Young cricketers from Silchar share their experience of playing BPL
বি পি এলের অভিজ্ঞতা জেলার তরুণ ক্রিকেটারদের পরিণত হতে সাহায্য করবে
গত দেড় দশকে ভারতীয় ক্রিকেট অনেকটাই এগিয়ে গেছে। পরিকাঠামো থেকে শুরু করে ভারতের ঘরোয়া ক্রিকেটও এখন বিশ্বের সেরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর থেকে তো ভারতীয় ক্রিকেটের চেহারাই পাল্টে গেছে। আইপিএল কে অনুসরণ করে এখন দেশের বিভিন্ন প্রান্তে জমজমাট টি ২০ ক্রিকেট এর আসর বসছে। ফলে আগের তুলনায় এখন ঘরোয়া ক্রিকেটাররা অনেক বেশি এক্সপোজার পেয়ে থাকেন। এরাজ্যেও অনেক ভালো মানের টি ২০ প্রতিযোগিতা হয়ে থাকে। এমনই এক প্রতিযোগিতা হচ্ছে শিলচর ভেটেরান ক্রিকেটার্স ক্লাবের বরাক প্রিমিয়ার লিগ (বি পি এল)।
এবছর বিপিএলের পঞ্চম সংস্করণ অনুষ্ঠিত হয়ে গেল। গত চার বছরের মতো এবারও টুর্নামেন্ট দারুণ সফল। এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে নামিদামি ঘরোয়া তারকারা শিলচর এসে খেলে গেলেন। দীপক ক্ষত্রি, মোহিত ক্ষত্রি, পারথ বালিরা নিজেদের দুরন্ত পারফর্মেন্স এর মাধ্যমে টুর্নামেন্টের আকর্ষণ বাড়িয়ে দিলেন। সেই সঙ্গে ছিলেন লোকাল বয় কাছাড় এক্সপ্রেস প্রীতম দাস, ত্রিপুরা এক্সপ্রেস মণিশংকর মুরাসিং। আরো এক ঝাঁক ঘরোয়া তারকারা। এরমধ্যে দীপক ক্ষত্রি ও মণিশংকর মুরাসিং টুর্নামেন্টের আগের সংস্করণগুলোতেও দাপটের সঙ্গে খেলেছেন। এই দুজন টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছেন। নিজেদের পারফর্মেন্স এর মাধ্যমে এক বিশেষ ফ্যান বেজ তৈরি করে নিয়েছেন তারকা অলরাউন্ডার মুরাসিং ও হার্ড হিটার দীপক ক্ষত্রি। তবে এবার বিপিএলের আকর্ষণ আরো একধাপ বাড়িয়ে দেন বাংলা তথা রেলওয়েজের তিন তারকা ক্রিকেটার বিবেক সিং, সায়ন ঘোষ এবং শুভম সরকার। এরমধ্যে ডানহাতি পেসার সায়ন কলকাতা নাইট রাইডার স্কোয়াডের খেলোয়াড়। এছাড়া বিবেক ও শুভম ঘরোয়া ক্রিকেটের বেশ নামিদামি তারকা। তাই এই তিনজন বিপিএলে নামতেই টুর্নামেন্টের আমেজ যেন আরো দ্বিগুন হয়ে গিয়েছিল। বিপিএলে নিজের প্রথম ম্যাচেই বাঁহাতি ওপেনার বিবেক এক ধ্বংসাত্মক ইনিংস খেলেন। যা তাকে স্থানীয় ক্রিকেট ফ্যানদের পছন্দের তারকা বানিয়ে দেয়।
বিবেক, সায়ন ও শুভম দের বিপিএলে যোগ দেওয়ায় সবচেয়ে বেশি লাভবান হয়েছেন স্থানীয় তরুণ ক্রিকেটাররা। টুর্ণামেন্টে বরাক বুলেটিন স্ট্রাইকার দলে খেলেছিলেন এই তিন তারকা। আর এই দলে ছিলেন স্থানীয় ক্রিকেটের এক ঝাঁক তরুণ তুর্কি। বিবেক, সায়ন ও শুভম দের সঙ্গে একই ড্রেসিং রুম শেয়ার করতে পেরে দারুণ খুশি অমন সিং, সুদর্শন সিনহা, দেবজ্যোতি ভট্টাচার্য, শুভম দেব, অনুরাগ সিনহা, চিরঞ্জিব দে, আহাদ বড়ভুইয়া এবং মারিউস ডিখার। দল সেমিফাইনাল থেকে ছিটকে গেলেও এবারের বিপিএল থেকে অনেক কিছু শিখতে পেরেছেন অমন-শুভমরা। এই অভিজ্ঞতা এবার তারা কাজে লাগাতে চান।
অমন সিংরা জেলা দলের বিভিন্ন বয়স ভিত্তিক গ্রুপের প্রতিনিধিত্ব করেন। তবে এবারের বিপিএলের অভিজ্ঞতা তাঁদের কাছে সত্যিকার অর্থে স্পেশাল। দারুণ প্রতিভাবান উইকেটকিপার ব্যাটসম্যান অমন জানান, বিপিএলে বিবেক সিংয়ের সঙ্গে ওপেন করার অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। ব্যাটিং করার সময় বিবেক সিং তাকে নানা টিপস্ দিচ্ছিলেন। কোন স্পিনারকে কিভাবে খেললে ভালো হবে, কিভাবে স্ট্রাইক রোটেট করতে হবে, কিভাবে চাপ আলগা করে খেলতে হবে, ব্যাটিং করার সময় এইসব টিপস দিচ্ছিলেন বিবেক। এবার এই টিপসগুলো নিজের ব্যাটিংয়ে কাজে লাগাতে চান অমন। ক্রিকেটার হিসেবে আরও পরিণত হতে চান।
একইভাবে বিবেক সিংদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার অভিজ্ঞতা সম্পর্কে শুভম দেব বলছিলেন, অনেক কিছু শিখতে পেরেছি, চাপের মধ্যে কীভাবে নিজের স্বাভাবিক ক্রিকেট খেলতে হয়, ব্যাটিংয়ে কিভাবে পার্টনারশিপ গড়তে হয়।
বাঁহাতি স্পিনার সুদর্শন সিনহা বিপিএলে নিজের অভিজ্ঞতা সম্পর্কে বলেন, মাঠে পুরোটা সময় ওরা (বিবেক সিং, সায়ন ঘোষ) আমায় গাইড করে গেছেন। বেসিক ঠিক রেখে বোলিং করতে বলছিলেন। দারুণ অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা আমায় আরো উন্নতি করতে সাহায্য করবে।
ডানহাতি স্টাইলিশ ব্যাটসম্যান দেবজ্যোতি ভট্টাচার্য জানান, গোটা ম্যাচ ওরা শুধু আমায় নয়, গোটা দলের মনোবল বাড়িয়ে গেলেন। ফিল্ডিংয়ে কোন ভুল ত্রুটি হলেও, বুষ্ট আপ করে গেছেন। ভালো করলে খুব এপ্রিশিয়েট করেছেন। একটি বারের জন্যও নেতিবাচক কোনো কথা বলেননি। অনেক কিছু শিখতে পারলাম।
ঘরোয়া ক্রিকেটের নামিদামি তারকা হলেও বিপিএল খেলতে এসে এখানকার তরুণ ক্রিকেটারদের সঙ্গে খুব সুন্দর মিশে গিয়েছিলেন বিবেকরা। বিপিএলের এবারকার সংস্করণে সবচেয়ে কমবয়সী ক্রিকেটার ছিলেন ডানহাতি ও স্পিনার অনুরাগ সিনহা। তিনি বিপিএলে সায়ন ঘোষদের সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করেছিলেন। চনমনে স্বভাবের অনুরাগ এর সঙ্গে খুব হাসি ঠাট্টা করতেন বিবেকরা। সময় সময় আবার অনেক টিপস দিতেন। শুধু নিজেদের দলের ক্রিকেটারদের নয়, বিপিএল চলাকালীন আরো অনেককেই বিবেক-সায়নদের সঙ্গে ক্রিকেট নিয়ে অনেক আলোচনা করেছেন। অনেক প্রশ্ন করেছেন। আর হাসিমুখেই সেই সব প্রশ্নের জবাব দিয়েছেন বিবেক, সায়ন, শুভমরা। এটাই কিন্তু এবারকার বিপিএলে তরুণ ক্রিকেটারদের সবচেয়ে বড় পাওনা।
Comments are closed.