Also read in

Uddhav Thackeray's effigy burnt in Silchar; ABVP protests Arnab Goswami's arrest

অর্ণব গোস্বামীর গ্রেফতারের প্রতিবাদে শিলচরের উদ্ধব ঠাকরের কুশপুতুল পোড়ালো এবিভিপি

রিপাবলিক টিভি এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীর গ্রেফতারের প্রতিবাদে শিলচরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কুশপুতুল পোড়ালো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে এক প্রতিবাদী দল রেলি করে প্রেমতলা পয়েন্ট সংলগ্ন এলাকায় এসে মাঝরাস্তায় উদ্ধব ঠাকরের কুশপুতুল পোড়ানোর পাশাপাশি এই ঘটনাকে গণতন্ত্রের উপর আঘাত বলে আখ্যা দেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের শিলচর শাখার সদস্যরা।

বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে কাবেরী নাগ বলেন, “এটা সরাসরি গণতন্ত্রের ওপর আঘাত, শুধুমাত্র ব্যক্তিগত প্রতিশোধ মেটানোর জন্য মহারাষ্ট্র সরকার কাজটি করেছে। একটি পুরনো মামলাকে সামনে এনে শুধুমাত্র অর্ণব গোস্বামীকে গ্রেফতার করেছে তারা। শুধুমাত্র গ্রেফতার নয় তাকে অযথা হেনস্থা করা হয়েছে। অসমের সন্তান অর্ণব গোস্বামী সারা বিশ্বের কাছে রাজ্যের সম্মান বৃদ্ধি করেছেন। আর যখন কংগ্রেসের জোট সরকার তার সঙ্গে এধরনের ব্যবহার করছেন, আমরা এর প্রতিবাদ না করে থাকতে পারছি না। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আঘাতের ইতিহাস আমাদের দেশে অনেক পুরনো। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন, সেইসময়ে সংবাদ মাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। আজ মহারাষ্ট্রে সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অতিসত্বর অর্ণব গোস্বামীর মুক্তির দাবি জানাই। এব্যাপারে আগামীতে আমরা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে আবেদন জানাবো।”

এদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে করণজিৎ দেব, কিশলয় চক্রবর্তী, রোহিত চন্দ, রোহন রায়, রিতু রাজ্ চক্রবর্তী সহ অন্যান্যরা যোগ দেন। তাদের পাশে ছিলেন বিদ্যার্থী পরিষদের সম্পর্ক প্রধান মহেশ ভাগবত।

বুধবার সকালে মুম্বাইতে নিজের বাড়ি থেকে গ্রেফতার হন অর্ণব গোস্বামী। দুই বছর আগে একজন আর্কিটেক্ট আত্মহত্যা করেন এবং সুইসাইডনোটে তার নাম লিখে যান। সেই মামলার সূত্র ধরেই গ্রেফতার হয়েছেন অর্ণব। তাকে আপাতত ১৪ দিনের জন্য আদালতের রিমান্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার গ্রেফতারের পর মূলত বিজেপির নেতারাই প্রতিবাদ জানিয়েছেন।

Comments are closed.