Vote Boycott: Paper Mill worker’s families call for Vote boycott. Barak Bandh and Rail Blockade going to be on 22 Nov 2018.
কাগজ কল কর্মীদের পরিবারের সদস্যরা আগামীতে হওয়া প্রত্যেক নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিলেন। পাশাপাশি, কাছাড় ও নগাও কাগজ কল পুনরুদ্ধারের দাবিতে পেপার মিলস রিভাইভাল অ্যাকশন কমিটির ডাকা বরাক বন্ধকে সম্পূর্ন সমর্থন জানালেন কাগজ কল কর্মচারীদের পরিবারের সদস্যরা।
গতকাল এক সাংবাদিক সম্মেলন ডেকে কাগজ কল কর্মীদের পরিবারের সদস্যরা তাদের ক্ষোভ-দুঃখ উগরে দেন । কাগজ কল কর্মীর পরিবারের সদস্য স্মৃতি ধর, শীলা দত্ত চৌধুরী সর্বজয়া বিশ্বাস, সুজাতা নাথ, লিকু দাসরা জানালেন “২২ মাস ধরে বেতনহীন অবস্থায় আমাদের পেটে ভাত নেই, বাচ্চাদের পড়াশোনা ও বন্ধ হতে চলেছে।। দিন দিন মানসিক রোগীতে পরিণত হচ্ছে আমরা”। আহ্বায়ক কমল চক্রবর্তী জানালেন, দুমাস আগে কাগজ কল কর্মীদের বেতন বাবদ ৯০ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র সরকার; কিন্তু সেই টাকার কোন হদিস নেই। এ নিয়ে স্বাভাবিকভাবেই কর্মচারী পরিবারের সদস্যদের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এদিকে প্রায় ২৩ মাস ধরে বেতন পাচ্ছেন না কাগজ কলের কর্মচারীরা” ।
পরিবারের সদস্যদের পক্ষ থেকে বলা হয়েছে ২০১৪’র এপ্রিল মাস থেকে আজ পর্যন্ত কন্ট্রিবিউটরি পাউন্ডে কোন টাকা জমা পড়েনি কাগজ কর্তৃপক্ষ, এই তথ্য খোলাসা হয়েছে আরটিআই এর উত্তরে। ২০১৬ ডিসেম্বর পর্যন্ত কর্মচারীদের বেতন দিয়েছে এইচপিসি কর্তৃপক্ষ, তাহলে এই মধ্যবর্তী ২২ মাসের সিপিএফ এর টাকা গেল কোথায়। তাছাড়া এইচপিসির রিজার্ভ ফান্ডের ৮৫৯ কোটি টাকার ও কোন হদিস পাওয়া যাচ্ছে না। কয়লা, বাঁশ, চুন ইত্যাদি নিয়েও বড় ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে, তাহলে কেন্দ্রীয় সরকার কেন তদন্তের ব্যবস্থা করছেনা। আসলে রাষ্ট্রায়ত্ত এই দুই শিল্প প্রতিষ্ঠানকে বিক্রি করে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। যতদিন পর্যন্ত না সরকার বকেয়া বেতন, সিপিএফ, গ্রেচুয়েটি সহ অন্যান্য টাকা মিটিয়ে দিচ্ছে ততদিন আন্দোলন আরও তীব্রতর করে চালিয়ে যাওয়া হবে।
উল্লেখ্য একশন কমিটি ২২ নভেম্বর বরাক বন্ধসহ রেল রোকো আন্দোলনের ডাক দিয়েছে একশন কমিটি। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ অন্যান্য বিজেপি নেতাদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছে এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে।
Comments are closed.