Also read in

মুম্বাই থেকে বাসে গুয়াহাটি আসা যাত্রীদের মধ্যে ৭ জন কোভিড পজিটিভ, হাইলাকান্দির তিন

‌‌

বৃহস্পতিবার আসামে ধরা পড়লো ৭ জন করোনা পজিটিভ। রাজ্যের স্বাস্থ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মা আজ এক টুইটের মাধ্যমে এই কথা ঘোষনা করেন।

গত ১২ ই মে তারিখে রোগী এবং তাদের সঙ্গীদের মিলিয়ে প্রায় ১৪০ জন মুম্বাই থেকে বাসে এসেছিলেন । নতুন এই ৭ জন রোগীই মুম্বাই থেকে ঐ সব বাসে করে আসাদের অন্যতম । এই সাত জনের মধ্যে রয়েছেন ৪ জন রোগী ও ৩ জন রোগীর পরিবারের লোক। নতুন করে আক্রান্তরা হলেন মনোরঞ্জন সাহা, প্রদীপ কুমার বানিয়া, গোপিন্দ্র চন্দ্র মালাকার, বাসুদেব পাটোয়ারী, নীলকান্ত দেব, মীনা রানি বনিয়া ও ১৩ বছরের এক হৃদরোগ আক্রান্ত শিশু। এই ৭ জন ব্যক্তিদেরকে আসামে আসার পর থেকে গুয়াহাটির রেডিসন ব্লু হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।

উল্লেখ্য, এই সাত জনের মধ্যে তিনজন হাইলাকান্দি জেলার। হাইলাকান্দি জেলার মনিপুর বাগানের বাসিন্দা প্রদীপ কুমার বানিয়া, তার স্ত্রী মীনা রানী বনিয়া ও তাদের সঙ্গে যাওয়া মনিপুরের বাগানেরই এক যুবক নীলকান্ত দেবের শরীরে ধরা পড়েছে করোনার লক্ষন। বর্তমানে এদের গুয়াহাটি মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তদারকিতে এই কোভিড পজিটিভ রোগীদের হোটেল থেকে এম এম সি এইচে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, প্রদীপ কুমার বানিয়া একজন অবসর প্রাপ্ত শিক্ষক এবং ক্যান্সারের চিকিৎসার জন্য তিনি মুম্বাইয়ে গিয়েছিলেন।

Comments are closed.