Also read in

কোভিড-১৯ ; পোস্ট গ্রাজুয়েটে ভর্তির জন্য আসা ১১ জন জুনিয়র ডাক্তার সমেত ২৬ জন পজিটিভ

বরাক উপত্যকার আরো ২৬ জনের কোভিড সংক্রমিত হওয়ার খবর এসে পৌঁছেছে রোববার বিকেলে। এর মধ্যে ১১ জনই হচ্ছে শিলচর মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েট ক্লাসে ভর্তির জন্য আসা ছাত্র।

শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডঃ বাবুল বেজবড়ুয়া জানিয়েছেন যে, ২৫ জন জুনিয়র ডাক্তার পোস্ট গ্রাজুয়েট কোর্সে ভর্তির জন্য বিভিন্ন জায়গা থেকে এসেছিল। নিয়ম অনুযায়ী তাদের সোয়াব পরীক্ষা করা হয়, তখন তাদের সবার পরীক্ষার ফল নিগেটিভ এসেছিল। তবুও তাদেরকে আসাম বিশ্ববিদ্যালয়ে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। গতকাল তাদের কয়েকজনের কিছুটা ইনফ্লুয়েঞ্জা সদৃশ্য লক্ষণ প্রকাশ পাওয়ায় সবার আবার পরীক্ষা করা হয় ; এতে আজ ১১ জনের পজিটিভ এসেছে। তারা হল সুয়াস অংশুমালী (৩০), গাসনার কে বি(২৪), বিনা এন হসামনি (২৪), নাগেশ সি এস(২৪), দেবদত্ত নায়ক (২৯), পঙ্কজ কুমার (২৬), নাল্লা রাকেশ (২৫), শুভ পাঞ্জা (২৬), শেখর গুপ্ত (২৮), সুমন গাঙ্গুলী(২৭), এবং রূহাল এ ভাঙ্গে (২৯)।

এই এগারো জন ছাড়াও কাছাড় জেলার আরো চারজন এবং করিমগঞ্জ জেলার ১১ জনকে আজকের দিনে কোভিড আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। পুলিশ রিজার্ভের ৪৯ বছর বয়স্ক হীরালাল গোয়ালাকে শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল, উনার ও সোয়াব টেস্ট পজিটিভ এসেছে।

আজকের দিনে পজিটিভ শনাক্ত হওয়া ভারতবর্ষের বিভিন্ন শহর থেকে আসা ব্যক্তিরা হলেন, কুতুবউদ্দিন; ফনি বিশ্বাস, আকবল হোসেন, বুরহান উদ্দিন, বাহার উদ্দিন, শামসুল উদ্দিন, বাপ্পা নমঃশূদ্র, জবরুল হোসেন, গুলজার হোসেন, জামিল আহমেদ, আলতাফ হোসেন, সুলতান আহমেদ লস্কর এবং গৌতম সাঁওতাল।

বিহার থেকে আসা মোঃ মোস্তাকিম কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন, ইনফ্লুয়েঞ্জার লক্ষণ প্রকাশ পাওয়ায় তাকে পরীক্ষা করা হয়েছিল । আজ তার ও সোয়াব টেস্টের ফলাফল পজিটিভ এসেছে।

Comments are closed.

error: Content is protected !!