Also read in

চব্বিশ ঘন্টায় মেডিক্যালে মৃত্যু তিন,কাছাড়ে ২৪৪ জন কোভিড পজিটিভ

শিলচর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত মেডিক্যাল বুলেটিনে জানিয়েছেন, ১৪ জুন বিকেল পাঁচটায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮১ জন রোগী সক্রিয় রয়েছেন। ৯১ জন রোগী আইসিইউতে রয়েছেন, ৯০ জন রোগী রয়েছেন কোভিড ওয়ার্ডে। ২১ জন রোগী ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং ১২৪ জন রোগী অক্সিজেন সাপোর্টে রয়েছেন। আরো জানা যায়, আজ আরটিপিসিআর পরীক্ষার মাধ্যমে ১৫ জন কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন এবং রেপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে ২২৯ জনের করোনা সংক্রমণ হয়েছে বলে জানা যায়। সবমিলিয়ে সন্ধ্যে ছটা পর্যন্ত ২৪৪ জনের করোনা সংক্রমণ হয়েছে। সর্বমোট ৭৭৭৩ জনের রেপিড এন্টিজেন টেস্ট করা হয়েছে।

এর আগের ২৪ ঘন্টায় ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১৬ জন রোগী ছাড়া পেয়েছেন। ২১ জন রোগী হোম আইসোলেশন নিয়েছেন।

করোনা সংক্রমণের কারণে ২৪ ঘণ্টায় তিন জন রোগী মেডিক্যাল কলেজে প্রাণ হারিয়েছেন।

কাছাড় জেলার চেংকুড়ি কাঞ্চনপুর এলাকার বাসিন্দা ৬৫ বছর বয়স্ক বিনু নাথ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৯ জুন এবং ১৪ জুন সকাল ছয়টায় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কাছাড় জেলার শিলচর শহরের রাঙ্গিরখাড়ি এলাকার বাসিন্দা ৭৫ বছর বয়স্ক বিমল কুমার দাস বিগত ১২ জুন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ১৪ জুন সকাল ৯-৩০ মিনিটে উনার মৃত্যু হয়।

হাইলাকান্দি জেলার মনিপুর বাজার এলাকার ৬১ বছর বয়স্ক জয় নারায়ন সতনামি শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬ জুন। তিনি ১৪ জুন বিকাল ৫ টায় করোণা উপসর্গ নিয়ে প্রাণ হারান ।

Comments are closed.