Uday Shankar's removal causes serious stir in Cachar BJP, senior leader resigns
The English Version of the story will be available soon, meanwhile you can read the bengali version here.
উদয়শঙ্করের অপসারণে কাছাড় বিজেপিতে ক্ষোভ, সহসভাপতি শান্তনু নায়েকের ইস্তফা
অবশেষে মুখ খুললেন কাছাড় বিজেপির সদ্য অপসারিত সভাপতি উদয়শঙ্কর গোস্বামী, বল্লেন দলের সিদ্ধান্তে অখুশি নন তবে তাঁকে এভাবে না সরিয়ে আলোচনার মাধ্যমেও কাজটি করতে পারতেন দলের প্রদেশ কমিটি। বৃহস্পতিবার দুপুরে ইটখলায় কাছাড় বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এভাবেই মনের ভাব প্রকাশ করেন। পাশাপাশি জেলার সহসভাপতি শান্তনু নায়েক প্রদেশ বিজেপির সিদ্ধান্তটি নেওয়ার পদ্ধতির বিরুদ্ধে পদত্যাগের ঘোষণা করেন।
উল্লেখ্য বুধবার সন্ধ্যায় আচমকা এক চিঠি পাঠিয়ে উদয়শঙ্কর গোস্বামীকে সরিয়ে প্রাক্তন সভাপতি কৌশিক রাইকে এই পদে নিযুক্ত করে বিজেপির আসাম প্রদেশ কমিটি। এতে জেলার কর্মকর্তাদের মধ্যে এক চাপা ক্ষোভ লক্ষ্য করা যায়। বৃহস্পতিবার দুপুরে জেলা কার্যালয়ে এক অঘোষিত দলীয় বৈঠকে মিলিত হন জেলা বিজেপির বিভিন্ন কর্মকর্তারা। রুদ্ধদ্বার বৈঠক দুই ঘন্টারও বেশী চলে এবং এতে উদয়শঙ্করের পাশাপাশি প্রায় একশ জনের বেশী সদস্যরা অংশ নেন। বৈঠক শেষে তাঁরা সাংবাদিকদের সামনে এসে জানান, দলের সিদ্ধান্ত তাঁরা মানেন তবে বর্তমান সভাপতিকে যে পদ্ধতিতে সরানো হয়েছে তা মানার মতো নয়। প্রদেশ বিজেপি পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় আচমকাই এক চিঠি পাঠিয়ে কৌশিক রাইকে জানিয়ে দেওয়া হয়। তারপর কিছু কর্মকর্তা ফেসবুকে এনিয়ে লিখতে থাকেন এবং সারা বরাকে খবরটি ছড়িয়ে পরে। অথচ প্রদেশ কমিটি এনিয়ে কাছাড় বিজেপির কাছে কোনও খবর পাঠান নি। গভীর রাতে জেলা বিজেপির জি-মেইল একাউন্টে একটি ইমেইল আসে যা উদয়শঙ্কর বৃহস্পতিবার সকালে জানতে পারেন। তাঁর বয়ান, প্রদেশ কমিটি সিদ্ধান্তটি নেওয়ার আগে কাছাড়ের বরিষ্ট নেতাদের সঙ্গে কথা বলতে পারতেন। আমার কাজে ত্রুটি থাকলে গুয়াহাটি ডেকে পাঠাতে পারতেন। দলের কাছে আমরা দায়বদ্ধ তাই সিদ্ধান্ত নিয়ে কোনও প্রশ্ন করতে পারিনা তবে দলের ভেতরে কিছু কাজ গনতান্ত্রিক মতে হচ্ছেনা। দলে লবিবাজি আছে তবে আমি সবাইকে সঙ্গে নিয়ে চলতে চেয়েছি। যখন যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করেছি, তার পর এই ধরনের ব্যবহারে মনে দুঃখ পেয়েছি তা বলতে দ্বিধা নেই।
শান্তনু নায়েক, গোপাল রায়, রূপম সাহা, রামকৃষ্ণ সিনহা সহ অনেকেই এদিন ক্ষোভ প্রকাশ করেন। শান্তনু বলেন বিজেপি দলে গনতন্ত্রের স্থান ব্যক্তির থেকে বড় তবে এসব সিদ্ধান্তে সেই আদর্শ বজায় থাকছেনা। এসব দেশের অন্য দলের মধ্যে হয়। আমরা দলের সিদ্ধান্তের বিরোধিতা করছিনা তবে অগনতান্ত্রিক মনোভাব মেনে নিতে পারছিনা। আমার ইস্তফা এই প্রতিবাদের প্রতিকী মাত্র, পদ ছাড়ছি দল নয়। দলের হয়ে সারাজীবন কাজ করে যাবো এবং এব্যাপারে কেউ আমাকে টলাতে পারবেনা।
নবনিযুক্ত সভাপতি কৌশিক রাই এক দলীয় অনুষ্ঠানে অংশ নিতে নলবাড়িতে রয়েছেন, আগামী সপ্তাহে শিলচর এসে উদয়শঙ্কর গোস্বামীর কাছ থেকে পদের দায়িত্ব গ্রহন করবেন।
Comments are closed.