
বন্ধুর সাথে হাতাহাতির ঘটনার ভিডিও ভাইরাল হওয়ায় আত্মহত্যা সোনাই-র যুবকের
বন্ধুর সাথে হাতাহাতির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় আত্মহত্যা করল সোনাইয়ের ১৯ বছরের এক যুবক।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোমবার। সাতকরাকান্দি দ্বিতীয় খন্ড এলাকার অটো চালক নাজম উদ্দিন বড়ভূঁইয়ার ছেলে বিকি বড়ভূঁইয়া নামের এক যুবক রোববার বিকেলে বন্ধুদের সাথে ভলিবল খেলতে নদীর পাশের মাঠে যায়।
খেলা শেষ হওয়ার পর কোনো কারণবশত এক বন্ধু ডিম্পুর সাথে প্রচন্ড ঝগড়াঝাটি হয়, যা ক্রমে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। তাদের এই হাতাহাতির দৃশ্য অন্য বন্ধু মোবাইলে ধরে রাখে এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। বিকির পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে, বিকি সেই ভাইরাল ভিডিও দেখার পর মানসিক অবসাদে ভোগে এবং এই ঘটনায় নিজেকে লজ্জিত বোধ করে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করে।
রবিবার সকালে ঘুম থেকে উঠে বিকিকে দেখতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করে এবং বাড়ির পিছনে গরু ঘরের চালে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
সোনাই থানার ইনচার্জ আকবর আলী ঘটনাস্থলে যান এবং মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠান। পুলিশের তরফ থেকে এই ঘটনা নিয়ে মন্তব্য করে আকবর আলী বলেন, ‘ভিডিওটাতে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার মতো ঘটনা কিছুই নেই, ছেলেটা কেন আত্মহত্যা করার পথ বেছে নিল সেটাই বড় প্রশ্ন”।
২৯ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে দুই বন্ধুতে মারামারি হচ্ছে , তারপর অন্যরা এসে ওদের কে থামিয়ে দিয়েছে।
সোমবার বিকেল চারটায় শোকাকুল পরিবেশে বিকির জানাজার নামাজ আদায় করা হয়।
Comments are closed.