Writings of Barak Valley writers and poets to be included in Midnapore University's postgraduate course
বরাক উপত্যকার কবি লেখকদের রচনা অন্তর্ভুক্ত হচ্ছে মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পাঠ্যক্রমে
মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আসাম ও ত্রিপুরার কবি, লেখকদের রচনা স্নাতকোত্তর পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হচ্ছে। স্নাতকোত্তর স্তরে এগুলো পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হওয়ায় স্বভাবতই ত্রিপুরা ও আসামের বরাক উপত্যকার সাহিত্য মহলে বেশ উৎসাহের বাতাবরণ সৃষ্টি হয়েছে।
আসাম ও ত্রিপুরার বাংলা সাহিত্য চর্চা অর্থাৎ বঙ্গীয় বাংলা সাহিত্য চর্চা বিভাগে আসামের বরাক উপত্যকার শক্তিপদ ব্রহ্মচারী, অমিতাভ দেব চৌধুরীর কবিতা, অরিজিৎ চৌধুরী ও বদরুজ্জামান চৌধুরীর গল্প এবং তপোধীর ভট্টাচার্যের প্রবন্ধ স্থান পেয়েছে। ব্রহ্মপুত্র উপত্যকার অঞ্জলি লাহিড়ী ও সমর দেবের উপন্যাস, ঊষা রঞ্জন ভট্টাচার্যের প্রবন্ধ, প্রদ্যোৎ চক্রবর্তীর নাটক অন্তর্ভুক্ত হয়েছে। বরাক উপত্যকার নাট্যকার ও অভিনেতা শেখর দেবরায়ের নাটকও স্থান পেয়েছে।
ত্রিপুরার কবিতায় স্থান পেয়েছে পীযূষ রাউত ও সেলিম মুস্তফার কবিতা। ভীষ্মদেব ভট্টাচার্য্য, দেবব্রত দেব ও মীনাক্ষী সেনের গল্প, জয়া গোয়ালা, দুলাল ঘোষ, বিমল সিংহের উপন্যাস, কমল রায়চৌধুরী, চন্দন সেনগুপ্তের নাটক এবং রমা প্রসাদ দত্ত, বিকচ চৌধুরী ও মঞ্জরি চৌধুরীর প্রবন্ধ অন্তর্ভুক্ত হয়েছে।
এছাড়া বিহার ও ঝাড়খণ্ডের বাংলা কবিতা, গল্প, ভ্রমণ, উপন্যাস, নাটক, প্রবন্ধ প্রভৃতি অন্তর্ভুক্ত হয়েছে। বাংলার বাইরের বাংলা সাহিত্য চর্চার বিষয় সমুহ বাংলার কোনও বিশ্ববিদ্যালয়ে সম্ভবত এই প্রথম পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হলো।
Comments are closed.