Wife found dead, family alleges murdered because of dowry; husband arrested
হাইলাকান্দি জেলার লালা থানাধীন মিরিরগুল গ্রামে নববিবাহিতা এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধাররের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্তে নেমে যুবতীর কাকার অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেফতার করেছে ।
যৌতুকের দাবিতে আফসা বেগম বড়ভুইয়া (১৯) নামের ওই যুবতী নববধূকে খুন করে দড়িতে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ তুলে লালা থানায় মামলা করেছেন পিতৃহীনা যুবতীর চাচা নাজিম উদ্দিন বড়ভুইয়া । পুলিশ মিরিরগুল গ্রাম থেকে মৃতদেহ উদ্ধার করে বুধবার ময়নাতদন্তের জন্য হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে প্রেরন করেছে।
জয়কৃষ্ণপুর ধলিদিঘীরপার গ্রামের বাসিন্দা নাজিম উদ্দিন বড়ভুইয়া লালা থানায় অভিযোগ করে বলেন, মাত্র পাঁচ মাস আগে মিরিরগুল গ্রামের কালাম উদ্দিনের সাথে সামাজিকভাবে তাঁর ভাতিজি, পিতৃহীনা আফসা বেগম বড়ভুইয়ার বিয়ে হয় । অত্যন্ত দরিদ্র আফসা বেগম বড়ভুইয়ার বিয়েতে কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর সহ গ্রামের জনগন আর্থিক সহযোগিতা করেন। বিয়েতে যৌতুক হিসেবে স্বামী কালাম উদ্দিন কে নগদ ৫৫ হাজার টাকা প্রদান করা হয় । কিন্ত তারপরও বিয়ের পর স্বামীর বাড়িতে শ্বাশুড়ি, ননদ, সহ অন্যরা যৌতুকের দাবিতে নির্যাতন শুরু করেন । বিয়ের পর স্বামীর বাড়িতে নির্যাতনের প্রেক্ষিতে তাকে বাবার বাড়িতে নিয়ে এসে আটকে রাখা হয়। কিন্ত গত শুক্রবার বিয়ের ঘটক ও স্বামী কালাম উদ্দিনের ভাই আলম উদ্দিন জয়কৃষ্ণপুর গ্রামে ছুটে এসে কোন ধরনের নির্যাতন হবে না বলে আশ্বাস দিয়ে আফসা বেগম কে নিয়ে যান।
আফসা বেগম বড়ভুইয়া কে নিয়ে যাওয়ার মাত্র তিন দিনের মাথায় মঙ্গলবার দুপুরে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় । কাকা নাজিম উদ্দিনের অভিযোগ, আসমাকে স্বামী সহ পরিবারের লোকজন মিলে খুন করেছেন । ৬ জুলাই রাতে আফসা বেগম কে খুন করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হলেও ৭ জুলাই বিকেল দেড়টায় বাবার বাড়ির লোকজনকে জানানো হয় । নাজিম উদ্দিন বড়ভুইয়া নববধূ আফসা বেগম বড়ভুইয়াকে খুনের সাথে জড়িত থাকায় স্বামী কালাম উদ্দিন সহ পরিবারের সদস্য গিয়াস উদ্দিন, আলম উদ্দিন, সরিফ উদ্দিন, সুলতানা বেগম, পছাই আলি সহ মোট সাতজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন ।অভিযুক্তরা পরিকল্পিতভাবে আফসা বেগমকে খুন করেছে বলে কাকা নাজিম উদ্দিন বড়ভুইয়া সরাসরি অভিযোগ করে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে লালা পুলিশের কাছে আবেদন জানিয়েছেন ।
এজাহারের ভিত্তিতে লালা পুলিশ ২৭৭/২০২০ নম্বরে ভারতীয় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা নথিভুক্ত করে তদন্তে নেমে নিহত গৃহবধূর স্বামী আব্দুল কালাম লস্কর (২৪) কে গ্রেফতার করেছে।
Comments are closed.