Also read in

কাছাড়ে আরো ১৭ জন কোভিড পজিটিভ, এতে আছেন মেডিকেল পড়ুয়া, তারাপুরের দুইজন

আজকের দিনে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে পাওয়া প্রথম তালিকায় ১৭ জনকে কোভিড পজিটিভ পাওয়া গেছে।

এর মধ্যে উদ্বেগ জনক সংবাদ হলো, শিলচর শহরের তারাপুর এলাকার দুইজন কোভিড পজিটিভ রোগের কোন ভ্রমণ বৃত্তান্ত নেই। সুব্রত ঘোষ (৪১) জ্বর কাশিতে ভুগছিলেন বিগত সাত দিন ধরে; তাই ডাক্তার তাকে কোভিড টেস্ট করাতে বলেন। আজ রিপোর্টে পজিটিভ আসায় হতবাক তিনি। তারাপুর এলাকারই অন্য একজন রাজদীপ সিংহ পাঁচ দিন ধরে জ্বর কাশিতে ভুগছিলেন, তার রিপোর্ট ও আজ পজিটিভ এসেছে। এইসব ঘটনায় গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা করছেন অনেকেই।

তারাপুর এলাকার এই দুজনের মতোই কনক পুর এলাকার ৬২ বছর বয়স্ক প্রানবন্ধু পাল, যিনি জ্বর-ইনফ্লুয়েঞ্জায় ভুগছিলেন, তার রিপোর্ট ও আজ পজিটিভ এসেছে।

এদিকে,শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রী ২২ বছর বয়স্ক জয়শ্রী কুমারী ও করোনা আক্রান্ত হয়েছেন।

ভ্রমণ বৃত্তান্ত থাকা ধলছড়া বিএসএফ ক্যাম্পের লিলু রাম (৫৩) এবং মহেশ কুমার (৩০)। অন্য রোগীর সংস্পর্শে আসা এই ক্যাম্পেরই শান্তাজি ভোসলে (৪১) করোনা আক্রান্ত হয়েছেন।

চেন্নাই থেকে বিমানে আসা কালাইন এলাকার তারিক আজিজ(২১), পুনে থেকে আসা আমড়াঘাটের লাবু শর্মা(২২), কলকাতা থেকে আসা এনএস এভিনিউর আলসেফ রাজাপতি (২৮)র দেহে ও করোনা সংক্রমনের প্রমাণ মিলেছে।

বেঙ্গালুরু থেকে আসা, যারা আজকের দিনে পজিটিভ সনাক্ত হয়েছেন, তারা হলেন রুখনি চা বাগানের পুনম কুর্মি ৩৫; শিলকুড়ি এলাকার বিশ্বজিৎ মালা(২৪) এবং অনিতা মালা (৩৫); বাগবাহার চা বাগানের সঞ্জু মহালি (২২) ; সোনাই এলাকার মতিনগরের হেমন্ত দাস (৩৮); কালাইন এলাকার সুকুর আহমেদ (২০) ।

দয়াপুর সিআরপিএফ ক্যাম্পের ইন্দ্রজিৎ কুমার (৩৭) যিনি সম্প্রতি বিহার থেকে সম্প্রতি এসেছেন,
তার দেহেও কোরনা সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে।

Comments are closed.

error: Content is protected !!