সদর থানার ওসি, হাসপাতালের চিকিৎসক, ৮ দিনের শিশু সহ কাছাড় জেলায় শনিবার আক্রান্ত ২৭
শুক্রবার সদ্যোজাত শিশু আক্রান্ত হওয়ার পর শনিবার ৮ দিনের একটি শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালের এক চিকিৎসক, শিলচর সদর থানার ওসি সহ মোট ২৭ ব্যক্তি শনিবার কাছাড় জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সুমন চৌধুরী খবরটি জানিয়েছেন।
সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালের চিকিৎসক ডাঃ অর্পিতা দেব পজিটিভ হয়েছেন। এছাড়া আরও কয়েকজন স্বাস্থ্যকর্মী পজিটিভ হয়েছেন। তোপখানা এলাকার ইমাদ উদ্দিন লস্কর পজিটিভ হয়েছেন।কাপ্তানপুর এলাকার আরকে মালা সানা যিনি শিলচর মেডিক্যাল কলেজের নার্সিং হোস্টেলে ছিলেন, তার শরীরে ভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। ভ্যালি হসপিটালের তাজাম্মুল আলি লস্করের নাম এদিন পজিটিভ হওয়ার তালিকায় রয়েছে।
মেডিক্যাল কলেজ হাসপাতালে যারা পজিটিভ হয়েছেন তাদের সংস্পর্শে আসা প্রত্যেকের পরীক্ষা চলছে। এই প্রক্রিয়ায় তারাপুর স্বামীজি রোডের রানা চন্দ্র দেবের পজিটিভ পাওয়া গেছে। রেপিড এন্টিজেন টেস্টে পজিটিভ হয়েছেন শিলচর সদর থানার ওসি দিতুমনি গোস্বামী। এরপর তাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। পাশাপাশি আরটিপিসিআর পদ্ধতিতে তার সোয়াব স্যাম্পল পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে।
শুক্রবার মাত্র ৬ দিনের একটি শিশুর শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছিল। এই ধারা বজায় রেখে শনিবার আরেকটি সদ্যজাত শিশুর শরীরে ভাইরাস সংক্রমণ পাওয়া গেছে, শিশুটির বয়স মাত্র ৮ দিন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, কিছুদিন আগেও পরিস্থিতি অনেকটাই হাতের নাগালে ছিল, কিন্তু এবার বয়স্ক থেকে শিশু প্রত্যেকে পজিটিভ হওয়ায় আমরা চিন্তিত। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সাহায্য প্রদান করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল সহ জেলার প্রত্যেক সরকারি হাসপাতালে কোভিড চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তবে প্রায় প্রতিদিন শতাধিক লোক পজিটিভ হচ্ছেন, এই ধারা বজায় থাকলে আগামীতে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টকর হয়ে দাঁড়াবে।
আসাম টার্গেটের সার্ভিলেন্স প্রোগ্রামের অধীনে পরীক্ষা করিয়ে এদিন কিছু ব্যক্তির পজিটিভ হয়েছে। এরা হলেন জানিগঞ্জের গৌরী দাস, দিপালী দাস ও অন্যান্যরা। এদের স্যাম্পল ২১ জুলাই দেওয়া হয়েছিল।
কন্টাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে এদিন আতালবস্তির তাপস চন্দ, গুমরা এলাকার আকরামুল হক লস্কর, আসাম রাইফেলসের সুখরাম, সেরাঞ্জিত সিং, একে ঠাকুর, কিশোরী সিং, মহাবীর উড়াঙ, গোবিন্দ সিং পজিটিভ হয়েছেন। আসাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আবুল কালাম চৌধুরী সম্প্রতি জ্বরে ভুগছিলেন। বেরেঙ্গা দ্বিতীয় খন্ডের বাসিন্দা শনিবার পজিটিভ হয়েছেন।
Comments are closed.