Also read in

Today’s Headlines: Worshiping naked to recover Treasure of jewels! Yadav talked about the fraud Ramesh babaji.

সুপ্রভাত, আজ মঙ্গলবার, ৯ই জুলাই, ২০১৯ খ্রিষ্টাব্দ ; ২৩শে আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ।।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

কর্ণাটকের রাজনৈতিক অস্থিরতার খবর আজ সবগুলো স্থানীয় পত্রিকার শিরোনামে উঠে এসেছে।

দৈনিক যুগশঙ্খের লিড নিউজ,

  • কর্নাটকে সংকট কাটানোর চেষ্টায় মন্ত্রিসভা পুনর্গঠন – ধাক্কা কুমারস্বামীকে: সমর্থন প্রত্যাহার দুই নির্দল বিধায়কের
  • কন্নড় ভূমিতে জোট সরকার সফল হয়নি!

মুখ্য শিরোনামে প্রান্তজ্যোতি লিখেছে,

আরও এক নির্দল মন্ত্রীর ইস্তফা, সংকট ঘনীভূত কর্নাটকে ।। অস্থিরতার জন্য দায়ী রাহুল: রাজনাথ

সাময়িকের মুখ্য শিরোনাম,

কর্নাটকে ‘সরকার বাঁচাতে’ ইস্তফা দিলেন সব মন্ত্রী – রাজ্যে ফিরে জোট রক্ষায় মরিয়া কুমারস্বামী, উত্তাল সংসদ

উদালগুরি কাণ্ড নিয়ে বিভিন্ন খবর আজও স্থানীয় পত্রিকা গুলোতে গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে।

প্রান্তজ্যোতি রঙিন বক্সে লিখেছে,

গুপ্তধনের লোভে তান্ত্রিকের মন্ত্রনায় বিধ্বস্ত হয়ে গেল একটি পরিবার- হাসপাতালে শুয়ে বিজ্ঞান শিক্ষক যাদব বর্ণনা দিলেন কিভাবে নরবলির প্রস্তুতি নিয়েছিলেন

যুগশঙ্খ জানাচ্ছে,

ক্রমশ প্রকাশ্য আসছে উদালগুড়ি কান্ডের রহস্য, ভন্ড বাবার খোঁজে পুলিশ – রত্নভাণ্ডার উদ্ধারেই বিবস্ত্র হয়ে পূজার্চনা! রমেশ বাবাজির ভন্ডামির কথা জানালেন যাদব

এনআরসি নিয়ে যুগশঙ্খের দ্বিতীয় শিরোনাম,

  • মানসিক আঘাতে আত্মহত্যা করছেন মানুষ, নবায়ন প্রক্রিয়ায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন – বায়োমেট্রিক তথ্য না দেওয়ায় কারও নাম কর্তন না করার আর্জি কংগ্রেসের
  • নাগরিক পঞ্জির ফাঁস! এবার আত্মঘাতী শিলাপাথারের অমর

এই প্রসঙ্গে সাময়িকের সুপার অ্যাঙ্কর নিউজ,

রহিমের পর অমর, এনআরসির আতঙ্কে মৃত্যুর মিছিলে আরও এক – কে জানে আরও কত মৃত্যু অপেক্ষা করছে: আমসু ।। বাঙ্গালীদের অসম ছেড়ে চলে যাওয়ার ষড়যন্ত্র: চিত্ত

প্রান্তজ্যোতি বক্স করে ছবি সহ লিখেছে,

ফের এনারসিছুট যুবকের আত্মহত্যা, সংখ্যা দাঁড়ালো ৫৬

প্রথম পাতায় প্রান্তজ্যোতি আরও কয়েকটি খবর,

  • রোহিঙ্গাদের ফেরাতে সহযোগিতা করছে চীন
  • কারও কাছে আর তিস্তার জল চাইবেন না হাসিনা
  • অশোক কাগজ কলের জমিতে গড়ে উঠছে মাল্টি মডেল লজিস্টিক পার্ক
  • এনকেফেলাইটিসে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৫৭
  • তিন কোটি পড়ুয়াকে সোশ্যাল মিডিয়ায় জুড়তে চায় কেন্দ্র
  • ট্যাঙ্ক ধ্বংস কারী ‘নাগ’ এর সফল পরীক্ষা ভারতের

সাময়িক প্রসঙ্গের অন্য খবর,

যাত্রীদের মেঘালয় পুলিশের হয়রানি, সরব সুস্মিতা

যুগশঙ্খ অ্যাঙ্কর প্রতিবেদনে জানাচ্ছে,

ব্যাংককের সঙ্গেও সরাসরি বিমান, ৫২ হাজার কোটি বিনিয়োগ রাজ্যে- বাণিজ্যে জোর ।। ১৯-২০ জুলাই গুয়াহাটিতে ভারত-বাংলা সম্মেলন

ভেতরের পাতায় যুগশঙ্খের খবর,

  • তারাপুর এলাকায় উচ্ছেদ অভিযান প্রশাসনের, চলবে শহর জুড়ে
  • ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার কাটতে গিয়ে অস্থায়ী বিদ্যুৎ কর্মীর মৃত্যু বুড়ি বাইলে
  • কমলক্ষের মদতেই সুতারকান্দিতে আহাদের গুন্ডা রাজ কায়েম, অভিযোগ ভুক্তভোগীদের
  • গৌতম রায়ের কংগ্রেসের ফেরার সম্ভাবনা – হাইলাকান্দিতে দলীয় শিবিরের চর্চা অব্যাহত
  • ২২ জুলাই শিলচর পৌঁছচ্ছে সিলেট-মৌলভীবাজার প্রশাসন

সাময়িক প্রসঙ্গের আজকের সম্পাদকীয়,

লক্ষ কোটি গাছে পৃথিবী বাঁচানোর ডাক

দৈনিক প্রান্তজ্যোতির সম্পাদকীয় শিরোনাম,

ক্রেতাদের ওজনে মার খাওয়া বন্ধ করুক সরকার

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

উত্তপ্ত পৃথিবী

এবং

সর্বনাশ বনাম পৌষমাস

বিশ্বকাপ ক্রিকেটে আজ অনুষ্ঠিতব্য ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ নিয়ে প্রথম পাতায় প্রান্তজ্যোতি জানাচ্ছে,

বিশ্ব কাপের প্রথম সেমিফাইনাল আজ- ফের বৃষ্টির ভ্রুকুটি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে

যুগশঙ্খ প্রথম পাতায় ছবি সহ লিখেছে,

আজ কিউইদের ডানা ছাঁটতে তৈরি কোহলিরা

খেলার পাতায় সাময়িক প্রসঙ্গ কাপ মহিলা ফুটবল নিয়ে সাময়িকের শিরোনাম,

না খেলে তিন পয়েন্ট পেল জালালপুর

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।।

Comments are closed.