Also read in

দুই শিশুসহ ১০ জনের মৃত্যু, 'তৃতীয় ঢেউ নয়', বললেন শিলচর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ভাস্কর গুপ্ত

শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের মৃত্যু-মিছিল অব্যাহত। আজ বিকেল পাঁচটা পর্যন্ত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এর আগের ২৪ ঘণ্টায় ১০ জন ব্যক্তি করোনা সংক্রমণ নিয়ে প্রাণ হারিয়েছেন; এর মধ্যে রয়েছে দুটো দুধের শিশু।

দুই শিশুর মৃত্যু প্রসঙ্গে বরাক বুলেটিনের প্রতিনিধি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্তের কাছে জানতে চান এটা কি তৃতীয় ঢেউ শুরু হয়ে গেল। উপাধ্যক্ষ বলেন, “শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় দুটো শিশু মারা গেছে। একটি শিশুর মৃত্যু হয়েছে সেপটিসেমিয়ায় এবং অপর শিশু কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। তবে এই মৃত্যুর সঙ্গে তৃতীয় ঢেউ এর কোন সম্পর্ক নেই।গতবছরও করোণা সংক্রমণে শিশু মৃত্যু ঘটেছে। আমাদের দ্বিতীয় ঢেউ এখনো শেষ হয়নি, এখনো সংক্রমণ বেড়েই চলেছে। ”

মৃত দশ জনের বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।

কাছাড় জেলার ধনেহরি এলাকার ৪০ বছর বয়স্ক রাজন আহমেদ লস্কর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন মে মাসের ২৩ তারিখ এবং ২৭ তারিখ অর্থাৎ গত কাল ৫ টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাছপাড়া , করিমগঞ্জের ধীরেন্দ্র চন্দ্র দাস (৭২) হাসপাতালে ভর্তি হয়েছিলেন মে মাসের ২৩ তারিখ এবং তিনি গতকাল সন্ধ্যা ৬ টা ২৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কাছাড় জেলার মতিনগর এলাকার ১৫ মাসের শিশু ঋতেশ কুমারকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল গতকাল ২৭ তারিখ এবং গতকালই রাত ১০-৩৫ মিনিটে শিশুটি প্রাণ হারায়।

শিলচর শহরতলির মেহেরপুর এলাকার আয়াজ উদ্দিন লস্কর(৬০) হাসপাতালে ভর্তি হয়েছিলেন মে মাসের ২৫ তারিখ এবং তিনি গতকাল ২৭ শে মে রাত ১১-৩০ মিনিটে মৃত্যুমুখে পতিত হন।

করিমগঞ্জ জেলার বদরপুরের মনিমালা মালি (৯৩) মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৫ শেষ মে এবং আজ দুপুর ভোর রাত ১ টা ১০ মিনিটে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

শিলচর অম্বিকাপট্টি এলাকার দূর্গাশংকর লেনের ৬৩ বছর বয়স্ক চন্দন পালকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল আজ ভোর রাত ১২-৩০ মিনিটে এবং তিনি আজ ভোর চারটার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাইলাকান্দি জেলার লালা এলাকার ৬৭ বছর বয়স্ক লীলা নাথকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল গত ২৫শে মে । তিনি আজ সকাল ৯ টা ৫০ মিনিটে কোভিড ওয়ার্ডে প্রাণ হারান।

সেই একই হাইলাকান্দি জেলার লালা এলাকার ৩৯ বছর বয়স্ক সুরজিৎ সিংহকে এসএমসিএইচ-এ ভর্তি করা হয়েছিল মে মাসের ২৫ তারিখ এবং তিনি আজ দুপুর ১-৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

করিমগঞ্জের আছিমগঞ্জ এলাকার তিন মাসের শিশু তানভীর জামানকে আজ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে আজ ই দুপুর দুটো ৩০ মিনিটে শিশুটি প্রাণ হারায়।

শিলচর শহরের রাঙ্গিরখাড়ি এলাকার ৭৮ বছর বয়স্ক দ্বিজেন্দ্র চক্রবর্তী শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন আজ এবং আজ বিকেল ৪ টা ২৬ মিনিটে তার মৃত্যু হয়।

বিকেল পাঁচটায় পাওয়া তথ্য অনুযায়ী ,২৯০ জন রোগী এখন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। এর মধ্যে আইসিইউতে আছেন ৮৬ জন এবং ওয়ার্ডে ২০৪ জন। ভেন্টিলেটর সাপোর্টে আছেন ৩১জন অক্সিজেন সাপোর্টে আছেন ১১৫ জন।

গত চব্বিশ ঘন্টায় ৪৮ জন রোগী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৪৫ জন ছাড়া পেয়েছেন।

Comments are closed.