কোভিড : বরাক উপত্যকায় আক্রান্ত আরও ২৩, কাছাড়ের ১২, করিমগঞ্জের ৯, হাইলাকান্দির ২
রাত নটায় স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার টুইটে জানা গেছে যে সমগ্র অসমে করোণা সংক্রমণে আক্রান্তের সংখ্যা ১৪৭৩ তে পৌঁছেছে। বরাক উপত্যকায় আক্রান্তের সংখ্যা আরো ২৩ জন বাড়লো।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বরাক উপত্যকায় আক্রান্ত ২৩ জনের মধ্যে কাছাড় জেলার ১২ জন, করিমগঞ্জের ৯ এবং হাইলাকান্দি দুইজন ।
কাছাড় জেলার আক্রান্তরা হলেন,
২৭ বছর বয়স্ক মকবুল হোসেন লস্কর, বড়জালেঙ্গা, কাছাড় ; ৩৮ বছর বয়স্ক নিয়াজিৎ সিনহা , বিহারা বাজার; ২০ বছরের সাফির আহমেদ, কাটিগড়া; ২৪ বছর বয়স্ক শিবশঙ্কর কৈরি, নারায়ণ পুর , ২১ বছরের আহাইয়া, কাটিগড়া; ২২ বছরের দিলওয়ার হোসেন, কাটিগড়া; ২১ বছরের শাহিদুল ইসলাম, গোবিন্দপুর; ২৩ বছরের হোসেন আহমেদ, কাটিগড়া; ২৪ বছর বয়স্ক সিদ্দিক আহমেদ, কাটিগড়া; ২০ বছরের রফিক উদ্দিন, শ্রীকোণা, কাছাড়; ৩০ বছর বয়স্ক সুজিত দাস আইরংমারা, কাছাড়;
হাইলাকান্দি জেলার আক্রান্তরা হলেন ২৩ বছরের মাসুম আহমেদ চৌধুরী এবং ২২ বছরের আজিজুল হক বড়ভূঁইয়া ।
করিমগঞ্জ জেলার যাদের শরীরে সংক্রমণ ধরা পড়েছে এরা হলেন,
২৩ বছর বয়স্ক অলক শুক্লবৈদ্য, ২৫ বছর বয়স্ক মাহবুবুল আলম, ২৫ বছরের টুটন শুক্লবৈদ্য, ২০ বছরের আমজাদ হোসেন, ২২ বছরের আলিমুদ্দিন চব্বিশ বছরের নাসিম উদ্দিন ২২ বছরের বিপুল চন্দ্র নাথ, ২৩ বছর বয়স্ক ভানু দাস এবং ২০ বছরের তাহের আহমেদ
আজ রাত নটায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক টুইটের মাধ্যমে জানিয়েছেন যে, সমগ্র রাজ্যে এখন পর্যন্ত আক্রান্ত- ১৪৬৩, এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৭৭, সক্রিয়ভাবে আছেন ১১৭৯, মারা গেছেন ৪, অন্যত্র চলে গেছেন তিনজন।
Comments are closed.