Also read in

জেলা ক্রীড়া সংস্থায় অস্থায়ী করোনা চিকিৎসা কেন্দ্র হচ্ছে না, জানালেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

জেলা ক্রীড়া সংস্থার মাঠকে হাসপাতালে রূপান্তর করার কোনো সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকার। আপাতত শিলচর মেডিকেল কলেজ এবং বিভিন্ন সরকারি হাসপাতাল গুলোকে কোভিড-১৯ হাসপাতালে উন্নত করার পরিকল্পনা রয়েছে, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জেলা ক্রীড়া সংস্থাকে আর্মি হাসপাতালে রূপান্তরিত করার জন্য সম্প্রতি জেলাশাসক বর্ণালী শর্মা জেলা দুর্যোগ মোকাবেলা বিভাগকে এক নির্দেশ জারি করেছিলেন। তবে স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর শহরে এসে এটি সরাসরি বাতিল করেছেন।

করোনা ভাইরাসের প্রভাব আগামীতে বাড়তে পারে তাই সরকারের তরফে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার শিলচর এসে ঘোষণা করেছেন, যদি পরিস্থিতি খারাপ হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালকে পুরোপুরিভাবে কোরনা চিকিৎসায় ব্যবহার করা হবে। একই ভাবে জেলাশাসক বুধবার দুর্যোগ মোকাবেলা বিভাগকে বলেছিলেন জেলা ক্রীড়া সংস্থাকে তৈরি রাখতে। তবে স্বাস্থ্যমন্ত্রী এই প্রস্তাবটি খারিজ করেছেন। তার কথায়, আপাতত আমাদের কাছে ডাক্তার নার্স এবং ঔষধের যে যোগান রয়েছে, এগুলো ব্যবহার করে সরকারি হাসপাতাল সহ কিছু বেসরকারি হাসপাতালে করোণা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে। আগামীতে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা যদি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পায় তবে সরকারি এবং বেসরকারি হাসপাতাল ব্যবহার হবে। তবে জেলা ক্রীড়া সংস্থার মতো বড় জায়গাকে চিকিৎসা পরিষেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে যে আকারের ডাক্তার, নার্স এবং ওষুধের প্রয়োজন সেটা আপাতত আমাদের কাছে নেই। ফলে এখনই এত বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

শিলচরের সাংসদ রাজদীপ রায়ও একই কথা বলেছেন। তার কথায়, প্রধানমন্ত্রীর আহবানে ২১ দিনের লকডাউন হচ্ছে। সঙ্গে সরকারি তরফে আগামীতে সংক্রমনের সংখ্যা বাড়লে পরিস্থিতি সামাল দেওয়ার মতো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে জেলা ক্রীড়া সংস্থার মত মাঠকে চিকিৎসা কেন্দ্রে পরিণত করার মতো ব্যবস্থা আমাদের কাছে নেই। জেলাশাসক যে নির্দেশ দিয়েছেন এটা স্বাস্থ্যমন্ত্রী খারিজ করেছেন।

এর আগে সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালকে কোভিড-১৯ হাসপাতাল হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন জেলাশাসক। স্বাস্থ্যমন্ত্রী এই সিদ্ধান্তেও সম্মতি দেননি, পক্ষান্তরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালকে কোভিড-১৯ চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা ঘোষণা করেছেন।

Comments are closed.

error: Content is protected !!