Also read in

Today’s Headlines: What role Congress will play regarding the Citizenship bill? Rahul kept everybody guessing.

সুপ্রভাত, আজ মঙ্গলবার, ২১শে মাঘ,১৪২৫ বঙ্গাব্দ ; ৫ই ফেব্রুয়ারি, ২০১৯ খ্রিস্টাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

নাগরিকত্ব বিল এবং পশ্চিমবঙ্গে সিবিআই -পুলিশ সংঘাত নিয়ে বিভিন্ন খবর আজ গুরুত্বসহকারে প্রকাশ করা হয়েছে।

প্রান্তজ্যোতির আট কলাম জোড়া মুখ্য শিরোনাম,

  • সিবিআই : উত্তাল বাংলা-ঝড় সংসদে-রেশ অসমে
  • তথ্য দিন এমন ব্যবস্থা নেব, সিপি সারা জীবন মনে রাখবে: সুপ্রিম কোর্ট
  • গদ্দারের দেওয়া তথ্য নিয়েই সিবিআই এসেছে: মমতা
  • দিদি ভেঙেছে সমস্ত মর্যাদা: বিজেপি
  • উত্তপ্ত অসম বিধানসভা, কংগ্রেস সহ বিরোধীদের ওয়াকআউট

সাথে আছে,

  • সিবিআইর বিরুদ্ধে পাল্টা নোটিশ কলকাতা পুলিশের
  • রাজপথেই বাংলার কেবিনেট বৈঠক
  • কলকাতা বাসীর জন্য কলঙ্কের বিষয়: সায়ন্তন বসু

এই প্রসঙ্গে যুগশঙ্খের দ্বিতীয় শিরোনাম,

রাষ্ট্রপতি শাসন! মোদির দরবারে গেল কেশরীর গোপন রিপোর্ট

তবে দৈনিক যুগশঙ্খের মুখ্য শিরোনাম,

  • ৬ নং দফা রূপায়ণের কমিটি স্থবির, উঠল অভিযোগ ।।সরকারের কৌশলী অবস্থান, ওয়াকআউট অগপর
  • অসম চুক্তি নস্যাৎ না করে কিভাবে বিল! তপ্ত বিধানসভা

সাথে আছে,

  • রাজ্যসভায় বিল বিরোধী অবস্থান নিন, রাহুলকে গোহাঁই- সমুজ্জ্বল- অখিল
  • নাগরিকত্ব বিল নিয়ে সাময়িক প্রসঙ্গের লিড নিউজ,
  • বিল নিয়ে কোন্ ভূমিকায় কংগ্রেস, ধন্দে রাখলেন রাহুল
  • রাজ্যসভায় নাগরিকত্ব বিল রুখতে কংগ্রেস সভাপতির দরবারে হীরেন, সমুজ্জ্বল, অখিলরা
  • খিলঞ্জীয়া কে নির্ধারণ হল না, রক্ষাকবচ কিভাবে প্রশ্ন বিধানসভায়
  • হিন্দু ভাবাবেগে আঘাত নয়, কড়া নির্দেশ কংগ্রেসের

অ‍্যাঙ্কর প্রতিবেদনে যুগশঙ্খ আন্না হাজারেকে উদ্ধৃত করে জানাচ্ছে,

হ‍্যাঁ, ১৪-এ বিজেপি আমাকে ব্যবহার করেছিল : আন্না

সাময়িক প্রসঙ্গ অ্যাংকর প্রতিবেদনে জানাচ্ছে,

বঙ্গভবনের সৌন্দর্য ঢাকল নয়া বরাক সেতু

প্রকাশ্য রাজপথে ভারত বিরোধী স্লোগান নিয়ে সাময়িক প্রসঙ্গ বক্স করে লিখেছে,

সুর পাল্টে অভিযোগ অস্বীকার করল ‘মাইফা’- শিলচরে দেশদ্রোহী শ্লোগান, প্রতিক্রিয়া বিভিন্ন মহলের, পুলিশের মামলা

প্রথম পাতায় সাময়িকের আরও কয়েকটি খবর,

  • উত্তরপূর্ব সফরে ৮ই গুয়াহাটিতে প্রধানমন্ত্রী
  • এনআরসিতে বৈষম্য হচ্ছে, পর্যবেক্ষক চেয়ে প্রাক্তন আমলারা
  • গুয়াহাটি রেল স্টেশন থেকে বিস্ফোরক উদ্ধার
  • ত্রিপুরায় এনআরসি চেয়ে আবেদন , নোটিশ সুপ্রিমের

বিজয় মালিয়া প্রত্যর্পণ নিয়ে প্রান্তজ্যোতির অন্য খবর,

ভারতের হাতে আসছে বিজয়

ভেতরের পৃষ্ঠায় প্রান্তজ্যোতি জানাচ্ছে,

  • রেলের নিচে পড়ে মৃত্যু মুখে ঠিকা শ্রমিক
  • রাষ্ট্রদ্রোহীদের সঙ্গ ছেড়ে পুর্বের ভুলের প্রায়শ্চিত্ত করুন সাংসদ: দিলীপ
  • বন্যার ত্রাণে অনিয়ম নিয়ে সরব কমলাক্ষ

আজ প্রান্তজ্যোতির সম্পাদকীয়,

শিক্ষা সংস্কারে আরও গুরুত্ব প্রয়োজন

সম্পাদকীয়তে সাময়িক প্রসঙ্গ লিখেছে,

চিনের পক্ষে স্লোগান, এটা কিসের ইঙ্গিত

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

সাংবিধানিক সংকট

এবং

মানবিক চিকিৎসক চাই

খেলার পাতায় মিডিয়া ক্রিকেটের খবর সবগুলো পত্রিকা গুরুত্বসহকারে প্রকাশ করেছে। সাময়িক প্রসঙ্গ ছবি সহ লিখেছে,

জাঁকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হলো বাকস মিডিয়া ক্রিকেট ফেস্ট-র

প্রান্তজ্যোতির অন‍্য খবর,

আইসিসি রেঙ্কিং এ দ্বিতীয় স্থানে ভারত

যুগশঙ্খ জানাচ্ছে,

রঞ্জি ফাইনালে চাপে সৌরাষ্ট্র, রাশ টানছে বিদর্ভ

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.