Water of 44 rivers in Assam polluted, list includes Barak, Sonai
আসামের মোট ৪৪ টি নদ-নদীর জল দূষিত বলে শনাক্ত করা হয়েছে। তার মধ্যে বরাক ও সোনাই নদীও রয়েছে বলে জানা যায়। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি)’র সাম্প্রতিক মূল্যায়ন অনুসারে, আসামে ৪৪টি নদীর জল দূষিত হিসেবে সনাক্ত করা হয়েছে । রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (এসপিসিবি), দূষণ নিয়ন্ত্রণ কমিটি (পিসিসি)র সহযোগিতায় কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড সম্প্রতি সারা দেশের নদী গুলির জলের গুণমান পর্যবেক্ষণ করে। উল্লেখ্য, ন্যাশনাল ওয়াটার কোয়ালিটি মনিটরিং প্রোগ্রামের অধীনে নদীর জলের গুণমান পরীক্ষা করা হয়। ২০১৭ সনে এই সংখ্যা ছিল ২৭, এতে প্রতীয়মান হয় যে নদী তথা পার্শ্ববর্তী এলাকার দূষণের পরিমাণ বেড়েই চলেছে।
আসামের বরাক ও সোনাই নদী ছাড়া অন্যান্য দূষিত নদী গুলির মধ্যে রয়েছে ভরালু, বরসোলা, দীপর বিল, কামালপুর, পাঞ্চাই, ব্রহ্মপুত্র, কামালপুর, পাগলাদিয়া, বরাক, বারই বেগা, বেকি, ভোগদৈ, বগীনদী, বরবিল, বিল মুখ, জিয়া ভরালি, কুল্সি, মালিনি ইত্যাদি।
অন্যদিকে মনিপুরের নয়টি নদী, মেঘালয়ের সাতটি, মিজোরামের নয়টি, নাগাল্যান্ডের ছয়টি, সিকিমের চারটি, ত্রিপুরার ছয়টি নদীকে দূষিত নদী হিসাবে সনাক্ত করা হয়েছে।
লোকসভায় উত্থাপিত এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভাড়েকার এ তথ্যগুলো তুলে ধরেন। সমগ্র দেশে মোট ৩২৩টি নদীর জল দূষিত বলে সনাক্ত করা হয়।
Comments are closed.