Also read in

Tragic road accident in Karimganj District : one dead, five injured

করিমগঞ্জ জেলার ভাঙ্গার কাছে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মারা গেলেন এক মহিলা, আহত এক শিশুসহ আরও পাঁচ জন ।

ঘটনাটি ঘটে আজ করিমগঞ্জ জেলার বদরপুর থানার অধীন ভাঙ্গাবাজার সংলগ্ন জাতীয় সড়কে। দুপুর একটা নাগাদ করিমগঞ্জের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক সজোরে ঐখানে দাঁড়িয়ে থাকা পিয়াগো অটো ভ্যানকে পিছন থেকে ধাক্কা মারে। প্রচন্ড ধাক্কায় অটো ভ্যান পাল্টি খেয়ে পড়ে। ঘটনাস্থলেই চামেলি দাস নামক এক মহিলার মৃত্যু হয়। মৃতার বাড়ি বদরপুর এলাকার মহাকালে বলে জানা গেছে। এই ঘটনায় এক শিশুসহ গুরুতর আহত হয়েছেন পাঁচজন। তাদেরকে উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পরে পরেই জাতীয় সড়কে অবরোধ গড়ে তোলেন উত্তেজিত স্থানীয় জনতা ; জাতীয় সড়কের দুপাশে অসংখ্য যানবাহন আটকা পরে।

পরে বদরপুর থেকে পুলিশ এসে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে এবং চামেলি দাসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ হাসপাতালে পাঠায়।

Comments are closed.

error: Content is protected !!