কোভিড ১৯ : মাস্ক না পরে বেরোলে জরিমানা, তদারকি করতে ম্যাজিস্ট্রেট নিয়োগ
আনলক ১.০ শুরু হতেই আরো ঢিলেঢালা, বেপরোয়া মনোভাব; রাস্তাঘাট, দোকানপাট, বাজার, অফিস-আদালত সর্বত্র মাস্ক ছাড়া ঘোরাফেরা করছেন লোকজন। সামাজিক দূরত্ব বজায় রাখার ও কোনো প্রয়াস নেই। এদিকে, ইতিমধ্যে সামাজিক সংক্রমণের লক্ষণ প্রকট হয়ে উঠেছে গুয়াহাটিতে, পুনরায় এলাকাভিত্তিক লকডাউন করা হয়েছে।
এমতাবস্থায় শিলচর জেলা প্রশাসন কঠোর মনোভাব গ্রহণ করতে বাধ্য হল। কোভিড সংক্রান্ত আচরণবিধি মেনে চলছেন কিনা তা দেখভাল করতে শিলচর শহর এবং পার্শ্ববর্তী এলাকার জন্য চারজন কার্যবাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হলো। গতকাল ২৩ জুন, মঙ্গলবার কাছাড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক আদেশে (নং CMJ/ 485/2020/60) এই নিয়োগ করা হয়।
শিলচর শহর এবং পার্শ্ববর্তী এলাকার জন্য নিযুক্ত ১) অভিলাষ বারনয়াল, আইএএস, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কাছাড় ; ২) শ্রীবিভর আগরওয়াল, আইএএস, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কাছাড়; ৩) শ্রী দেবজ্যেতি গগৈ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এন্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কাছাড়; ৪) শ্রীমতি মারিয়া তানিম, এসিএস, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এন্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কাছাড় সকাল ১০ টা থেকে এই অভিযান চালাবেন। মাস্ক পরিধান না করলে এবং সামাজিক দূরত্ব বজায় না রাখলে স্পট ফাইন করা হবে।
Comments are closed.