Also read in

কাছাড়ে করোনায় মারা গেলেন আরেকজন, মঙ্গলবার আক্রান্ত ১১৫

এই বছরের সব রেকর্ড ভেঙে দিয়ে মঙ্গলবার একই দিনে কাছাড় জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১৫ জন ব্যক্তি। এদিন করোনা ভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এদের মৃত্যুর জন্য সরাসরি ভাইরাসকে দায়ী করছে না রাজ্যের ডেথ অডিট বোর্ড। এদিন সকালে কালাইনের বিশ্বজিৎ পাল শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে প্রাণ হারিয়েছিলেন। সন্ধেবেলা পাবলিক স্কুল রোডের আরতী দেব নামের মহিলা শিলচর মেডিক্যালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে প্রাণ হারিয়েছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর এবং ২৪ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। খবর পাওয়ার পর পাবলিক স্কুল রোড এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

ধীরে ধীরে আরও কঠোর রূপ নিচ্ছে করোনা ভাইরাস। তবে এই বছর ভাইরাসের সংক্রমনের গতি এবং মৃত্যুর হার দুটোই গতবছর থেকে অনেকটাই বেশি। মঙ্গলবার কাছাড় জেলায় রেপিড এন্টিজেন টেস্টে ৫০ জন এবং আরটিপিসিআর পরীক্ষায় ৬৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলায় এখন মোট ৫৫৯ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এরমধ্যে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন ৫৭ জন, সিভিল হাসপাতালে রয়েছেন ১৪ জন, সেনা হাসপাতালে রয়েছেন ২১ জন, গ্রীন হিলস হাসপাতালে রয়েছেন ১৮ জন, গ্রেসওয়েল হাসপাতালে রয়েছেন ৩ জন এবং বাড়িতে চিকিৎসাধীন ৪৪৪ জন।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এদিন জেলায় মোট রেপিড এন্টিজেন টেস্ট হয়েছে ১৩৮৯ জনের, এর মধ্যে ৫০ জন পজিটিভ হয়েছেন এবং ১৩৩৯ জনের রেজাল্ট নিগেটিভ হয়েছে। বরাক উপত্যকার একমাত্র সরকারি হাসপাতাল হিসেবে শিলচর মেডিক্যাল কলেজেই রয়েছে আইসিইউ পরিষেবা। সেখানে ৪০ টি আইসিইউ শয্যা রয়েছে, তার অনেকটাই ক্রিটিক্যাল রোগীর চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে।

Comments are closed.