Also read in

চব্বিশ ঘন্টায় হাইলাকান্দিতে ডিসি অফিসের কর্মী , পুলিশ সহ কোভিডে আক্রান্ত ৬৬

হাইলাকান্দি জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে কোভিড আক্রান্ত হলেন আরও ৬৬ জন।। এদের মধ্যে জেলা উপায়ুক্তের কার্যালয়ের ৩ জন কর্মী সহ হাইলাকান্দি ও পাঁচগ্রাম পুলিশের কর্মীরাও রয়েছেন।

গত চারদিনে জেলা উপায়ুক্তের কার্যালয়ের অতিরিক্ত জেলা উপায়ুক্ত সহ মোট ১৮ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন ।শনিবার আক্রান্ত তিন জনের মধ্যে রয়েছেন রাজীব ভট্টাচার্য (৪৪), রক্তিমাভ দে (৪১) ও প্রভাত চন্দ্র নাথ (৪৫)। সব মিলিয়ে জেলায় করোনা পজিটিভ কেস দাঁড়াল ৫৪০ জনে।

এদিকে রবিবার জেলায় নতুন ভাবে করোনা আক্রান্তদের মধ্যে লালার সার্কল অফিসারের গাড়ি চালকের পত্নী , আলগাপুর চতুর্থ খন্ডের বাসিন্দা হবিবা খানম বড়ভুইয়ার (৪২) কোভিড পজিটিভ ধরা পড়েছে । তাছাড়া, এদিন অন্য আক্রান্তরা হলেন রাশম উদ্দিন লস্কর ২৩, আমজাদ হুসেন ২৪,সাহাব উদ্দিন ২৬, উজুল হক লস্কর ২০, আনাম উদ্দিন লস্কর ৩০ আবদুল গনি লস্কর ২৫, সালমান হুসেন মজুমদার ২০, সজল উদ্দিন লস্কর ২৫, দিলওয়ার হুসেন বরভুইয়া ২৩, সাজেল আহমেদ লস্কর ২৪, ওয়াজিদ হুসেন ২৪, ফকরুল ইসলাম লস্কর ২১,আবদুল মালিক লস্কর ২৮, বিমল কলিতি ৫২, সজল কান্তি দেব ৪৫, রুহুল আমিন লস্কর ২৬, ইসমাইল আলী ২৫, আবদুল আলী মজুমদার ৩১, পিন্টু ভূমিজ ২৭, অক্ষয় কুমার দাশ ৫১, সিরাজ উদ্দিন বড়ভুইয়া ৫৯, ফরিজ আহমেদ লস্কর, নারায়ণ নাথ , কুলেন্দ্র রিয়াং, আবদুল কালাম লস্কর ৩০, আবদুল হালিল ২২, আতিকুর রহমান ২৫, দিলোয়ার হুসেন ২৬, আসাদুল্লা চৌধুরী ২০, আবদুল জলিল লস্কর ৩৪, আজমল হুসেন ২৬, নাজিম উদ্দিন এসকি ২৩ আনোয়ার হুসেন লস্কর ৩৬,, ফরাজ উদ্দিন ১৮, কামরুল ইসলাম ২৩, কামাল উদ্দিন লস্কর ২১, রিয়াজ উদ্দিন বরভুইয়া শরীফ উদ্দিন মজুমদার ২১, নজরুল ইসলাম তালুকদার ২৯, জশিম উদ্দিন ২৯, সাহারুল ইসলাম লস্কর ১৯,আলী আহমদ লস্কর ২৯, আনোয়ার হুসেন বারবুুইয়া ৩০,কায়দুল হুসেন বরভুইয়া ২০, সাহাজাহান আহমেদ ২২, আরমান আহমেদ, মো বদরুল ইসলাম লস্কর ২৫, মুয়াজ্জাম হুসেন লস্কর ২৮, কবির হুসেন উদ্দিন চৌধুরী ১৯, খাদুয়া বেগম ২২, সেখ সায়াত আলী ২১, আশরাফ উদ্দিন ২৬, টয়বুর রহমান ২৮, আনসারুল্লা ২২, ইকবাল এইচ লস্কর ২৬, হিলাল আহমেদ লস্কর ২৭, সাহারুল আলম বড়ভূঁইয়া ২২, ইবাদুল্লা লস্কর ২৩, মুরলিধর ত্রিপুরা ২০, জিবন্ত মোহন ২৩, দীনেশ ত্রিপুরা ২১ এবং ননিগোপাল দাশগুপ্ত (৪০)।

এদিন হাইলাকান্দি পুলিশের অক্ষয় কুমার দাস, সিরাজ উদ্দিন বড়ভুইয়া, পাঁচগ্রাম থানার পুলিশ কর্মী আজমল হোসেননের কোভিড পজিটিভ ধরা পড়েছে।

উল্লেখ্য, হাইলাকান্দি জেলার ২৬ টি কোয়ারান্টাইন সেন্টারে বর্তমানে ১২৫৭ জন এবং হোম কোয়ারানটাইনের অধীনে ৪৫৯৮ জন রয়েছেন । জেলায় ১০৯৫২ জনের সোয়াব টেস্ট করা হয়েছে। তন্মধ্যে ৮৩৪২ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে ।

Comments are closed.

error: Content is protected !!