
Shibalik Park organised blood donation camp to commemorate the sacrifices of 'Unishe May'
উনিশ স্মরণে শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটির রক্তদান শিবির
রক্তস্নাত উনিশে মে’কে স্মরণ করে এক রক্তদান শিবিরের আয়োজন করে শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটি। ভাষা শহিদ দিবস উপলক্ষে শিলচরের শিবালিক পার্কের দুর্গা মন্ডপে এদিন রক্তদান শিবির ছাড়াও একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
সরকারি বাধানিষেধের প্রতি নজর রেখে সব নিয়ম মেনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত ও কবিতার মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। সেইসঙ্গে এলাকার নাগরিকরা প্রাসঙ্গিক বক্তব্য রাখেন।
উনিশের পূণ্যলগ্নকে স্মরণীয় করার উদ্দেশ্যে আয়োজিত রক্তদান শিবিরে অনেকেই রক্ত প্রদান করেন। শিলচর মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্ক এই শিবির থেকে ১২ ইউনিট রক্ত সংগ্রহ করে। প্রথমে ব্লাড ব্যাঙ্কের ভারপ্রাপ্ত ডাক্তার রাজীব বিশ্বাস কোভিড ১৯ সম্পর্কে আলোচনা করেন। সেই সঙ্গে তিনি এমন সংকটাপন্ন সময়ে এ ধরনের রক্তদান শিবিরের আয়োজন করার জন্য কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।সবশেষে কমিটির পক্ষ থেকে সভাপতি সুদীপ্ত দেবরায় ব্লাড ব্যাঙ্ক তথা দূর্গামন্ডপ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান তথা বক্তব্য প্রদানে অংশগ্রহণ করেন ওঙ্কারনাথ রায়, রাহুল দাশগুপ্ত, প্রসেনজিৎ রায় চৌধুরী, দেবযানি ভট্টাচার্য, অধিষ্ঠিতা শর্মা এবং অবন্তিকা দেব রায়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিটির সম্পাদক ড: দেবাশিষ পাল।
Comments are closed.