
গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন উধারবন্দের এক ব্যক্তি
উধারবন্দের একজন ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন। ঘটনাটি ঘটেছে উধারবন্দ থানার অন্তর্গত নগর এলাকায় আজ সকালে। চারমান উরাং নামের এই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা যায়।
জানা গেছে, ৪২ বছর বয়সী চারমান উরাং নগর লাইনের বাসিন্দা ঝারিয়া উরাংয়ের ছেলে।চারমান উরাংয়ের স্ত্রী দুর্গা উরাং জানান যে তার স্বামীর মস্তিষ্কে বিকৃতি ছিল।
ঘটনার বিবরণে জানা যায়, চারমান তার ৮ বছর বয়সী মেয়েকে গতকাল প্রচণ্ড মারধোর করে। এর ফলে মেয়েটি মাথায় মারাক্তকভাবে আঘাত পায়। এরপর দুর্গা উরাং চণ্ডিঘাট হাসপাতালে মেয়েটিকে নিয়ে যান।গত রাতে দুর্গা মেয়েকে নিয়ে চণ্ডিঘাট হাসপাতালেই ছিলেন।আজ সকালে যখন তিনি হাসপাতাল থেকে ঘরে ফিরে আসেন তখন চারমান উরাংকে রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্বামীকে এভাবে দেখে তিনি চিৎকার করে ওঠেন। সেই চিৎকার শুনে প্রতিবেশিরা দৌঁড়ে ছুটে আসেন।
পরে বিষয়টি উধারবন্দ পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজে পাঠানো হয়।
Comments are closed.