কাছাড়ে ১৬৯ জন কোভিড পজিটিভ, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত দুই, প্লাজমা থেরাপি সেন্টারের উদ্বোধন
আজ সন্ধ্যে সাতটা পর্যন্ত কাছাড় জেলায় ১৬৯ জনের দেহে করোণা সংক্রমণ পাওয়া গেছে যা জেলায় একদিনে সর্বোচ্চ । জেলা স্বাস্থ্য বিভাগ প্রদত্ত তথ্য অনুযায়ী, ১৫৭ জনকে রেপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে সনাক্ত করা হয়েছে।
জেলা প্রশাসনের তরফ থেকে বাজার, বাণিজ্যিক এলাকা প্রভৃতি ব্যস্ত অঞ্চলে রেনডম টেস্ট করার অভিযান চালানো হচ্ছে। “এই টেস্ট অভিযানের ফলেই সর্বোচ্চ সংখ্যক কোভিড পজিটিভ কেস শনাক্ত হয়েছে,” জানালেন জেলার স্বাস্থ্য দপ্তরের প্রবক্তা ।
শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপারিনটেনডেন্ট ডাক্তার প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন যে, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল দুইজন করোনা সংক্রমনের মারা গেছেন।এরা হলেন সত্তর বৎসর বয়সের করিমগঞ্জ জেলার বদরপুরঘাট এলাকার বাসিন্দা শান্তিলাল সাহা যাকে ৩১ জুলাই হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং ১লা আগস্ট আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল। মৃত্যু হওয়া অপর এক ব্যক্তি হলেন করিমগঞ্জ, বিবেকানন্দ রোডের ৫০ বছর বয়স্ক আসাব উদ্দিন। আসাব উদ্দিনকে জুলাই মাসের ২৬ তারিখ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরের দিন থেকেই তিনি আই সি ইউ তে ছিলেন।
ডক্টর ঘোষ আরও জানিয়েছেন যে, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ২১৪ জন রোগী কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১২ জনকে কোভিড আইসিইউতে এবং দুইজনকে স্ক্রীনিং আইসিইউতে রাখা হয়েছে।
তবে, এতসব উদ্বেগজনক সংবাদের মধ্যে আজকের দিনে সুসংবাদ হল যে, কাছাড়ের জেলা উপায়ুক্ত কীর্তি জাল্লি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্লাজমা থেরাপি সেন্টারের উদ্বোধন করেছেন। উদ্বোধনী দিনে শিলচর মেডিকেল কলেজের দুইজন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট গাসপার কে বি এবং নাগেশ সি এস প্লাজমা দান করেন।
“যতদিন পর্যন্ত ভ্যাকসিন না বেরোচ্ছে, ততদিন এই প্লাজমা থেরাপি মানুষের জীবন রক্ষা করতে সহায়তা করবে। এই প্লাজমা থেরাপি মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে এক মুখ্য ভূমিকা পালন করে থাকে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এই প্লাজমা ব্যাংক চালু হওয়ায় জনগণের দ্বারা প্লাজমা দান করা এবং গ্রহণ করা সুবিধাজনক হবে”, উদ্বোধন করে জানালেন কীর্তি জাল্লি।
“প্লাজমা থেরাপি সম্পূর্ণভাবে বিনামূল্যে প্রদান করা হবে এবং যারা দান করেন তারা কোন ধরনের দুর্বলতা অনুভব করেন না। কারণ রক্ত থেকে শুধু প্লাজমা গ্রহণ করা হয়, লোহিত কণিকা সহ বাকি সবকিছু ঐ ব্যক্তির দেহে পুনরায় চলে যায়”, জানালেন শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ বাবুল বেজবরুয়া ।
আজকের দিনে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বরাক উপত্যকায় সর্বমোট ২৪৬ জন আজ কোভিড আক্রান্ত হয়েছেন। কাছাড় জেলার ১৬৯ জন ছাড়াও হাইলাকান্দির ৪৩ এবং করিমগঞ্জের ৩৪ জনের দেহে কোরনা সংক্রমণ ধরা পড়েছে।
Comments are closed.