Also read in

Traffic congestion: Proposal of a New road from Normal School to Chirukandi

শিলচর শহরে যানজট সমস্যা সর্বকালের সীমা ছাড়িয়ে গেছে। শহরে চলাচল করতে গিয়ে নাভিশ্বাস উঠছে শহরবাসী তথা নানা কাজে শহরে আসা জনগনের। এই যানজট সমস্যা নিরসনের উদ্দেশ্যে এবার মাঠে নেমেছেন স্বয়ং শিলচরের সাংসদ রাজদীপ রায়। আজ কাছাড়ের উপায়ুক্ত বর্ণালী শর্মা এবং সাংসদ ড: রায় শিলচর দূরদর্শন কেন্দ্রের পার্শ্ববর্তী সড়কটি পরিদর্শন করেন l

শিলচর শহরে তারাপুরের অংশ দিয়ে আসা-যাওয়া করার সময় যানজট সমস্যার বিকল্প সড়ক হিসেবে ব্যবহার যোগ্য শিলচর দূরদর্শন কেন্দ্রের সংলগ্ন সড়কটি দিয়ে যানবাহন চলাচলের কিভাবে ব্যবস্থা করা যায়, তা সরজমিনে পর্যবেক্ষণ করতে আজ ডাঃ রায় উপায়ুক্ত শ্রীমতি শর্মা, সার্কেল অফিসার ধ্রুবজ্যোতি পাঠক এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে সেখানে যান এবং মালিনী বিলের ওপর দিয়ে চিরুকান্দি হয়ে রামনগর পর্যন্ত কিছু অংশের সড়ক নির্মাণ করে সড়কটিকে ব্যবহার যোগ্য এবং বিকল্প সড়ক হিসেবে গড়ে তোলা যায় তা নিয়ে চিন্তাভাবনা করেন। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সাংসদ জানান, রাস্তা চওড়া করতে কিছু ঘরবাড়ি উচ্ছেদ করতে হবে তবে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, বর্তমানে নর্মাল স্কুল থেকে শিলচর দূরদর্শন স্টুডিওর সামনা দিয়ে মালীনি বিল পর্যন্ত অপ্রশস্ত রাস্তা রয়েছে । তবে, সূবিধে হচ্ছে তারাপুর এলাকার অনেক গুলো রাস্তার সাথে এই সড়কের যোগাযোগ রয়েছে। কানাইলাল নিয়োগী রোড, লছমিধর রোড, কালিবাড়ি রোড, যোগেশ রোডের সাথে এই সড়ক সংযুক্ত। তাই এই রাস্তাকে প্রশস্ত করে রামনগর পর্যন্ত নিয়ে গেলে স্বাভাবিকভাবেই যানজট কিছুটা কম হবে। বর্তমানের এই রাস্তাকে ১২০ ফুট চওড়া করে রামনগর পর্যন্ত নেওয়ার ইচ্ছে ব্যক্ত করেছেন সাংসদ।

বলাবাহুল্য, এই বিকল্প রাস্তার পরিকল্পনা বাস্তবায়িত হলে স্বাভাবিকভাবেই শহরের তারাপুর এলাকার যানজট সমস্যার কিছুটা সুরাহা হবে।

Comments are closed.