২০ দিন ধরে নিখোঁজ ভাই-বোন, আন্দোলনে নামছে কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ
৯ জুন, রোববার রাত থেকে নিখোঁজ দুই ভাই-বোন সৌরভ দাস (১১) ও সুপ্রিয়া দাস(৫)। আশ্রম রোড, তপোবন নগরের শিববাড়ি লেনের বাসিন্দা সুরধন দাস এবং সোমবালা দাসের এই দুই পুত্র-কন্যা বিগত কুড়ি দিন থেকে নিখোঁজ থাকলেও পুলিশ তাদের উদ্ধারে ব্যর্থ। সৌরভ অধরচাঁদ হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র, সুপ্রিয়া দূর্গাশংকর পাঠশালার প্রথম শ্রেণীর ছাত্রী । এই দুই নাবালক- নাবালিকার উদ্ধারের দাবিতে এবার আন্দোলনে নামছে বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ সহ আরো বেশ কয়েকটি সংগঠন।
সূত্র অনুযায়ী, পারিবারিক ঝগড়ার কারণে শিশু দুটির মা তাদেরকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। তিনদিন পর বুধবার গভীর রাতে পুলিশ শুধু তাদের মাকে আশ্রম রোড গোবিন্দবাড়ির সামনে থেকে বাড়িতে নিয়ে আসে এবং পরবর্তীতে রুটিন তদন্ত সেরে তাকে জেল হাজতে প্রেরণ করে। রহস্যজনকভাবে তাদের মায়ের কাছ থেকে শিশু দুটির কোন তথ্য বের করতে পারেনি পুলিশ। পুত্র-কন্যাকে বিক্রি করার অভিযোগে মা সোমবালা দাসকে পুলিশ রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কিন্তু রিমান্ড পর্বে সোমবালার কাছ থেকে এদের সম্বন্ধে সঠিক কোন তথ্য আদায় করতে পারেনি পুলিশ।
এই শিশু দুটির সন্ধান পেতে কাছাড় পুলিশের সাইবার সেল থেকে দুজনের ছবি সম্বলিত যাবতীয় তথ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এন সি আর বি) মিসিং চাইল্ড পোর্টালে আপলোড করা হয়েছিল, কিন্তু এতেও কোনো ফল হয়নি।
সম্প্রতি হজ যাত্রী হেনস্তার ঘটনায় ১০ ঘণ্টার মধ্যে দুষ্কৃতীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিল কাছাড় পুলিশ। সেই কাছাড় পুলিশ কুড়ি দিন ধরে নিখোঁজ ফুটফুটে দুই বাচ্চাকে উদ্ধার করতে সম্পূর্ণ ব্যর্থ। শিশু দুটিকে খুঁজে বের করতে পুলিশ প্রশাসন তেমনভাবে সক্রিয় নয় বলে স্থানীয় জনগণের অভিযোগ।তাই, আগামী সোমবার শিলচরে জেলা উপায়ুক্তের দপ্তরের সামনে ধর্নায় বসছে সংগঠনগুলো। কৈবর্ত উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সুজিত দাস চৌধুরী এই ব্যাপারে সমাজের সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ধর্ণায় সামিল হয়ে প্রশাসনিক নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সরব হতে আবেদন জানিয়েছেন।
Comments are closed.