনের দূরন্ত সেঞ্চুরীতেও ভাগ্য বদল ঘটল না ভারতের, সিরিজ হার ৪-১ এ ।। ম্যাচ সেরা হয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন কুক
স্থানীয় সুপার ডিভিশন ফুটবল লীগের খবরে যুগশঙ্খ লিখেছে,
- রামানুজ গুপ্ত মেমো৩রিয়াল সুপার ডিভিশন ফুটবল – ম্যাচ মানির উদ্যোগের প্রশংসায় ক্লাব গুলি
- অরুণাচল ম্যাচ হেরে সমস্যায় ইন্ডিয়া ক্লাব
এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম ।।আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.