কাছাড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লো, রাজস্থান থেকে বাসে আসা আরো চারজন ব্যক্তি কোভিড পজিটিভ
রাত নটা ত্রিশ মিনিটে এক টুইটে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানালেন, রাজস্থান থেকে আসা বাসে কাছাড়ের আরো চার ব্যক্তির কোভিড১৯ টেস্ট পজিটিভ এসেছে। এটা নিয়ে কোভিড ১৯ পজিটিভ এর সংখ্যা দাঁড়ালো সর্ব মোট ৪৯। যার মধ্যে অ্যাক্টিভ ১৪, হাসপাতাল থেকে মুক্তি পাওয়া ৩৪ এবং মৃত্যুর সংখ্যা ১।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই চারজনের মধ্যে একটি শিশু সহ দুজন মহিলা ও রয়েছেন। এরা শিলচর শহরতলীর রামনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সম্ভবত এরা একই পরিবারের সদস্য সদস্য।
উল্লেখ্য, রাজস্থান থেকে ঐ বাসে আসা ফরিদুল ইসলামকে গতকাল করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছিল। পরবর্তীতে শিলচর মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয় তাঁকে। ফরিদুলের সাথে একই বাসে আসা সর্বমোট ৪৫ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে এনে ইনস্টিটিউশনাল কোয়ারান্টিনে রাখা হয় শিলচর সিভিল হাসপাতাল, ন্যাট্রিপ এবং চিবিটা বিচিয়ায়। প্রত্যেকের লালা রস পরীক্ষার ও ব্যবস্থা করা হয়। এই পরীক্ষায় আজ চার জনের করোনা সংক্রমনের ঘটনা নিশ্চিত হল।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কাছারড়ে করোনা সংক্রমনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ বাবুল বেজবরুয়া নতুন করে এই করোনা সংক্রমণের ঘটনাকে এক অশনি সংকেত বলে অভিহিত করেছিলেন।
Comments are closed.