Also read in

কোভিড-১৯: বরাক উপত্যকায় আজকের দিনে আক্রান্ত ২২; হাইলাকান্দির কুড়ি, কাছড়ের দুই

দুপুর দুটো চল্লিশ মিনিটে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার টুইটে জানা গিয়েছিল যে সমগ্র অসমে করোণা সংক্রমণে আক্রান্তের সংখ্যা ১১০০ তে পৌঁছেছে। বরাক উপত্যকায় আজকের দিনে আক্রান্ত ২২।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজকের দিনে এখন পর্যন্ত বরাক উপত্যকায় আক্রান্ত ২২ জনের মধ্যে কুড়িজন হাইলাকান্দি জেলার মূল বাসিন্দা, বাকি দুইজন কাছাড় জেলার।

কাছাড় জেলার দুজন হলেন, দুধপাতিল এলাকার ২৪ বছর বয়স্ক শাহনাজ আহমেদ যিনি মুম্বাই থেকে এসেছেন এবং কাঞ্চনপুর প্রথম খন্ডের নূর হোসেন রাজ বড়ভূঁইয়া; তিনিও মুম্বাই থেকে এসেছেন।

হাইলাকান্দি জেলার ২০ জন হলেন,

হাফিজুল রহমান লস্কর( ২৩ বছর), তাকসিম বড়ভূঁইয়া (২০ বছর), আবুল হোসেন লস্কর (৩৩ বছর), আজাহার হোসেন (২৪ বছর), রমেশ সিংহ (৩০ বছর), সাবির হোসেন বড়ভূঁইয়া (২৩ বছর), জহিরুল ইসলাম লস্কর (২২ বছর), রঞ্জিত ঝা বদরুল ইসলাম 22 বছর আজাহার হোসেন (২২ বছর), বদরুল ইসলাম (২২ বছর), আজাহার হোসেন মজুমদার (২৮ বছর), হাসান আহমেদ বড়ভূঁইয়া (২২ বছর), মণিতা সিংহ (২৮ বছর), চিপর সাঙ্গন এলাকার মজুর হোসেন লস্কর (২১ বছর), জাকির হোসেন বড়ভূঁইয়া (২৮ বছর), জাহানারা বেগম (১৮ বছর), জাবুর হোসেন মজুমদার (৩১ বছর), সোনালী মালাকার (১৯ বছর), বিভাস দাস (১৯ বছর), শইদুল ইসলাম (২২ বছর), শাহরুখ বাহার লস্কর (২৪ বছর) । উল্লেখ্য, সকলেরই ভ্রমণ বৃত্তান্ত রয়েছে।

আজ বিকেল ৫ টা ৩০ মিনিটে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক টুইটের মাধ্যমে জানিয়েছেন যে, সমগ্র রাজ্যে এখন পর্যন্ত আক্রান্ত- ১১০০, এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬৩, সক্রিয়ভাবে আছেন ৯৩০, মারা গেছেন ৪, অন্যত্র চলে গেছেন তিনজন।

 

 

 

Comments are closed.

error: Content is protected !!